বাংলা নিউজ > ময়দান > IND vs SA: ও ভীষণ চাপে রয়েছে, অফ ফর্মের রাহানেকে ছন্দে ফেরারে পথ বাতলে দিলেন জাহির

IND vs SA: ও ভীষণ চাপে রয়েছে, অফ ফর্মের রাহানেকে ছন্দে ফেরারে পথ বাতলে দিলেন জাহির

ভারতীয় দলের অনুশীলনে অজিঙ্কা রাহানে। ছবি- এএনআই। (ANI)

এই বছর ১২ টেস্ট ম্য়াচে রাহানে ১৯.৫৭-র গড়ে মোট ৪১১ রান করেছেন।

২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় চিন্তার বিষয় দলের মিডল অর্ডার। আরও স্পষ্ট করে বলতে গেলে অজিঙ্কা রাহানের অফফর্ম। এবার ভারতীয় তারকাকে ফর্মে ফেরার পথ বাতলে দিলেন জাহির খান।

রাহানেকে গোটা বছরেই ফর্মে দেখায়নি। দলে তাঁর জায়গা পাওয়া নিয়েও রয়েছে নানা প্রশ্নচিহ্ন। এই বছর ১২ টেস্ট ম্য়াচে রাহানে ১৯.৫৭-র গড়ে মোট ৪১১ রান করেছেন। তাঁর মতো ব্যাটারের ক্ষেত্রে এই রেকর্ড কতটা হতাশাজনক, তা আলাদা করে বলে দিতে হয়না। ইতিমধ্যেই ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক পদ থেকে ছাঁটাই হয়েছেন রাহানে, সংশয় দলে জায়গা পাওয়া নিয়েও। এমন সময় রাহানের মদতে এগিয়ে এলেন জাহির।

Times of India-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাহানের বিষয়ে কথা বলতে গিয়ে জাহির বলেন, ‘ও খুব যে একটা আহামরি পারফর্ম করেনি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওর ওপর ভীষণ চাপে রয়েছে সেটাও সত্যি। এমন এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া যে কোনো ক্রিকেটারেরই মানসিকভাবে শক্ত হওয়াটা খুব জরুরি। তবে এক্ষেত্রে ভাল দিক হল যে ভাগ্য বদল করতে দরকার মাত্র একটা ইনিংস। ক্রিকেটাররা হিসেবে এই ভাবনাটাই সবসময় মাথায় রাখা জরুরি।’

নিজের অভিজ্ঞতার উদাহরণ প্রাক্তন ভারতীয় তারকা বোলারের মতে, ‘আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, সবসময় মাত্র একটা ভাল ইনিংস খেললেই সবটা বদলে যাবে, নিজের মধ্যে এই বিশ্বাস রাখাটা জরুরি। সেটা করতে পারলেই সবকিছু খুব দ্রুত বদলে যায়। রাহানেকেও আমি এই পরামর্শই দেব। ক্রিকেটাররা হিসেবে এমন চ্যালেঞ্জ আসবেই এবং বুক চিতিয়ে তার মোকাবিলাও করতে হবে।’

বন্ধ করুন