এককভাবে ট্রফি জিততে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ভারতের প্রাপ্তির ভাঁড়ার পূর্ণ। টিম ইন্ডিয়ার ৫টি ইতিবাচক দিকে চোখ রাখুন।
1/5ক্যাপ্টন হিসেবে আইপিএলে পরীক্ষিত ঋষভ পন্ত। তবে জাতীয় দলকে কেমন নেতৃত্ব দেন তিনি, দক্ষিণ আফ্রিকা সিরিজে সেটাও দেখা হয়ে গেল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। প্রাথমিক কিছু ভুলভ্রান্তি চোখে পড়লেও জাতীয় নির্বাচকদের নিতান্ত হতাশ করেননি পন্ত। ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে না পারলেও পন্তের নেতৃত্ব নজর কাড়ে সিরিজে।
2/5ইশান কিষাণ যে ভারতের টি-২০ বিশ্বকাপ ভাবনায় ভালো মতোই রয়েছেন, সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। তবে আইপিএলের শুরুর দিকে চেনা ছন্দে না থাকায় ইশানের ফর্ম নিয়ে দুশ্চিন্তা ছিলই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে টিম ম্যানেজমেন্টের যাবতীয় দুশ্চিন্তা কাটিয়ে দেন তিনি। ৫টি ইনিংসে দু'দলের মধ্যে সব থেকে বেশি ২০৬ রান করেন ইশান। হাফ-সেঞ্চুরি করেন ২টি। তাঁর ১৫০.৩৬-এর স্ট্রাই-রেট আশ্বস্ত করবে দ্রাবিড়দের।
3/5সিরিজের সেরা পাওনা অবশ্য ভুবনেশ্বর কুমার। এমনটা নয় যে, সাদা বলের ক্রিকেটে এই প্রথম ভালো বল করলেন তিনি। বরং সীমিত ওভারের ক্রিকেটে ভুবি বরাবর ভারতীয় দলকে নির্ভরতা দেন। তবে চোট-আঘাতে জর্জরিত ভুবিকে সম্প্রতি পরিচিত ছন্দে দেখা যাচ্ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভুবনেশ্বরকে রীতিমতো অপ্রতিরোধ্য দেখায়। ৬টি উইকেট নিয়ে তিনি সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
4/5গত টি-২০ বিশ্বকাপেও ভারত ফিনিশারের অভাব টের পেয়েছে। তাই আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে জাতীয় নির্বাচকরা একজন যথাযথ ফিনিশারের খোঁজে ছিলেন। দীনেশ কার্তিকতে যে উদ্দেশ্যে টিম ইন্ডিয়ায় ফেরান নির্বাচকরা, তা পুরোপুরি সফল। কার্তিক বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপে ফিনিশারের ভূমিকা পালন করতে প্রস্তুত তিনি।
5/5দক্ষিণ আফ্রিকা সিরিজে হার্দিক পান্ডিয়া যে রকম পরিণতি বোধ দেখিয়েছেন, তা আশ্বস্ত করতে পারে টিম ম্যানেজমেন্টকে। মাথাগরম ক্রিকেটার হিসেবে পরিচিত পান্ডিয়া গত আইপিএল থেকেই নিজেকে বদলে ফেলেছেন পুরোপুরি। এবার জাতীয় দলের হয়ে যে রকম দায়িত্ব নিতে দেখা গেল হার্দিককে, তার প্রশংসা করা ছাড়া উপায় নেই। পান্ডিয়া ৪টি ইনিংসে ১১৭ রান সংগ্রহ করেন।