অভিষেক টেস্টে একাধিক কিংবদন্তির সঙ্গে একাসনে বসে পড়লেন মারকো জানসেন। ২১ বছর বয়সী বাঁ-হাতি পেসার সেঞ্চুরিয়নে কেরিয়ারের প্রথম টেস্টের উভয় ইনিংস মিলিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ঢুকে পড়লেন ডোনাল্ড, ক্লুজনার ফিল্যান্ডারদের এলিট ক্লাবে।
ভারতের বিরুদ্ধে চলতি বক্সিং ডে টেস্টে দীর্ঘতম ফর্ম্যাটে দক্ষিণ আফ্রিকার জার্সিতে আত্মপ্রকাশ করেন জানসেন। প্রথম ইনিংসে তিনি ৬৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। জসপ্রীত বুমরাহকে ফিরিয়ে টেস্ট উইকেটের খাতা খোলেন তিনি।
পরে দ্বিতীয় ইনিংসে ৫৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন জানসেন। তিনি তুলে নেন মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে ও মহম্মদ সিরাজের উইকেট। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে ১২৪ রানের বিনিময়ে ৫টি উইকেট পকেটে পোরেন মারকো।
জানসেন দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক টেস্টে ৫টি উইকেট নিয়ে ডোনাল্ড, ক্লুজনার, ফিল্যান্ডারদের এলিট লিস্টে জায়গা করে নেন, যাঁরাও নিজেদের প্রথম টেস্টে ৫টি বা তারও বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন।
উল্লেখ্য, নতুন শতাব্দীতে জন্মানো প্রথম ক্রিকেটার হিসেব দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন মারকো জানসেন। তিনিই আপাতত দক্ষিণ আফ্রিকার বর্তমান টেস্ট দলের সবথেকে কম বয়সী সদস্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।