শ্রেয়স আইয়ার দলে রয়েছেন, স্কোয়াডে রয়েছেন ঋষভ পন্ত, তা সত্ত্বেও জসপ্রীত বুমরাহ কেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন, সেটাই বুঝে উঠতে পারছেন না সাবা করিম। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকার দাবি, দক্ষিণ আফ্রিকা সফরে পন্তের হাতেই সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া উচিত ছিল জাতীয় নির্বাচকদের।
রোহিত শর্মা চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে স্কোয়াড থেকে ছিটকে যাওয়ায় তাঁর বদলে ভারতের নতুন ক্যাপ্টেন নির্বাচিত হন লোকেশ রাহুল। রোহিত দলে থাকলে লোকেশই হতেন তাঁর ডেপুটি। তবে রাহুলের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর দরকার ছিল ভারতের একজন নতুন ভাইস ক্যাপ্টেনের।
দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ান ডে স্কোয়াড ঘোষণা করার পর দেখা যায় নির্বাচকরা জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার নতুন সহ-অধিনায়ক বেছে নিয়েছেন। যার প্রেক্ষিতেই India News-এ সাবা করিম নিজের বিস্ময় প্রকাশ করেন। এপ্রসঙ্গে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, ‘আমি ভীষণ অবাক হই। আশা করিনি জসপ্রীত বুমরাহকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হবে। আমি ভেবেছিলাম ঋষভ পন্তকে ভাইস ক্যাপ্টেন করা হতে পারে, কেননা ও তিন ফর্ম্যাটেই মাঠে নামে।’
আসলে পন্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন। সেকারণেই টিম ইন্ডিয়ার নতুন ভাইস ক্যাপ্টেন হিসেবে সাবা করিমের প্রথম পছন্দ ছিলেন পন্ত। তাঁর কথায়, ‘দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন হিসেবে পন্তের পারফর্ম্যান্স সত্যিই ভালো। আমরা সবাই দেখেছি ও কীভাবে ম্যাচ পড়তে পারে। ম্যাচের পরিস্থিতি সম্পর্কে ওর যথাযথ ধারণা রয়েছে।’