সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচ জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। শুধু সিরিজ জয় নয়, প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয় গিয়েছে টিম ইন্ডিয়া। আর ঐতিহাসিক ম্যাচ জয়ের নায়ক হয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক কেএল রাহুল। সেঞ্চুরিয়নে তাঁর ব্যাট থেকে এসেছে শতরান। প্রথম ইনিংসে রাহুল করেছিলেন ১২৩ রান। দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান। ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে রাহুল বলেন, ‘কঠোর পরিশ্রম করেছি, তার ফল এখন পাচ্ছি’।
দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে ছিল টিম ইন্ডিয়ার। যা দেখা গেল সেঞ্চুরিয়নে। বক্সিং ডে টেস্টে ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে লোকেশ রাহুল বলেন, ‘ভালোভাবে ওপেনিং করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার মানসিকতাতে পরিবর্তন এনেছি। দলের হয়ে আমি ভালো শুরু করার জন্য একটা দৃঢ় সংকল্প নিয়েছিলাম। আমি যখন কয়েক বছর দলের বাইরে ছিলাম, তখন আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছিলাম। এখন তারই ফল পাচ্ছি। আমি নিজের টেকনিক নিয়ে কাজ করে চলেছি। আমি মনে করি এক্ষেত্রে শৃঙ্খলারই সব থেকে বড় অবদান রয়েছে। এটা সিরিজের প্রথম খেলা, আমরা এই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে সিরিজে এগিয়ে যেতে চাই এবং কয়েকদিনের মধ্যে আরেকটি টেস্ট জিততে চাই।’
ম্যাচের শেষে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারও ভারতের ওপেনিং জুটি নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘ভারতীয় ওপেনাররা তাঁদের কাজটা ঠিকভাবেই করেছিল। এটা সব সময় একটু কঠিন ছিল আমাদের কাছে। আমরা প্রথম দিনে আমাদের লেন্থ আরও ভালোভাবে ব্যবহার করতে পারতাম। তবে আমরা লাঞ্চের পরে লড়াই করেছিলাম। কিন্তু তারপর চায়ের পরে আমরা আবার কিছুটা পিছিয়ে পড়েছিলাম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।