IND vs SA: পঞ্চম দিনে বৃষ্টির ভ্রুকূটি, সেঞ্চুরিয়ানে আবহাওয়াই টিম ইন্ডিয়ার প্রধান প্রতিপক্ষ
1 মিনিটে পড়ুন . Updated: 30 Dec 2021, 09:47 AM IST- প্রথম টেস্টের শেষ দিন ভারতীয় দলের জয়ের জন্য প্রয়োজন ছয় উইকেট, দক্ষিণ আফ্রিকার চাই ২১১ রান।
সেঞ্চুরিয়ান বরাবরই দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দুর্গ। সেখানেই প্রোটিয়াদের হারিয়ে প্রথম টেস্ট জিতে নেওয়ার মস্ত বড় সুযোগ রয়েছে ভারতীয় ক্রিকেট দলের সামনে। তবে বিরাট কোহলিদের সমস্ত স্বপ্ন, আশায় প্রকৃত অর্থেই জল ঢেলে দিতে পারে সেঞ্চুরিয়ানের আবহাওয়া।
৩০৫ রান তাড়া করে জয়ের লক্ষ্যে অগ্রসর হওয়া দক্ষিণ আফ্রিকার চতুর্থ দিনের শেষে স্কোর চার উইকেটে বিনিময়ে স্কোর ৯৪। ম্যাচের পঞ্চম দিনে যেখানে ভারতের জয়ের জন্য চাই ছ'টি ভাল বল, সেখানে প্রোটিয়া দলও কিন্তু ঐতিহাসিক এক ম্যাচ জয়ের থেকে মাত্র ২১১ দূরে দাঁড়িয়ে। সব মিলিয়ে এক উত্তেজক শেষ দিনের খেলা অপেক্ষা করে রয়েছে সমর্থকদের জন্য। তবে ম্যাচের দ্বিতীয় দিন সম্পূর্ণরূপে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর, পঞ্চম দিনেও ফের বৃষ্টির প্রবল সম্ভবনা রয়েছে।
Accuweather-র মতে, পঞ্চম দিনে লাঞ্চের পরবর্তী সেশনে বৃষ্টি হওয়ার ৬৫ শতাংশ সম্ভবনা তো রয়েইছে। উপরন্তু, বজ্র বিদুৎসহ বৃষ্টির সম্ভাবনাও ৩৯ শতাংশ। সুতরাং, ম্যাচের প্রথম সেশনেই টেস্ট জিতে নেওয়ার চিন্তাভাবনা কোথাও না কোথাও বিরাট কোহলির মাথায় ঘুরপাক খাবেই। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে ক্রিজে অর্ধশতরানকারী অধিনায়ক ডিন এলগার রয়েছেন। কুইন্টন ডি'ককের মতো আগ্রাসী ব্যাটার এখনও ডাগ আউটে বসে। জয়ের সম্ভাবনা আয়োজক দেশের থাকলেও, তা ভীষণ মুশকিল এবং বৃষ্টি হলে তা কার্যত অসম্ভব।