বাংলা নিউজ > ময়দান > IND vs SA: সহজেই উইকেট দিয়েছে ব্যাটাররা, ৫০-৬০ রান কম হল, ফুঁসছেন বিক্রম রাঠোর

IND vs SA: সহজেই উইকেট দিয়েছে ব্যাটাররা, ৫০-৬০ রান কম হল, ফুঁসছেন বিক্রম রাঠোর

আউট হয়ে সাজঘরে ফিরছেন হতাশ লোকেশ রাহুল। ছবি- এএনআই। (ANI)

তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত মোটে ২২৩ রান করতে সক্ষম হয়।

সেঞ্চুরিয়ানের মতো কেপ টাউনেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে ফের একবার মুখ থুবড়ে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন আপ। মাত্র ২২৩ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ৭৯ ও চেতেশ্বর পূজারা ৪৩ করা ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটারই বলার মতো রান পাননি।

কেপ টাউনে ব্যাটিং পরিস্থিতি কঠিন বলে স্বীকার করে নিলেও দলের ব্যাটিং পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ টিম ইন্ডিয়া ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। প্রথম দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে নিজের হতাশার কথা জানিয়ে রাঠোর বলেন, ‘এখানকার পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং এবং রান করাটা একেবারেই সহজ নয়। তবে বলতে অসুবিধা নেই, আমাদের ব্যাটিং পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। আমাদের কমপক্ষে আরও ৫০-৬০ রান করা উচিত ছিল। অন্তত আমরা এমনটাই আশা করছিলাম।’

পূজারা এবং কোহলির ইনিংসের প্রশংসা করলেও রাঠোরের মতে ইনিংসের শেষের দিকে ব্যাটাররা অত্যন্ত সহজেই নিজেদের ছুঁড়ে দিয়ে আসে। ‘বিরাট একটা দুর্ধর্ষ ইনিংস খেলেছে। পূজারাও ভালই ব্যাটিং করছিল। কিন্তু তারপর মেঘাচ্ছন্ন পরিবেশে ওরা বেশ ভাল বোলিং করে। তবে আমার মতে আমরা ইনিংসের পরের দিকে খুব সহজেই ওদের উইকেট দিয়ে আসি। নিঃসন্দেহে আমাদের আরও ভাল ব্যাটিং করা উচিত ছিল।’ দাবি বিক্রম রাঠোরের। অল্প রানে আউট হওয়ার পর দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকেও ভারতীয় বোলাররা যেন বড় লিড নিতে না দেন, এমনটাই প্রার্থনা করছেন রাঠোর। প্রথম দিনের শেষে প্রোটিয়াদের স্কোর এক উইকেটের বিনিময়ে ১৭।

বন্ধ করুন