বাংলা নিউজ > ময়দান > IND vs SA: দক্ষিণ আফ্রিকায় বিজয় পতাকা ওড়াতে রাহুলদের লড়াই রাবাদাদের পাশাপাশি ইতিহাসের বিরুদ্ধেও

IND vs SA: দক্ষিণ আফ্রিকায় বিজয় পতাকা ওড়াতে রাহুলদের লড়াই রাবাদাদের পাশাপাশি ইতিহাসের বিরুদ্ধেও

অনুশীলনে ব্যস্ত ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। ছবি- এএনআই। (ANI)

দক্ষিণ আফ্রিকাতেই ভারতীয় ওপেনারদের ব্যাটিং গড় সবচেয়ে কম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাটিতে নাগাড়ে দুই সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ফলে টিম ইন্ডিয়ার অন্তিম চ্যালেঞ্জ হিসেবে একমাত্র অবশিষ্ট প্রোটিয়াভূমি বিজয়ের পতাকা উড়ানো। ২৯ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। তবে ইতিহাসের কথা মাথায় রেখে ভারতের চিন্তার বিষয় দলের ওপেনিং জুটি।

যে কোনো ম্যাচ জেতার জন্য দলের গোড়াপত্তন করেন দলের ওপেনাররা। আর সেখানেই দক্ষিণ আফ্রিকায় বিপক্ষ দল বারবার মাত খায়। রামধনুর দেশে অতীতে বিপক্ষ ব্যাটারদের কোনোদিনও অ্যালান ডোনাল্ড থেকে ডেল স্টেইন, কেউই সেটেল হওয়ার তেমন সুযোগ দেননি। পরিসংখ্যানেই তার প্রমাণ মেলে। তিন টেস্ট সিরিজে প্রথম ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়ানে প্রতিপক্ষের ১ থেকে ৭ নম্বর ব্যাটারদের শেষ পাঁচ বছরে গড় মাত্র ২৫.৬৭। সেখানে প্রোটিয়াদের ব্যাটিং গড় তার থেকে ঢের ভাল ৪২.১১।  

ওপেনারদের হালত তো আরও খাস্তা। বিপক্ষ ওপেনিং ব্যাটারদের শেষ পাঁচ বছরে এই মাঠে গড় মাত্র ২০. ৫৪। অন্তত ২০১৬ থেকে পাঁচ টেস্ট খেলা হয়েছে এমন মাঠগুলির মধ্যে যা সর্বনিম্ন। স্টিফেন কুক ছাড়া আর কোনো ওপেনার তো ব্যক্তিগত শতরানের গন্ডি অবধি টপকাতে পারেননি। ভারতীয় ওপেনারদের দক্ষিণ আফ্রিকাতেই অবস্থা বেশ সঙ্কটজনক। বিদেশের মাটিতে ভারতীয় ওপেনারদের সর্বনিম্ন ২৭.৫৬-র গড় প্রোটিয়াভূমেই।

১১ বছর আগে শেষবার দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ওপেনাররা শতাধিক রানের পার্টনারশিপ করেছিলেন। ২০১০ সালে সেবার সেঞ্চুরিয়ানেই বীরেন্দ্র সেহওয়াগ ও গৌতম গম্ভীর ১৩৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ওপেনারদের এই ব্যর্থতাই রামধনুর দেশে ভারতের ২০টির মধ্যে মাত্র তিনটি টেস্ট জয়ের অন্যতম প্রধান কারণ। ভারতীয় ওপেনাররা শেষ বিদেশ সফর, ইংল্যান্ডে দারুণ ফর্মে ছিলেন। তবে সিনিয়ার ওপেনার রোহিত শর্মা ইতিমধ্যেই চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। 

তাঁর অনুপস্থিতিতে সফরের জন্য দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া রাহুলের ওপর তাই বাড়তি দায়িত্ব থাকবে দলকে ভাল স্টার্ট প্রদান করার। কিন্তু রাহুলই সদ্য চোট সারিয়ে ফিরছেন, তাই কাজটা তাঁর জন্য সহজ নয়। অপরদিকে, সম্ভাব্য আরেক ওপেনার মায়াঙ্ক আগরওয়ালও সদ্য ফর্মে ফিরেছেন। রোহিতের অনুপস্থিতিতে চ্যালেঞ্জটা নিঃসন্দেহে বড়,তবে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ রয়েছে তাঁর কাছেও। প্রোটিয়াভূমে তাই সিরিজ জিততে ওপেনিং পার্টনারশিপের সফলতা বা ব্যর্থতাই অনেক কিছু নির্ধারণ করে দিতে পারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.