শিখর ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে ওয়ান ডে সিরিজ জেতার পরে ড্রেসিং রুমে ‘কালা চশমা’ গানের তালে নেচে ফাটিয়েছিল। গব্বরদের সেই সেলিব্রেশনের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের পরে ফের একইরকমভাবে সাজঘরে সেলিব্রেশন সারে টিম ইন্ডিয়া।
এবার অবশ্য অন্য গানে। ধাওয়ানদের দালের মেহেন্দির 'বোলো তারা রারা' গানের তালে তুমুল নাচতে দেখা যায়। ধাওয়ানের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামলে সমর্থকরা এবার থেকে নিশ্চিতভাবেই ব্যাট-বলের লড়াই ছাড়াও অপেক্ষা করবে সেলিব্রেশন দেখার জন্য।
উল্লেখ্য, দিল্লিতে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেট হারিয়ে দেয় ভারত। সেই সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেন শিখর ধাওয়ানরা।
আরও পড়ুন:- IND vs SA 3rd ODI: দিল্লিতে দাপট ধাওয়ানদের, সিরিজ জিতল দ্বিতীয় সারির ভারতীয় দল
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। দক্ষিণ আফ্রিকা ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ৩৪ রান করেন এনরিখ ক্লাসেন। ভারতের হয়ে ১৮ রানে ৪টি উইকেট নেন কুলদীপ যাদব। এছাড়া ২টি করে উইকেট দখল করেন মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৯ রান করেন শুভমন গিল। ২৮ রানে নট-আউট থাকেন শ্রেয়স আইয়ার। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কুলদীপ যাদব।
তার আগে লখনউয়ে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত হয়। রাঁচিতে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মহম্মদ সিরাজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।