IND vs SA: পার্ল ওয়ানডেতে মালানের উইকেট নিয়ে ৯২৫ দিনের অপেক্ষার অবসান ঘটালেন বুমরাহ
১ মিনিটে পড়ুন . Updated: 20 Jan 2022, 09:22 AM IST- ম্যাচের তৃতীয় ওভারেই মালানকে আউট করে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ।
শুভব্রত মুখার্জি
টেস্ট সিরিজে ২-১ ফলে হারের পর, পার্লে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল। বোল্যান্ড পার্কে এই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার জানেমন মালানের উইকেটটি নিয়ে ৯২৫ দিনের অপেক্ষার অবসান ঘটালেন এই সিরিজে ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ক জসপ্রিত বুমরাহ।
এদিনের ম্যাচের তৃতীয় ওভারেই মালানকে আউট করে প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। বুধবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে তেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়া বাহিনী। নিজের দ্বিতীয় ওভারেই মালানের উইকেটটি তুলে নেন বুমরাহ। কট বিহাইন্ড আউট হয়ে ফিরে যান মালান। এর ফলে বাধ্যতামূলক পাওয়ার প্লেতে দুই বছর সাত মাস পরে নিজের প্রথম উইকেট নিতে সমর্থ হলেন বুমরাহ।
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মার্টিন গাপ্তিলকে আউট করার ৯২৫ দিন পর, পাওয়ার প্লেতে এটাই বুমরাহর প্রথম উইকেট। সেই ম্যাচে গাপ্তিল ,বুমরাহের বলে স্লিপে ক্যাচ আউট হন। এরপর বাধ্যতামূলক পাওয়ার প্লেতে ২৩৩ বলে বুমরাহ ১৭০ রান দিয়েছেন। তারপরে প্রথম ওয়ান ডেতে ৬ রানে তিনি ফেরালেন মালানকে। ম্যাঞ্চেস্টারের সেই ম্যাচ এবং আজকের পার্লের ম্যাচের মধ্যে ৯ টি ম্যাচ খেলেছিলেন বুমরাহ।