বাংলা নিউজ > ময়দান > পাকিস্তান ম্যাচের আগে সূর্যকে খেলাবো না- কেন এমন বললেন রোহিত?

পাকিস্তান ম্যাচের আগে সূর্যকে খেলাবো না- কেন এমন বললেন রোহিত?

রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব।

গত বছরের মার্চে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। এখনও পর্যন্ত তিনি ৩৩টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে তিনি ৩৯.৮৮ ব্যাটিং গড়ে ১০৩৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট অত্যন্ত ভালো। তিনি টি-টোয়েন্টিতে ১৭৭.২৬ স্ট্রাইক রেটে রান করেছেন।

গুয়াহাটি দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। আগের ম্যাচগুলোতেও সূর্যকুমার যাদব ধারাবাহিক ভাবে বিস্ফোরণ ঘটাচ্ছেন। বর্তমানে তিনি এই বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের নিরিখে দ্রুততম হাজার রান পূর্ণ করা ব্যাটসম্যান হয়েছেন।

স্বাভাবিক ভাবে চর্চায় এখন সূর্য। গুয়াহাটিতে টি-টোয়েন্টি ম্যাচের পরে সঞ্চালক হর্ষ ভোগলে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সূর্যকুমারের ফর্ম নিয়ে প্রশ্ন করলে, হিটম্যান খুব মজার উত্তর দেন।

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় T20-তে একাদশে রাখা হবে না কোহলিকে-রিপোর্ট

হর্ষ ভোগলে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে, সূর্যকুমার যাদব যে ভাবে রান করছেন, তাঁর ফর্ম যাতে একই থাকে, তার জন্য আপনারা কী করবেন? এই বিষয়ে রোহিত শর্মা বলেন, ‘আমি ভাবছি ২৩ তারিখ পর্যন্ত (পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ) আর সূর্যকে খেলাবো না। ওর ফর্মকে যত্ন করে তুলে রাখব। সত্যি বলতে কী, ও যে ধরনের ফর্মে আছে, তা বিস্ময়কর। ও সব সময়ে খেলতে সেরাটা দিতে চায়। ও সবসময় ভালো কিছু করতে চায়। এটি ওকে আনন্দ দেয়। এবং আমরাও চাই, ওরা খুশি থাকুক।’

গত বছরের মার্চে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। এখনও পর্যন্ত তিনি ৩৩টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে তিনি ৩৯.৮৮ ব্যাটিং গড়ে ১০৩৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট অত্যন্ত ভালো। তিনি টি-টোয়েন্টিতে ১৭৭.২৬ স্ট্রাইক রেটে রান করেছেন। এই ছোট ক্যারিয়ারে তিনি একটি সেঞ্চুরি এবং ন'টি হাফ সেঞ্চুরিও করেছেন।

আরও পড়ুন: এই উদারতা কোহলিই দেখাতে পারেন-৪৯-এ দাঁড়িয়েও কার্তিককে স্ট্রাইক ছাড়ায় মুগ্ধ নেটপাড়া

টিম ইন্ডিয়ার ডেথ বোলিং সম্পর্কে বলতে গিয়ে রোহিত শর্মা বলেছেন, ‘হ্যাঁ, আমরা গত পাঁচ বা ছয় ম্যাচে ভালো বোলিং করিনি। ডেথ ওভারে বোলিং এবং ব্যাটিং দু'টোই খুব কঠিন। এখানেই খেলার সিদ্ধান্ত হয়। আমাদের নিজেদেরকে উপরে তুলতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।’

রবিবার টস হেরে প্রথমে ব্যাট করে কেএল রাহুল (৫৭) এবং সূর্যকুমার যাদবের (৬১) অর্ধশতরানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার সামনে ২৩৮ রানের বিশাল লক্ষ্য রাখে ভারত। এই স্কোর তাড়া করতে গিয়ে ডেভিড মিলার (অপরাজিত ১০৬) সেঞ্চুরি এবং কুইন্টন ডি'কক (অপরাজিত ৬৯) হাফ সেঞ্চুরি করলেও, শেষ রক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২১ রান করে। ভারত ১৬ রানে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে তারা সিরিজও ২-০ পকেটে পুড়ে ফেলে। যদিও এক ম্যাচ এখনও বাকি রয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বাপ কা বেটা…’ ত্রিশতরান নয়, কাউন্টিতে বাবার গড়া রেকর্ড ভাঙায় বেশি খুশি ব্রুক! লাদাখে যে কোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে, বার্তা রাজনাথের 'মোদীর সঙ্গে কথা হয়েছে..' ASEAN সামিটে কানাডার প্রধানমন্ত্রী, বরফ গলেছে? তৃতীয় T20তে তরুণদের সুযোগ দেবে ভারত! তবে টার্গেট ৩-০! জানালেন গম্ভীরের ডেপুটি… ‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.