বাংলা নিউজ > ময়দান > IND vs SA: ২০ ওভারের পর ব্যাট করিনি, জানি না উইকেট বদলেছে কি না, হারের পর আজব কথা রাহুলের

IND vs SA: ২০ ওভারের পর ব্যাট করিনি, জানি না উইকেট বদলেছে কি না, হারের পর আজব কথা রাহুলের

ম্যাচ শেষে দাসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বুমরাহ-শার্দুলের। ছবি- রয়টার্স। (REUTERS)

ভারতের হয়ে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান সর্বাধিক ৯২ রানের পার্টনারশিপ গড়েন।

শুভব্রত মুখার্জি

টেস্ট হারের ব্যর্থতা ছিলই। তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতন যুক্ত হল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হার। দক্ষিণ আফ্রিকা সফরে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না ভারতীয় দলের । ওয়ানডে সিরিজে নবনির্বাচিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে নেতৃত্বভার এসে পড়েছিল লোকেশ রাহুলের উপর। তবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি হবেন না ভারতীয় দলের নয়া অধিনায়ক। 

ব্যাটিং বা বোলিং কোন বিভাগেই বুধবার সময় ভাল যায়নি ভারতের। ম্যাচ শেষে ম্যাচে দলের হার বিশ্লেষণ করতে গিয়ে রাহুল জানান, 'অনেক কিছু শেখার আছে ম্যাচটা থেকে। আমরা শুরুটা ভাল করেছিলাম। মিডল ওভারে সেইভাবে ওদের উইকেট নিতে পারিনি।২০ ওভারের পর ব্যাট করিনি, তাই জানি না উইকেট বদলেছে কি না। তবে বিরাট এবং শিখর বলছিল এই উইকেটে একবার সেট হয়ে গেলে ব্যাটিংয়ের পক্ষে উইকেটটা খুব ভাল। দুর্ভাগ্যের বিষয় মিডল ওভারে আমরা বড় পার্টনারশিপ গড়তে পারিনি। ওরা পরিস্থিতিকে সঠিকভাবে অনুধাবন করেছিল। দ্বিতীয় উইকেটে কোহলি এবং শিখরের পার্টনারশিপটা ভাঙার পরপরেই ম্যাচের রং বদলাতে শুরু করে।'

উল্লেখ্য, ২৯৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত ২৬৫ রান করতে সমর্থ হয়। শিখর ধাওয়ান ৭৯ , বিরাট কোহলি ৫১ এবং শেষের দিকে শার্দুল ঠাকুরের অপরাজিত ৫০ রান ছাড়া সেভাবে বলার মত রান করতে পারেননি ভারতীয় ব্যাটার। ফলস্বরূপ, ৩১ রানে ম্যাচ হেরে সিরিজে আপাতত ১-০ ফলে পিছিয়ে ভারত। ২১ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বন্ধ করুন