সব দেশ, সব মহাদেশ, যেখানেই পা দিয়েছেন লোকেশ রাহুল, বিজয় পতাকা উড়িয়েছেন নিজের। বাস্তবিকই লোকেশ রাহুল ৪১টি টেস্টের সংক্ষিপ্ত কেরিয়ারে সারা বিশ্বে নিজের ছাপ রেখেছেন।
লোকেশ রাহুল যে সব দেশে ও মহাদেশে টেস্ট খেলতে নেমেছেন, সব জায়গায় ব্যক্তিগত শতরান করার অনবদ্য নজির গড়লেন। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করার সঙ্গে সঙ্গেই এমন দুর্দান্ত নজির স্থাপন করেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার।
এই নিয়ে লোকেশ মোট ৭টি টেস্ট সেঞ্চুরি করেন। সব মিলিয়ে ৬টি দেশ ও ৫টি মহাদেশে তিনি টেস্ট শতরান করলেন। রাহুল ইংল্যান্ডে ২টি এবং ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় ১টি করে টেস্ট সেঞ্চুরি করেন। তিনি এর বাইরে আর কোনও দেশে টেস্ট ক্রিকেট খেলেননি।
সেই নিরিখে লোকেশ এশিয়া ও ইউরোপে ২টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন। ১টি করে টেস্ট শতরান করেন আমেরিকা, ওশেনিয়া ও আফ্রিকায়।
সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনে লোকেশ রাহুল ব্যক্তিগত ১২২ রানে অপরাজিত রয়েছেন। ২৪৮ বলের ইনিংসে তিনি ১৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।