বাংলা নিউজ > ময়দান > IND vs SA: ডু-অর-ডাই ম্যাচে দাপুটে জয়, প্রোটিয়াদের দুরমুশ করে সিরিজে ফিরল টিম ইন্ডিয়া
দাপুটে জয় টিম ইন্ডিয়ার। ছবি- বিসিসিআই।

IND vs SA: ডু-অর-ডাই ম্যাচে দাপুটে জয়, প্রোটিয়াদের দুরমুশ করে সিরিজে ফিরল টিম ইন্ডিয়া

ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন দুই ভারতীয় ওপেনার ইশান-রুতুরাজ, বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেন চাহাল-হার্ষাল।

টানা ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের যুগ্ম বিশ্বরেকর্ড গড়ার ঠিক পরেই ঘরের মাঠে সিরিজ হারের আশঙ্কা চেপে বসেছিল ভারতের ঘাড়ে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ২টি ম্যাচ হেরে বসে টিম ইন্ডিয়া। সুতরাং, বিশাখাপত্তনমে তৃতীয় টি-২০ ম্যাচ হারলেই সিরিজ খোয়াতে হতো ঋষভ পন্তদের। তাই সিরিজে টিকে থাকতে হলে ভারতকে জিততেই হতো এই ম্যাচটি। শেষমেশ প্রোটিয়াদের দুরমুশ করে লড়াইয়ে টিকে থাকে টিম ইন্ডিয়া।

14 Jun 2022, 10:48:06 PM IST

ম্যাচের সেরা চাহাল

৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন যুজবেন্দ্র চাহাল। তিনি ২টি ক্যাচও ধরেন।

14 Jun 2022, 10:32:05 PM IST

৪৮ রানে জয়ী ভারত

ভারতের ৫ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৯.১ ওভারে ১৩১ রানে অল-আউট হয়ে যায়। ৪৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। হার্ষালের বলে আবেশের হাতে শামসি ধরা পড়তেই ম্যাচে যবনিকা পড়ে যায়। ২২ রানে অপরাজিত থাকেন পার্নেল। হার্ষাল ২৫ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ভারত ডু-অর-ডাই ম্যাচে জিতে সিরিজে ভেসে থাকে। তারা এখনও ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে সিরিজে। শেষ ২টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পোরার রাস্তা খোলা রয়েছে ঋষভ পন্তদের সামনে।

14 Jun 2022, 10:23:45 PM IST

নরকিয়া রান-আউট

১৮.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন এনরিখ নরকিয়া।

14 Jun 2022, 10:20:44 PM IST

কেশব মহারাজ আউট

১৮.২ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে দীনেশ কার্তিকের হাতে ধরা দেন কেশব মহারাজ। ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ১২৬ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে আসেন নরকিয়া।

14 Jun 2022, 10:13:19 PM IST

সাজঘরে ফিরলেন রাবাদা

১৬.৪ ওভারে হার্ষাল প্যাটেলের বলে চাহালের হাতে ধরা পড়েন কাগিসো রাবাদা। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৯ রান করেন রাবাদা। দক্ষিণ আফ্রিকা ১১৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে আসেন কেশব মহারাজ। ১৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ১২৬ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে ৫৪ রান দরকার।

14 Jun 2022, 10:01:10 PM IST

ক্লাসেন আউট

১৪.৫ ওভারে চাহালের বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন এনরিখ ক্লাসেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকা ১০০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন কাগিসো রাবাদা। চাহাল ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

14 Jun 2022, 09:44:06 PM IST

ডেভিড মিলার আউট

১০.৬ ওভারে হার্ষাল প্যাটেলের বলে গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন মিলার। ৫ বলে ৩ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৭১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে আসেন ওয়েনি পার্নেল।

14 Jun 2022, 09:33:30 PM IST

প্রিটোরিয়াস আউট

ঠিক যেভাবে রাসিকে আউট করেন চাহাল, ঠিক একইভাবে প্রিটোরিয়াসের উইকেট তুলে নিলেন তিনি। ৮.৬ ওভারে চাহালের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন প্রিটোরিয়াস। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২০ রান করেন। দক্ষিণ আফ্রিকা ৫৭ রানে ৪ উইকেট হায়ার। ক্রিজে আসেন ডেভিড মিলার।

14 Jun 2022, 09:23:22 PM IST

দাসেন আউট

৬.৫ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন রাসি ভ্যান ডার দাসেন। ৪ বলে ১ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান তিনি। দক্ষিণ আফ্রিকা ৪০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে আসেন এনরিখ ক্লাসেন।

14 Jun 2022, 09:19:32 PM IST

হেনড্রিকস আউট

৫.৬ ওভারে হার্ষাল প্যাটেলের বলে চাহালের হাতে ধরা পড়েন রীজা হেনড্রিকস। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৩ রান করেন রীজা। দক্ষিণ আফ্রিকা ৩৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন।

14 Jun 2022, 09:07:24 PM IST

বাভুমা আউট

৩.৬ ওভারে অক্ষর প্যাটেলের বলে আবেশ খানের হাতে ধরা পড়েন তেম্বা বাভুমা। ১০ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া দলনায়ক। দক্ষিণ আফ্রিকা ২৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ডোয়েন প্রিটোরিয়াস।

14 Jun 2022, 08:53:39 PM IST

দক্ষিণ আফ্রিকার রান তাড়া করা শুরু

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নমেন তেম্বা বাভুমা ও রীজা হেনড্রিকস। ভারতের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে ২ রান ওঠে।

14 Jun 2022, 08:38:45 PM IST

২০ ওভারে ভারত ৫ উইকেটে ১৭৯

নির্ধারিত ২০ ওভারে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ১৮০ রান। হার্দিক পান্ডিয়া ৪টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ৩১ রান করেছেন। অক্ষর প্যাটেল করেছেন ২ বলে ৫ রান।

14 Jun 2022, 08:31:00 PM IST

দীনেশ কার্তিক আউট

১৮.৩ ওভারে কাগিসো রাবাদার বলে পার্নেলের হাতে ধরা পড়েন দীনেশ কার্তিক। ৮ বলে ৬ রান করে মাঠ ছাড়েন দীনেশ। ভারত ১৫৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন অক্ষর প্যাটেল। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৬৭ রান। হার্দিক ১৬ বলে ২০ রান করেছেন।

14 Jun 2022, 08:27:13 PM IST

৩২ বল পরে বাউন্ডারি ভারতের

বলের নিরিখে দীর্ঘ ৫ ওভার বাউন্ডারির খোঁজ পায়নি ভারত। অবশেষে ১৭.৪ ওভারে পার্নেলের বলে চার মারেন হার্দিক। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৬ রান। হার্দিক ১৩ বলে ১৪ রান করেছেন। ৬ বলে ৫ রান করেছেন দীনেশ কার্তিক।

14 Jun 2022, 08:17:45 PM IST

ঋষভ পন্ত আউট

১৫.১ ওভারে রাসি ভ্যান ডার দাসেনের হাত থেকে জীবনদান পান ঋষভ পন্ত। তবে প্রিটোরিয়াসের ওভারের পঞ্চম বলে বাভুমার হাতে ধরা দেন তিনি। ৮ বলে ৬ রান করে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়া ১৪৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

14 Jun 2022, 08:11:10 PM IST

জীবনদান পেলেন হার্দিক

১৪.৩ ওভারে শামসির বলে হার্দিক পান্ডিয়ার সহজ ক্যাচ ছাড়েন ডেভিড মিলার। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩৮ রান। হার্দিক ও পন্ত, উভয়ের ব্যক্তিগত ৪ রানে ব্যাট করছেন।

14 Jun 2022, 08:05:57 PM IST

ইশান কিষাণ আউট

পরপর ২ ওভারে ২টি উইকেট হারাল ভারত। ১৩.৪ ওভারে প্রিটোরিয়াসের বলে হেনড্রিকসের হাতে ধরা পড়েন তিনি। অফ-স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করে উইকেট দেন ইশান। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৪ রান করেন। ভারত ১৩১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া।

14 Jun 2022, 08:00:09 PM IST

আইয়ার আউট

১২.৬ ওভারে শামসির বলে স্যুইপ মারতে গিয়ে নরকিয়ার হাতে ধরা পড়লেন শ্রেয়স আইয়ার। ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১২৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ঋষভ পন্ত।

14 Jun 2022, 07:55:41 PM IST

হাফ-সেঞ্চুরি ইশানের

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। কেশব মহারাজের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন ইশান। ১২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১২০ রান। ইশান ৫২ ও শ্রেয়স ৭ রানে ব্যাট করছেন। 

14 Jun 2022, 07:52:03 PM IST

১০০ টপকাল ভারত

নরকিয়ার বলে ছক্কা মেরে খাতা খেলেন নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ১১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০৪ রান। ৩৭ রানে ব্যাট করছেন ইশান।

14 Jun 2022, 07:45:16 PM IST

গায়কোয়াড় আউট

৯.৬ ওভারে কেশব মহারাজের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৯৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন শ্রেয়স আইয়ার।

14 Jun 2022, 07:40:08 PM IST

হাফ-সেঞ্চুরি রুতুরাজের

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ গায়কোয়াড়। নবম ওভারে ইশান ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওভারে মোট ১৩ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৯ রান। রুতুরাজ ৫০ ও ইশান ৩৫ রানে ব্যাট করছেন।

14 Jun 2022, 07:37:30 PM IST

৮ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৬

৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৬ রান। সপ্তম ওভারে শামসির বলে ১০ রান ওঠে। অষ্টম ওভারে প্রিটোরিয়াস খরচ করেন ৯ রান। রুতুরাজ ৪৮ ও ইশান ২৪ রানে ব্যাট করছেন।

14 Jun 2022, 07:24:19 PM IST

নরকিয়ার ওভারে পরপর ৫টি চার

পঞ্চম ওভারে এনরিখ নরকিয়া প্রথম ৫টি বলে পরপর ৫টি চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। ওভারে মোট ২০ রান ওঠে। পাওয়ার প্লের ৬ ওভারে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৫৭ রান। গায়কোয়াড় ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪৪ রান করেছেন। ইশান ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান সংগ্রহ করেছেন।

14 Jun 2022, 07:14:02 PM IST

খরুচে ওভার রাবাদার

তৃতীয় ওভারে বল করতে এসে ১২ রান খরচ করেন রাবাদা। ১টি চার ও ১টি ছক্কা মারেন রুতুরাজ। তিনি ১২ বলে ১৬ রান করেছেন। ইশান ৬ বলে ৬ রান করেছেন। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২২।

14 Jun 2022, 07:03:28 PM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে যথারীতি ইনিংসের ওপেন করতে নামেন ইশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার হয়ে নতুন বলে দৌড় শুরু করেন কাগিসো রাবাদা। প্রথম ওভারে ৪ রান ওঠে। চার রানই আসে গায়কোয়াড়ের ব্যাট থেকে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন ওয়েনি পার্নেল। ওভারের দ্বিতীয় বলে চার মারেন ইশান। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০ রান।

14 Jun 2022, 06:41:56 PM IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

রীজা হেনড্রিকস, তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), রাসি ভ্যান ডার দাসেন, ডেভিড মিলার, এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডোয়েন প্রিটোরিয়াস, ওয়েনি পার্নেল, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।

14 Jun 2022, 06:39:56 PM IST

ভারতের প্রথম একাদশ

ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও আবেশ খান।

14 Jun 2022, 06:33:12 PM IST

ফের টস হারল ভারত

ফের টস হারল ভারত। সিরিজে টানা তিনটি ম্যাচে টসভাগ্য সঙ্গ দেয়নি পন্তকে। টস জিতে যথারীতি ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান তেম্বা বাভুমা। সুতরাং বিশাখাপত্তনমেও রান তাড়া করবে দক্ষিণ আফ্রিকা।

14 Jun 2022, 06:26:23 PM IST

পিচ রিপোর্ট

পিচ রিপোর্টে সুনীল গাভাসকর হদিশ দেন যে, বাইশগজ তুলনায় স্লো। দিল্লিতে যেমন ব্যাটে বল আসছিল সাবলীলভাবে, বিশাখাপত্তনমে তেমনটা দেখা নাও যেতে পারে। তাছাড়া পিচে ফাটল করেছে। সুতরাং, ফাটলে বল পড়লে নড়াচড়া চোখে পড়তে পারে।

14 Jun 2022, 06:08:14 PM IST

রেকর্ডের সামনে ভুবনেশ্বর 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। আর ৩টি উইকেট নিলেই প্রোটিয়াদের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন ভুবি। আপাতত ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো ও ইংল্যান্ডের ক্রিস জর্ডনের দখলে যুগ্মভাবে রয়েছে এই রেকর্ড।

14 Jun 2022, 05:57:27 PM IST

ডু-অর-ডাই ম্যাচ ভারতের

দিল্লির প্রথম টি-২০ ম্যাচে ভারত ৭ উইকেটে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকার কাছে। কটকের দ্বিতীয় টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নেয় ৪ উইকেটে। এই অবস্থায় বিশাখাপত্তনমের তৃতীয় ম্যাচে হারলেই ভারত ৫ ম্যাচের টি-২০ সিরিজ খুইয়ে বসবে। সেই নিরিখে বিশাখাপত্তনমে টিম ইন্ডিয়া প্রোটিয়াদের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে মাঠে নামছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জন্মদিনে মেয়ের সামনেই শোভনের গালে আলতো চুমু, পা ছুঁয়ে প্রণামও করলেন বৈশাখী ‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.