বাংলা নিউজ > ময়দান > IND vs SA: গায়ে কাঁটা দেওয়া শেষ ওভার, লাস্ট বলের থ্রিলারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত
বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে দিল দক্ষিণ আফ্রিকা। ছবি- আইসিসি।

IND vs SA: গায়ে কাঁটা দেওয়া শেষ ওভার, লাস্ট বলের থ্রিলারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

ব্যার্থ হয় শেফালি, মন্ধনা, মিতালি, হরমনপ্রীতের সম্মিলিত লড়াই।

সেমিফাইনালের টিকিট হাতে পেতে হলে হারাতেই হতো দক্ষিণ আফ্রিকাকে। তাই ভারতের কাছে লিগের শেষ ম্যাচ কার্যত নক-আউটের রূপ নিয়েছিল। দক্ষিণ আফ্রিকা আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। তাদের দ্বিতীয় স্থানে থাকাও নিশ্চিত ছিল। তাই সুন লাসদের কাছে এটা নিছক নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল। তবে মিতালিদের কাছে এটা ছিল ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল। শেষমেশ শেষ বলের থ্রিলারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত।

27 Mar 2022, 02:04:51 PM IST

নাটকীয় শেষ ওভারে ভারতের হার

শেষ ওভারে দীপ্তির প্রথম বলে ১ রান নেন তৃষা। দ্বিতীয় বলে ১ রান নিয়ে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডু'প্রীজ। তবে দু'রান নিতে গিয়ে রান-আউট হন তৃষা। ৭ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। দক্ষিণ আফ্রিকা ২৭০ রানে ৭ উইকেট হারায়। তৃতীয় বলে ১ রান নেন ডু'প্রীজ। চতুর্থ বলে ১ রান নেন নতুন ব্যাটর ইসমাইল। পঞ্চম বলে আউট হয়েও বেঁচে যান ডু'প্রীজ। নো-বল হয়। পুনরায় পঞ্চম বল করেন দীপ্তি। ১ রান নিয়ে স্কোর লেভেল করেন ইসমাইল। শেষ বলে ১ রান নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতান ডু'প্রীজ। বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। ডু'প্রীজ ২টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

27 Mar 2022, 01:50:07 PM IST

৬ বলে দরকার ৭ রান

শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ৭ রান। ৪৯ ওভারে তাদের স্কোর ২৬৮/৬। ডু'প্রীজ ৪৯ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 01:46:22 PM IST

১২ বলে দরকার ১৪ রান

দক্ষিণ আফ্রিকা ৪৮ ওভারে ৬ উইকেটে ২৬১ রান তুলেছে। জয়ের জন্য তাদের ১২ বলে দরকার ১৪ রান। ডু'প্রীজ ৪৫ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 01:41:23 PM IST

ট্রায়ন আউট

৪৬.৬ ওভারে গায়কোয়াড়ের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন ট্রায়ন। তবে ফিরে যাওয়ার আগে ৩টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ২৫৫ রানে ৬ উইকেট হারায়। ৩ ওভারে তাদের দরকার ২০ রান। ক্রিজে নতুন ব্যাটার তৃষা।

27 Mar 2022, 01:29:16 PM IST

মারিজান কাপ রান-আউট

৪৪.৫ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন মারিজান কাপ। অক্সিজেন পায় ভারত। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩২ রান করে আউট হন মারিজান। দক্ষিণ আফ্রিকা ২২৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ট্রায়ন। ৪৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২৩০/৫। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪৫ রান দরকার তাদের। ডু'প্রীজ ৩৩ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 01:23:28 PM IST

৬ ওভারে দরকার ৪৯ রান

জয়ের জন্য শেষ ৬ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ৪৯ রান। ৪৪ ওভারে তারা ৪ উইকেটের বিনিময়ে ২২৬ রান তুলেছে। মারিজান কাপ ৩০ ও ডু'প্রীজ ৩২ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 01:08:25 PM IST

১০ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ৭৭ রান

জয়ের জন্য শেষ ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ৭৭ রান। ৪০ ওভার শেষে তারা ৪ উইকেটের বিনিমেয় ১৯৮ রান তুলেছে। ডু'প্রীজ ২২ ও মারিজান ১২ রানে ব্যাট করছেন। ৪১তম ওভারে দক্ষিণ আফ্রিকা দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায়। ৪১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২০৬/৪।

27 Mar 2022, 12:56:09 PM IST

সুন লাস আউট

৩৬.১ ওভারে সুন লাসকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান হরমনপ্রীত কউর। ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। দক্ষিণ আফ্রিকা ১৮২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মারিজান কাপ। ৩৭ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৮৩/৪। ১৮ রানে ব্যাট করছেন ডু'প্রীজ।

27 Mar 2022, 12:47:07 PM IST

৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৭৭/৩

৩৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তুলেছে। যার অর্থ, এই ম্যাচ জিতলে চার নম্বরে থেকে সেমিফাইনালে যাবে ভারত। তবে যে রকম চ্যালেঞ্জ জানাচ্ছে দক্ষিণ আফ্রিকা, তাতে বুক দুরুদুরু ভারতীয় সমর্থকদের। তবে এটা নিশ্চিত হয়ে যায় যে, সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুকি হবে দক্ষিণ আফ্রিকা।

27 Mar 2022, 12:36:56 PM IST

৩৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬৭/৩ 

৩৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করেছে। সুন লাস ১৫ ও ডু'প্রীজ ১০ রানে ব্যাট করছেন। ১৭ ওভারে জয়ের জন্য ১০৮ রান দরকার দক্ষিণ আফ্রিকার।

27 Mar 2022, 12:18:38 PM IST

উলভার্ট আউট

২৭.৫ ওভারে লরা উলভার্টকে বোল্ড করেন হরমনপ্রীত কউর। ১১টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে ৮০ রান করে ক্রিজ ছাড়েন লরা। দক্ষিণ আফ্রিকা ১৪৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার মিগনন ডু'প্রীজ।

27 Mar 2022, 12:14:38 PM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া লারার

২৬.৫ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে লারা গুডলকে স্টাম্প আউট করেন রিচা ঘোষ। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন লারা। দক্ষিণ আফ্রিকা ১৩৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার সুন লাস। 

27 Mar 2022, 12:08:33 PM IST

২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৩৩/১

২৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১৩৩ রান। জয়ের জন্য শেষ ২৫ ওভারে তাদের তুলতে হবে ১৪২ রান। লরা উলভার্ট ৭৬ ও লারা গুডল ৪৬ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 11:49:00 AM IST

১০০ টপকাল দক্ষিণ আফ্রিকা

২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ উইকেটে ১০৭ রান। ৬০ বলে ৬৫ রান করেছেন লরা উলভার্ট। তিনি ১০টি বাউন্ডারি মেরেছেন। ৪৫ বলে ৩১ রান করেছেন লারা গুডল।

27 Mar 2022, 11:29:11 AM IST

লরার হাফ-সেঞ্চুরি

৮টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লরা উলভার্ট। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটের বিনিময়ে ৮১ রান সংগ্রহ করেছে। লরা ৫০ ও লারা ২২ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 11:10:08 AM IST

১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫০/১

যথাযথ জবাব দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫০ রান। লরা উলভার্ট ৩২ বলে ৩৪ রান করেছেন। ১৩ বলে ৭ রান করেছেন লারা।

27 Mar 2022, 10:49:58 AM IST

রান-আউট লি

৪.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন লিজেল লি। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। দক্ষিণ আফ্রিকা ১৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার লারা গুডল।

27 Mar 2022, 10:48:05 AM IST

সেমিফাইনালে ইংল্যান্ড

লিগের অপর ম্যাচে বাংলাদেশকে ১০০ রানে পরাজিত করে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। সুতরাং, শেষ চারের টিকিট নিশ্চিত করতে এবার ভারতের সামনে জয় ছাড়া আর উপায় রইল না। বিস্তারিত পড়ুন:- Women's World Cup: অনায়াসে বাংলাদেশের বাধা টপকে সেমিফাইনালে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

27 Mar 2022, 10:37:58 AM IST

তিন নম্বরে থাকতে দক্ষিণ আফ্রিকাকে বাঁধতে হবে ১৭৪ রানে

দক্ষিণ আফ্রিকাকে ১৭৪ রানের মধ্যে বেঁধে রাখলে তিন নম্বরে থেকে সেমিফাইনাল যাবে ভারত। সেক্ষেত্রে ইংল্যান্ড চার নম্বরে থেকে সেমিফািনালের বৃত্তে প্রবেশ করবে।

27 Mar 2022, 10:35:07 AM IST

দক্ষিণ আফ্রিকার রান তাড়া করা শুরু

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন লিজেল লি ও লরা উলভার্ট। ভারতের হয়ে বোলিং শুরু করেন মেঘনা সিং। প্রথম ওভারে ১ রান ওঠে।

27 Mar 2022, 10:02:02 AM IST

৫০ ওভারে ভারত ২৭৪/৭

নির্ধারিত ৫০ ওভারে ভারত ৭ উইকেটের বিনিময়ে ২৬৪ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ২৭৫। দীপ্তি শর্মা ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন। ৪ বলে ১ রান করে নট-আউট থাকেন স্নেহ রানা।

27 Mar 2022, 09:59:25 AM IST

হরমনপ্রীত আউট

৪৯.৩ ওভারে খাকার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত কউর। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৪৮ রান করে মাছ ছাড়েন ভারতের ভাইস ক্যাপ্টেন। ২৭১ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার দীপ্তি শর্মা।

27 Mar 2022, 09:54:03 AM IST

রিচা ঘোষ আউট

৪৮.২ ওভারে ইসমাইলের বলে সুন লাসের হাতে ধরা দেন রিচা। ১৩ বলে ৮ রান করেন বাংলার উইকেটকিপার-ব্যাটার। ভারত ২৬৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার স্নেহ রানা। ৪৯ ওভারে ভারতের স্কোর ২৬৯/৬। হরমনপ্রীত ৪৬ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 09:43:27 AM IST

২৫০ টপকাল ভারত

৪৬তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ৪৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৫৫ রান। হরমনপ্রীত ৩৫ ও রিচা ঘোষ ৭ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 09:33:20 AM IST

পূজা বস্ত্রকার আউট

৪৪.২ ওভারে ইসমাইলের বলে সুন লাসের হাতে ধরা পড়েন পূজা বস্ত্রকার। ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভারত ২৪০ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার রিচা ঘোষ। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ২৪১ রান। হরমনপ্রীত ৩০ রানে অপরাজিত রয়েছেন।

27 Mar 2022, 09:23:25 AM IST

মিতালি আউট

৪২.৩ ওভারে ক্লাসের বলে ট্রাইয়েনর হাতে ধরা পড়েন মিতালি রাজ। ৮টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৬৮ রান করে মাঠ ছাড়েন ভারতের ক্যাপ্টেন। ভারত ২৩৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার পূজা বস্ত্রকার। ৪৩ ওভারে ভারতের স্কোর ২৩৬/৪। হরমনপ্রীত ২৯ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 09:14:40 AM IST

মিতালির বিশ্বরেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি বার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকানোর বিশব্রেকর্ড গড়লেন মিতালি রাজ। বিস্তারিত পড়ুন:- Women's World Cup: দাপুটে হাফ-সেঞ্চুরিতে জোড়া বিশ্বরেকর্ড মিতালির, সেরাদের তালিকায় উঠে এলেন দু'নম্বরে

27 Mar 2022, 09:09:28 AM IST

৪০ ওভারে ভারত ২২৩/৩

৪০ ওভারের খেলা শেষ। ভারতের সংগ্রহে রয়েছে ৩ উইকেটের বিনিময়ে ২২৩ রান। মিতালি রাজ ৮০ বলে ৬৬ রান করেছেন। তিনি ৮টি চার মেরেছেন। হরমনপ্রীত কউর ২৮ বলে ১৯ রান করেছেন। তিনি ১টি বাউন্ডারি মেরেছেন।

27 Mar 2022, 08:55:27 AM IST

হাফ-সেঞ্চুরি মিতালির

৫টি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিতালি রাজ। ভারত ৩৭তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায়। ভারতের স্কোর ২০৪/৩। মিতালি ৫৫ ও হরমনপ্রীত ১৩ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 08:50:31 AM IST

৩৫ ওভারে ভারত ১৮৯/৩

৩৫ ওভার শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছে। মিতালি ৪৮ রানে ব্যাট করছেন. ৬ রানে অপরাজিত রয়েছেন হরমনপ্রীত কউর।

27 Mar 2022, 08:41:31 AM IST

স্মৃতি মন্ধনা আউট

৩১.৬ ওভারে ক্লাসের বলে ট্রায়নের হাতে ধরা পড়েন স্মৃতি মন্ধনা। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন তারকা ওপেনার। ভারত দলগত ১৭৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার হরমনপ্রীত কউর।

27 Mar 2022, 08:28:04 AM IST

১৫০ রানের গণ্ডি টপকাল ভারত

২৯তম ওভারে ভারত দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায়। ভারতের স্কোর ১৫৪/২। স্মৃতি মন্ধনা ৭৮ বলে ৬৬ রান করেছেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। মিতালি ৪৮ বলে ২৫ রান করেছেন।

27 Mar 2022, 08:19:25 AM IST

হাফ-সেঞ্চুরি মন্ধনার

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মন্ধনা। ভারত ২৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করেছে। মিতালি ব্যাট করছেন ২২ রানে।

27 Mar 2022, 08:10:55 AM IST

২৫ ওভারে ভারত ১২৬/২

অর্ধেক ইনিংস শেষ। ২৫ ওভারের যাত্রা শেষে ভারতের খাতায় রয়েছে ১২৬ রান। তারা ২টি উইকেট হারিয়েছে। হাল ধরে রয়েছেন স্মৃতি মন্ধনা ও ক্যাপ্টেন মিতালি রাজ। মন্ধনা ৪৫ রানে ব্যাট করছেন। মিতালি ১৮ রানে অপরাজিত রয়েছেন।

27 Mar 2022, 08:04:08 AM IST

২৩ ওভারে ভারত ১২০/২

২৩ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ১২০ রান সংগ্রহ করেছে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ বলে ৪১ রান করেছেন স্মৃতি মন্ধনা। মিতালি রাজ করেছেন ২৮ বলে ১৬ রান। তিনি ২টি বাউন্ডারি মেরেছেন।

27 Mar 2022, 07:48:51 AM IST

১০০ টপকাল ভারত

১৮.৩ ওভারে ট্রায়নের বলে বাউন্ডারি মেরে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করান ক্যাপ্টেন মিতালি। ১৯ ওভার শেষে ভারতচের স্কোর ২ উইকেটে ১০২ রান। মন্ধনা ৩৬ ও মিতালি ৪ রানে ব্যাট করছেন।

27 Mar 2022, 07:42:17 AM IST

যস্তিকা ভাটিয়া আউট

১৬.৩ ওভারে ট্রায়নের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন যস্তিকা ভাটিয়া। ৩ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন ভাটিয়া। ভারত দলগত ৯৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার ক্যাপ্টেন মিতালি রাজ।

27 Mar 2022, 07:35:24 AM IST

রান-আউট শেফালি

১৪.৬ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফেরেন শেফালি বর্মা। ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন ভারতের তারকা ওপেনার। ভারত দলগত ৯১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটার যস্তিকা ভাটিয়া।

27 Mar 2022, 07:27:44 AM IST

হাফ-সেঞ্চুরি শেফালির

৮টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শেফালি বর্মা। বিশ্বকাপে এটি তাঁর প্রথম হাফ-সেঞ্চুরি। ওয়ান ডে ক্রিকেটে তৃতীয়। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ৯০/০। মন্ধনা ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ রান করেছেন। শেফালি ব্যাট করছেন ৫২ রানে।

27 Mar 2022, 07:24:59 AM IST

১৩ ওভারে ভারত ৭৮/০

১৩ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন শেফালি বর্মা। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ৪৮ রান করেছেন। স্মৃতি মন্ধনা করেছেন ৪০ বলে ২৫ রান। তিনি ৪টি বাউন্ডারি মেরেছেন।

27 Mar 2022, 07:12:33 AM IST

বাংলাদেশের সামনে ২৩৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড

বিশ্বকাপের অপর ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের জন্য ২৩৫ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ব্রিটিশরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তুলেছে। ট্যামি বিউমন্ট ৩৩, ন্যাট সিভার ৪০, অ্যামি জোনস ৩১, সোফিয়া ডাঙ্কলি ৬৭ ও ক্যাথেরিন ব্রান্ট অপরাজিত ২৪ রান করেছেন। ২টি উইকেট নেন সালমা খাতুন।

27 Mar 2022, 07:07:57 AM IST

৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত

স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মার ওপেনিং জুটিতে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। ৯ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৬২ রান। ৭টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৪১ রান করেছেন শেফালি বর্মা। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ১৬ রান করেছেন স্মৃতি মন্ধনা। 

27 Mar 2022, 07:04:17 AM IST

কেন দলে নেই ঝুলন?

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেন দলে নেই ঝুলন গোস্বামী, জানা গেল আসল কারণ। বিস্তারিত পড়ুন:- Women's World Cup: দু'দশকে প্রথমবার বিশ্বকাপের ম্যাচে নেই ঝুলন, কেন ‘বাদ’ পড়লেন, জানা গেল আসল কারণ

27 Mar 2022, 06:57:39 AM IST

৬ ওভারে ভারত ৩৯/০

৬ ওভার শেষে বারত বিনা উইকেটে ৩৯ রান তুলেছে। ১৯ বলে ২৮ রান করেছেন শেফালি বর্মা। তিনি ৫টি চার মেরেছেন। ১৮ বলে ৭ রান করেছেন স্মৃতি মন্ধনা। তিনি ১টি বাউন্ডারি মেরেছেন।

27 Mar 2022, 06:48:11 AM IST

ঝোড়ো ব্যাটিং শেফালির

তৃতীয় ওভারে ইসমাইলের প্রথম ৩ বলে পরপর ৩টি চার মারেন শেফালি বর্মা। ওভারে মোট ১৭ রান ওঠে। ভারত ৩ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে। শেফালি ৪টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ২২ রান করেছেন। মন্ধনা ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করেছেন।

27 Mar 2022, 06:34:18 AM IST

ম্যাচ শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা ও শেফালি বর্মা। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন শাবনিম ইসমাইল। ওভারের দ্বিতীয় বলে ১ রান নেন মন্ধনা। চতুর্থ বলে বাউন্ডারি মারেন শেফালি। প্রথম ওভারে ৫ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত।

27 Mar 2022, 06:23:36 AM IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

লরা উলভার্ট, লিজেল লি, লারা গুডল, সুন লাস (ক্যাপ্টেন), মিগনন ডু'প্রীজ, মারিজান কাপ, শ্লোই ট্রাইয়ন তৃষা শেট্টি (উইকেটকিপার), শাবনিম ইসমাইল, মাসাবাতা ক্লাস ও আয়াবঙ্গা খাকা।  

27 Mar 2022, 06:18:56 AM IST

ভারতের প্রথম একাদশ

স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া, মিতালি রাজ (ক্যাপ্টেন), রিচা ঘোষ (উইকেটকিপার), হরমনপ্রীত কউর, স্নেহ রানা, দীপ্তি শর্মা, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড় ও পূজা বস্ত্রকার।

27 Mar 2022, 06:17:42 AM IST

বাদ পড়লেন ঝুলন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচের প্রথম একাদশে একজোড়া রদবদল করে ভারত। বাদ পড়েন ঝুলন গোস্বামী। রিজার্ভ বেঞ্চে ফিরতে হয় পুনম যাদবকেও। বদলে দলে ফেরেন অল-রাউন্ডার দীপ্তি শর্মা ও পেসার মেঘনা সিং।

27 Mar 2022, 06:12:00 AM IST

টস জিতল ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারতের ক্যাপ্টেন মিতালি রাজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ক্রাইস্টচার্চে টস হেরে রান তাড়া করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Ind vs Ban 2nd T20I Live Updates- দিল্লিতে সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল শ্বশুরবাড়ির পুজো, স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে ট্রাকে করে ঠাকুর আনলেন শ্রুতি দাস বাধার পর বাধা, তাও এগোচ্ছে অভয়া পরিক্রমা? কোন কোন পুজো মণ্ডপ হয়ে যাবে? রইল রুট ইনিংসে হেরে লজ্জায় মুখ পুড়ল অস্ট্রেলিয়ার, ভারতের কাছে ‘টেস্টেও’ চুনকাম অজিরা স্কুলবাসে আগুন লেগে মৃত ২৩, শেষকৃত্য করলেন থাইল্যান্ডের সন্ন্যাসীরা Healthy Juice: করলার রস এই কারণে অমৃতের সমান সন্তান আসার পর শুধুই দূর-ছাই করেছেন একসময়ের আদরের পুটুকে, আজ সেই ভুলেরই…: পরীমনি সিজারের পর রক্তক্ষরণ, পুনরায় সেলাই করতে গিয়ে মৃত্যু প্রসূতির, বিক্ষোভ পরিবারের মহিলা টি-২০ বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, কেমন থাকবে পিচ? অলংকারে প্রতিবাদ, তিলোত্তমা কাণ্ডে অভিনব পদক্ষেপ জলপাইগুড়ির সৃষ্টির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.