HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs SA: তীরে এসে তরী ডুবল ভারতের, হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই মাঠ ছাড়লেন রাহুলরা

IND vs SA: তীরে এসে তরী ডুবল ভারতের, হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই মাঠ ছাড়লেন রাহুলরা

জয়ের দোরগোড়া থেকে ম্যাচ হেরে ফিরতে হল টিম ইন্ডিয়াকে।

বিরাট কোহলি। ছবি- রয়টার্স

টেস্টের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও বিশ্রীভাবে হারতে হল টিম ইন্ডিয়াকে। নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচ কার্যত সম্মানরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছিল লোকেশ রাহুলদের কাছে। জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করতে পারলে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করা যেত। শেষমেশ শেষ ম্যাচেও হেরে বসায় হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা নিয়েই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় তারকাদের। 

23 Jan 2022, 11:06 PM IST

ম্যাচ ও সিরিজ সেরা ডি'কক

১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩০ বলে ১২৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কুইন্টন ডি'কক। তিন ম্যাচে মোট ২২৯ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও দখল করেন তিনি।

23 Jan 2022, 10:33 PM IST

হোয়াইটওয়াশ হল ভারত

টেস্ট সিরিজে বিরাট কোহলিদের ২-১ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে প্রোটিয়ারা লোকেশ রাহুলদের পরাজিত করে ৩-০ ব্যবধানে।

23 Jan 2022, 10:24 PM IST

৪ রানে হার ভারতের

দীপক চাহার যতক্ষণ ক্রিজে ছিলেন, ভারতের জয় কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। তবে চাহার ফিরতেই বদলে যায় ছবি। ভারত শেষমেষ ৪৯.২ ওভারে অল-আউট হয়ে যায় ২৮৩ রানে। ৬ বলে ২ রান করে আউট হন চাহাল। প্রিটোরিয়াসের বলে মিলারের হাতে ধরা পড়েন তিনি। ভারত ৪ রানে ম্যাচ হারে। প্রসিধ অপরাজিত থাকেন ৩ বলে ২ রান করে।

23 Jan 2022, 10:16 PM IST

সাজঘরে বুমরাহ

৪৮.৩ ওভারে ফেলুকোয়াওয়ের বলে বাভুমার হাতে ধরা পড়েন জসপ্রীত বুমরাহ। ২টি বাউন্ডাররি সাহায্যে ১৫ বলে ১২ রান করেন জসপ্রীত। ভারত ২৮১ রানে ৯ উইকেট হারায়। জয়ের জন্য ৯ বলে ৭ রান দরকার টিম ইন্ডিয়ার। ক্রিজে শেষ ব্যাটসম্যান প্রসিধ কৃষ্ণা। ৪৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২৮২/৯। শেষ ওভারে জয়ের জন্য ৬ রান দরকার টিম ইন্ডিয়ার।

23 Jan 2022, 10:11 PM IST

দীপক চাহার আউট

৪৭.১ ওভারে এনগিদির বলে প্রিটোরিয়াসের হাতে ধরা পড়েন দীপক চাহার। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৪ রান করে আউট হন চাহার। ভারত ২৭৮ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান যুজবেন্দ্র চাহাল। ৪৮ ওভারে ভারতের স্কোর ২৮০/৮। জয়ের জন্য ১২ বলে ৮ রান দরকার টিম ইন্ডিয়ার।

23 Jan 2022, 10:05 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি চাহারের

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দীপক চাহার। ৪৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৭৮ রান। সুতরাং, জয়ের জন্য ৩ ওভারে ১০ রান দরকার টিম ইন্ডিয়ার। দীপক চাহার ৩৩ বলে ৫৪ রানে ব্যাট করছেন। বুমরাহ অপরাজিত রয়েছেন ১১ বলে ১১ রান করে।

23 Jan 2022, 09:54 PM IST

৫ ওভারে দরকার ৩৫ রান

জয়ের জন্য শেষ ৫ ওভারে ভারতের দরকার ৩৫ রান। তারা ৪৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫৩ রান তুলেছে। দীপক চাহার ২৫ বলে ৩৮ রান করেছেন। জসপ্রীত বুমরাহ করেছেন ৬ বলে ৫ রান।

23 Jan 2022, 09:40 PM IST

জয়ন্ত যাদব আউট

৪২.১ ওভারে এলগিদির বলে বাভুমার হাতে ধরা পড়েন জয়ন্ত যাদব। ৬ বলে ২ রান করে সাজঘরে ফেরেন জয়ন্ত। ভারত ২২৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ।

23 Jan 2022, 09:27 PM IST

সূর্যকুমার আউট

৩৯.৫ ওভারে ডোয়েন প্রিটোরিয়াসের বলে বাভুমার হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৩৯ রান করে আউট হন সূর্যকুমার। ভারত ২১০ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জয়ন্ত যাদব। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৭৮ রান দরকার টিম ইন্ডিয়ার।

23 Jan 2022, 09:15 PM IST

সাজঘরে ফিরলেন শ্রেয়স

সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে ভারতকে যথাযথ টেনে নিয়ে যাচ্ছিলেন শ্রেয়স। তবে ৩৭.১ ওভারে মাগালার বলে আউট হয়ে বসেন তিনি। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ২৬ রান করে ফেলুকোয়াওয়ের হাতে ধরা পড়েন শ্রেয়স। ভারত ১৯৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীপক চাহার। ৩৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২০৩/৫। সূর্যকুমার ৩৬ রানে ব্যাট করছেন।

23 Jan 2022, 09:05 PM IST

১৫ ওভারে ভারতের দরকার ১০৮ রান

ভারত ৩৫ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১৮০ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য শেষ ১৫ ওভারে টিম ইন্ডিয়ার দরকার ১০৮ রান। শ্রেয়স আইয়ার ২২ ও সূর্যকুমার যাদব ১৮ রানে ব্যাট করছেন।

23 Jan 2022, 08:49 PM IST

কোহলি আউট

যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাট করছিলেন, তাতে মনে হচ্ছিল বুঝি বহু প্রতীক্ষীত শতরান আসতে চলেছে বিরাট কোহলির ব্যাট থেকে। যদিও ব্যক্তিগত শতরানের অনেক আগেই থামতে হল বিরাটকে। ৩১.৪ ওভারে কেশব মহারাজের বলে বাভুমার হাতে ধরা পড়েন তিনি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৬৫ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত ১৫৬ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

23 Jan 2022, 08:42 PM IST

১৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত

৩০ ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে গেল ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১৫২। বিরাট কোহলি ৭৯ বলে ৬৪ রান করেছেন। শ্রেয়স আইয়ার ১৮ বলে ১৩ রান অপরাজিত রয়েছেন।

23 Jan 2022, 08:22 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

৪টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ভারত ২৫ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১২৭ রান তুলেছে। কোহলি ৫০ ও শ্রেয়স আইয়ার ব্যক্তিগত ২ রানে অপরাজিত রয়েছেন।

23 Jan 2022, 08:18 PM IST

পন্ত আউট

ক্রিজে এলেন আর গেলেন ঋষভ পন্ত। ২২.৬ ওভারে ফেলুকোয়াওয়ের বলে মাগালার হাতে ধরা পড়েন পন্ত। ১ বল খেলেই আউট হন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার। কোনও রান করতে পারেননি তিনি। ভারত ১১৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

23 Jan 2022, 08:11 PM IST

শিখর ধাওয়ান আউট

২২.২ ওভারে ফেলুকোয়াওয়ের বলে ডি'ককের দস্তানায় ধরা পড়লেন শিখল ধাওয়ান। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন গব্বর। ভারত ১১৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।

23 Jan 2022, 07:58 PM IST

হাফ-সেঞ্চুরি ধাওয়ানের

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান। ১৯ ওভারে টিম ইন্ডিয়া দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ভারতের স্কোর ১ উইকেটে ১০৩। ধাওয়ান ৫৪ ও কোহলি ৩৬ রানে ব্যাট করছেন।

23 Jan 2022, 07:42 PM IST

১৫ ওভারে ভারত ৭৫/১

১৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৭৫ রান তুলেছে। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৪২ রান করে অপরাজিত রয়েছেন শিখর ধাওয়ান। ৩৪ বলে ২১ রান করেছেন বিরাট কোহলি।

23 Jan 2022, 07:22 PM IST

৫০ পূর্ণ করল ভারত

১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫০। শিখর ধাওয়ান ৩০ বলে ২৮ রান করেছেন। ২০ বলে ১২ রান করেছেন বিরাট কোহলি। ধাওয়ান ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। কোহলি মেরেছেন ১টি চার।

23 Jan 2022, 06:55 PM IST

লোকেশ রাহুল আউট

৪.১ ওভারে লুঙ্গি এনগিদির বলে জানেমন মালানের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৯ রান করে ক্রিজ ছাড়েন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়া ১৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি ক্রিজে এসেই বাউন্ডারি মারেন। ৫ ওভার শেষে ভারতের স্কোর ২৪/১। ধাওয়ান ৯ ও কোহলি ৫ রানে ব্যাট করছেন।

23 Jan 2022, 06:40 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন লোকেশ রাহুল। দক্ষণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন লুঙ্গি এনগিদি। প্রথম ওভারে ভারত ৮ রান তোলে। ২টি বাউন্ডারি মারেন লোকেশ রাহুল।

23 Jan 2022, 06:08 PM IST

দক্ষিণ আফ্রিকা ২৮৭ রানে অল-আউট

৪৯.৫ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন সিসান্দা মাগালা। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকা ২৮৭ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং, জয়ের জন্য ভারতের দরকার ২৮৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি'কক ১২৪ ও রাসি ভ্যান ডার দাসেন ৫২ রান করেন। ভারতের হয়ে ৫৯ রানে ৩ উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ২টি করে উইকেট দখল করেন দীপক চাহার ও জসপ্রীত বুমরাহ।

23 Jan 2022, 06:02 PM IST

মিলার আউট

৪৯.৩ ওভারে প্রসিধের বলে কোহলির হাতে ধরা পড়েন ডেভিড মিলার। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন মিলার। দক্ষিণ আফ্রিকা ২৮৭ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান লুঙ্গি এনগিদি।

23 Jan 2022, 05:59 PM IST

মহারাজকে ফেরালেন বুমরাহ

৪৮.৫ ওভারে বুমরাহর বলে কোহলির হাতে ধরা পড়েন কেশব মহারাজ। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৬ রান করে ক্রিজ ছাড়েন কেশব। দক্ষিণ আফ্রিকা ২৮২ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাগালা।

23 Jan 2022, 05:50 PM IST

প্রিটোরিয়াস আউট

৪৭.২ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ডোয়েন প্রিটোরিয়াস। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২০ রান করে আউট হন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা ২৭২ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেশব মহারাজ। ৪৮ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ২৭৯ রান। ডেভিড মিলার ৩২ রানে ব্যাট করছেন।

23 Jan 2022, 05:31 PM IST

২৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

৪৪তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। ৪৪ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ২৫৩ রান। ডেভিড মিলার ২১ বলে ১৯ রান করেছেন। ১৪ বলে ১২ রান করেছেন প্রিটোরিয়াস।

23 Jan 2022, 05:19 PM IST

রান-আউট ফেলুকোয়াও

৪০.১ ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ফেলুকোয়াও। ১১ বলে ৪ রান করে ক্রিজ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ২২৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডোয়েন প্রিটোরিয়াস। ৪১ ওভারে প্রোটিয়াদের স্কোর ২২৯/৬।

23 Jan 2022, 05:02 PM IST

দাসেন আউট

৩৬.৫ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন রাসি ভ্যান ডার দাসেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫২ রান করে ক্রিজ ছাড়েন দাসেন। দক্ষিণ আফ্রিকা ২১৮ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অ্যান্ডিল ফেলুকোয়াও।

23 Jan 2022, 04:53 PM IST

ডি'কক আউট

৩৫.৪ ওভারে জসপ্রীত বুমরাহর বলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়লেন কুইন্টন ডি'কক। ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩০ বলে ১২৪ রান করে সাজঘরে ফেরেন কুইন্টন। দক্ষিণ আফ্রিকা ২১৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার।

23 Jan 2022, 04:46 PM IST

দাসেনের হাফ-সেঞ্চুরি

৩৪.১ ওভারে চাহারের বলে ১ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাসি ভ্যান ডার দাসেন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৫০ রান পূর্ণ করেন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১২ রান সংগ্রহ করেছে। ডি'কক ১২২ ও দাসেন ৫০ রানে ব্যাট করছেন।

23 Jan 2022, 04:29 PM IST

শতরান ডি'ককের

৩০.৩ ওভারে শ্রেয়স আইয়ারের বলে ২ রান নিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন কুইন্টন ডি'কক। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ১০০ রানের গণ্ডি টপকে যান ডি'কক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ১৭তম সেঞ্চুরি। ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৭৪/৩। কুইন্টন ১০২ ও দাসেন ৪০ রানে ব্যাট করছেন।

23 Jan 2022, 04:14 PM IST

১৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

২৮ ওভারে দলগত ১৫০ রান টপকে গেল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের স্কোর ৩ উইকেটে ১৫৪। কুইন্টন ডি'কক ৯২ রানে অপরাজিত রয়েছেন। ৩২ রানে নট-আউট রয়েছেন ভ্যান ডার দাসেন।

23 Jan 2022, 04:07 PM IST

২৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৪১/৩

২৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ১৪১ রান তুলেছে। কুইন্টন ডি'কক ৮২ রানে অপরাজিত রয়েছেন। ভ্যান ডার দাসেন ব্যাট করছেন ব্যক্তিগত ২৯ রানে।

23 Jan 2022, 03:47 PM IST

১০০ টপকাল দক্ষিণ আফ্রিকা

ইনিংসের ২০তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ২১ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১১৫ রান। ৭৩ বলে ৬৯ রান করেছেন কুইন্টন ডি'কক। ২২ বলে ১৬ রান করেছেন রাসি ভ্যান ডার দাসেন।

23 Jan 2022, 03:37 PM IST

হাফ-সেঞ্চুরি ডি'ককের

৫টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ খরেন কুইন্টন ডি'কক। ১৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ৯৪ রান তুলেছে। ডি'কক ৫১ ও দাসেন ব্যক্তিগত ১৪ রানে অপরাজিত রয়েছেন।

23 Jan 2022, 03:10 PM IST

মার্করাম আউট

১২.২ ওভারে দীপক চাহারের বলে পরিবর্ত ফিল্ডার রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন এডেন মার্করাম। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন মার্করাম। দক্ষিণ আফ্রিতা ৭০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন। ১৩ ওভারে প্রোটিয়াদের স্কোর ৭২/৩। ডি'কক ৪৩ রানে ব্যাট করছেন। দীপক চাহার ৭ ওভারে ৩৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

23 Jan 2022, 02:53 PM IST

৫০ টপকাল দক্ষিণ আফ্রিকা

১০ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল দক্ষিণ আফ্রিকা। ১০ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৫৩/২। ডি'কক ৩৪ ও মার্করাম ব্যক্তিগত ৯ রানে ব্যাট করছেন।

23 Jan 2022, 02:35 PM IST

রান-আউট বাভুমা

৬.৩ ওভারে রান-আউট হয়ে ক্রিজ ছাড়েন তেম্বা বাভুমা। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৮ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ৩৪ বলে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম। ৭ ওভার শেষে প্রোটিয়াদের স্কোর ৩৬/২। কুইন্টন ডি'কক ২৪ বলে ২৬ রান করেছেন।

23 Jan 2022, 02:15 PM IST

মালানকে ফেরালেন চাহার

প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের কার্যকরীতা প্রমাণ করলেন দীপক চাহার। ২.১ ওভারে জানেমন মালানের উইকেট তুলে নিলেন তিনি। ৬ বলে ১ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন প্রোটিয়া ওপেনার। দক্ষিণ আফ্রিতা ৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকা ৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৯ রান তুলেছে।

23 Jan 2022, 02:04 PM IST

ম্যাচ শুরু

দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জানেমন মালান ও কুইন্টন ডি'কক। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন দীপক চাহার। একেবারে শুরুতেই ওয়াইড বল করেন চাহার। অতিরিক্ত রান দিয়ে খাতা খোলে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারে ২ রান ওঠে।

23 Jan 2022, 02:02 PM IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

কুইন্টন ডি'কক (উইকেটকিপার), জানেমন মালান, এডেন মার্করাম, রাসি ভ্যান ডার দাসেন, তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকোয়াও, ডোয়েন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও সিসান্দা মাগালা।

23 Jan 2022, 01:51 PM IST

ভারতের প্রথম একাদশ

লোকেশ রাহুল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, দীপক চাহার, জয়ন্ত যাদব, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।

23 Jan 2022, 01:49 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেনে চার়টি বদল

শেষ ম্যাচের প্রথম একাদশে একসঙ্গে চারটি বদল করে ভারত। বেঙ্কটেশ আইয়ারের জায়গায় দলে ঢুকলেন সূর্যকুমার যাদব। অশ্বিনের বদলে সুযোগ পেলেন জয়ন্ত যাদব। ভুবনেশ্বরের পরিবর্তে মাঠে নামেন দীপক চাহার। শার্দুল জায়গা ছেড়ে দেন প্রসিধ কৃষ্ণাকে।

23 Jan 2022, 01:45 PM IST

টস জিতল ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ টস-ভাগ্য সঙ্গ দিল ভারতের। টস জিতে ভারত অধিনায়ক লোকেশ রাহুল প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। সুতরাং, কেপ টাউনে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে রান তাড়া করবে ভারত।

Latest News

ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.