একেই জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত উইকেটে পরাজিত হয়ে সিরিজে নিজের অ্যাডভান্টেজ হারিয়েছে টিম ইন্ডিয়া। উপরন্তু, ভারতীয় দলের উদ্বেগ বাড়িয়েছে ফাস্ট বোলার মহম্মদ সিরাজের চোট। তৃতীয় টেস্টে কি আদৌ খেলতে পারবেন দলের তারকা বোলার
লোকেশ রাহুল এবং রাহুল দ্রাবিড়ের কথাতে কিন্তু ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়বেই। ম্যাচের প্রথম দিন, প্রোটিয়া ইনিংসের ১৭ নম্বর ওভারে বল করতে যাওয়ার সময়ই থেমে যান সিরাজ। বেশ কিছুক্ষণ ভারতীয় ফিজিওর সঙ্গে কথা বলার পর মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। এরপর দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ব্যাট করার পাশাপাশি বল করলেও, তাঁকে একেবারেই ছন্দে দেখায়নি, যা বেশ চিন্তার বিষয়।
ম্যাচ শেষে দ্বিতীয় টেস্টে ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন রাহুলকে সিরাজের চোটের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘সিরাজকে আমাদের কয়েকদিন নেটে বল করতে দেখে তারপরেই কোনো সিদ্ধান্ত নিতে হবে। হ্য়ামস্ট্রিংয়ে চোট লাগলে সঙ্গে সঙ্গে মাঠে ফিরে আসাটা একটু চাপেরই। তবে ও না খেলতে পারলে আমাদের বেঞ্চও কিন্তু বেশ মজবুত। ইশান্ত (শর্মা) এবং উমেশ (যাদব) বেঞ্চে রয়েছে।’
অধিনায়ক রাহুলের সুরেই কোচ রাহুল দ্রাবিড়ও সিরাজের বিষয়ে প্রায় একই কথা বলেন। তিনি বলেন, ‘এখনও সম্পূর্ণভাবে মহম্মদ সিরাজের চোট সারেনি। আমাদের পরের কয়েকদিন ওর চোটের বিষয়টা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে হবে।’ জোহানেসবার্গে একদিন আগে ম্যাচ শেষ হয়ে গেলেও কেপ টাউনে মাত্র চারদিন পরে ১১ জানুয়ারি থেকেই তৃতীয় টেস্ট শুরু হয়ে যাবে। তাই সিরাজের কাছে বিশ্রাম করে চোট সারানোর সময় প্রায় নেই বললেই চলে।