বাংলা নিউজ > ময়দান > 'দ্রাবিড় নির্ঘাত পন্তকে বাম্বু দিয়েছে'! একেবারে খুল্লামখুল্লা সমালোচনা গাভাসকরের

'দ্রাবিড় নির্ঘাত পন্তকে বাম্বু দিয়েছে'! একেবারে খুল্লামখুল্লা সমালোচনা গাভাসকরের

ঋষভ পন্তকে তিরস্কার করলেন সুনীল গাভাসকর (ছবি:গেটি ইমেজ)

সুনীল গাভাসকর ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, ‘পন্তের উচিত বোলারকে সম্মান করা এবং অবশ্যই দলের জন্য দায়িত্বের সাথে খেলা। কিন্তু এই শট খেলার পর আপনি কোনও অজুহাত দিতে পারবেন না। এটা আপনার স্বাভাবিক খেলা, এ ধরনের বাজে কথা মেনে নেওয়া হবে না।’

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্তের কাছ থেকে টিম ইন্ডিয়ার অনেক আশা করেছিল। কিন্তু যেভাবে তিনি তার উইকেট হারিয়েছেন, তা টিম ইন্ডিয়া সহ পন্তের ভক্তদের হতাশ করেছে। দল যখন তার কাছ থেকে একটি বুদ্ধিমান ইনিংস আশা করেছিল। তখন দায়িত্বজ্ঞানহীন শট খেলে উইকেট হারান পন্ত। স্কোর বোর্ড কোনও অ্যাকাউন্ট না খুলেই আউট হয়ে যান। তার উইকেটটি নেন কাগিসো রাবাদা। এমন দায়িত্বজ্ঞানহীন শট খেলার জন্য ঋষভ পন্তের সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর। রাবাদার বলে বড় শট খেলতে গিয়ে শূন্য রানে আউট হন পন্ত।

সুনীল গাভাসকর ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, ‘পন্তের উচিত বোলারকে সম্মান করা এবং অবশ্যই দলের জন্য দায়িত্বের সাথে খেলা। কিন্তু এই শট খেলার পর আপনি কোনও অজুহাত দিতে পারবেন না। এটা আপনার স্বাভাবিক খেলা, এ ধরনের বাজে কথা মেনে নেওয়া হবে না। কারণ শুরুতেই তার বড় হিট খেলা উচিত হয়নি। কিছু দায়িত্ববোধ থাকতে হবে। রাহানে ও পূজারা দায়িত্ব নিয়েছেন নিজেদের কাঁধে। সেজন্যই তুমিও যুদ্ধ কর।’ তিনি আরও বলেন, ‘এটি খেলার কোনও উপায় নয় এবং আমি মোটামুটি নিশ্চিত যে চেঞ্জ রুমের ছবিটা বদলে যাবে। দ্রাবিড় অবশ্যই তাকে 'বাঁশ' দিয়েছে।’

স্টারে দ্য বাইজুস ক্রিকেট লাইভ শো-তে একজন ভক্ত প্রশ্ন করার পরে সুনীল গাভাস্কার পন্তের কড়া সমালোচনা করেন। কেন সমস্ত মনোযোগ পূজারা এবং রাহানেতে ছিল যদিও পন্তও অস্ট্রেলিয়া সিরিজের পরে খুব বেশি রান করেননি। একই প্রশ্নের উত্তরে গাভাসকর বলেন, ‘আমরা সিরিজের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে একই রকম কিছু দেখেছি। ইংল্যান্ড যখন ভারতে এসেছিল, পন্ত তখন জেমস অ্যান্ডারসনকে আঘাত করার চেষ্টা করছিলেন। তিনি খুব ভালো করেছিলেন। কিন্তু তার পর পন্ত মনে করেন, এটাই একমাত্র উপায়। তবে এটি খেলার উপায় নয় এবং আমি নিশ্চিত যে রাহুল দ্রাবিড় অবশ্যই তাকে ড্রেসিংরুমে অনেক কিছু বলেছেন।’

অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগও ঋষভ পন্তের আউটে হতাশ হয়েছেন। তিনি টুইট করেছেন, ‘ঋষভ পন্ত হতাশ করল।’ ম্যাচের কথা বললে, তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস সামলেছেন চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে। এই দুজনের মধ্যে ছিল সেঞ্চুরির জুটি। পূজারা ৫৩ ও রাহানে ৫৮ রানে আউট হন। তারা ছাড়াও হনুমা বিহারী দুর্দান্ত খেলা দেখিয়ে অপরাজিত ৪০ রান করেন। তবে ঋষভের আউট হওয়াকে কেউ মানতে পারছেনা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন