বাংলা নিউজ > ময়দান > IND vs SA: দুর্দান্ত শতরানে গিলক্রিস্টের রেকর্ড ভেঙে পন্টিংদের তালিকায় নাম লেখালেন ডি'কক

IND vs SA: দুর্দান্ত শতরানে গিলক্রিস্টের রেকর্ড ভেঙে পন্টিংদের তালিকায় নাম লেখালেন ডি'কক

শতরান করে ডি'ককের সেলিব্রেশন। ছবি- রয়টার্স। (REUTERS)

কেপ টাউনে তৃতীয় ওয়ান ডেতে ১২৪ রান করেন ডি'কক।

সিরিজের প্রথম দুই ওয়ান ডে ম্যাচের পর তৃতীয় ওয়ান ডেতেও বেশ চাপে ভারতীয় দল। সৌজন্যে কুইন্টন ডি'ককের অনবদ্য শতরান। কেপ টাউনে ওপেন করতে নেমে প্রোটিয়া দলের হয়ে ১৩০ বলে এক অনবদ্য ১২৪ রানের ইনিংস খেলেন ডি'কক। এই শতরানের সুবাদেই কিংবদন্তিদের এলিট লিস্টে সামিল হয়ে গেলেন প্রোটিয়া তারকা।

ডি'ককের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের এটি ১৭তম শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটরক্ষক তথা ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের ১৬টি শতরানই এখনও অব্দি সর্বাধিক ছিল। তবে গিলক্রিস্টকে ছাপিয়ে গেলেন ডি'কক। শুধু তাই নয়, এটি ভারতীয় দলের বিরুদ্ধে ২৯ বছর বয়সী তারকা ব্যাটারের ষষ্ঠ শতরান, যা সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে দিল তাঁকে।

ভারতের বিরুদ্ধে ডি'ককের স্বদেশীয় এবি ডি'ভিলিয়র্সের পাশাপাশি কুমার সঙ্গকারা এবং রিকি পন্টিংও ছয়টি শতরান করেছেন, যা যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে সাতটি ওয়ান ডে শতরান করে তালিকার শীর্ষে রয়েছেন সনৎ জয়সূর্য। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও, সীমিত ওভারের ফর্ম্যাটে অন্তত ডি'ককের এখনও অনেকটা ক্রিকেট খেলা বাকি রয়েছে। তাই জয়সূর্যকে কিন্তু ভবিষ্যতে সহজেই টপকে যেতে পারেন প্রোটিয়া তারকা।

বন্ধ করুন