বাংলা নিউজ > ময়দান > IND vs SA: ব্যক্তিগত রেকর্ড গড়তে খেলি না, মাত্র ৪ রানের জন্য শতরান হাতছাড়া হলেও নির্লিপ্ত এলগার

IND vs SA: ব্যক্তিগত রেকর্ড গড়তে খেলি না, মাত্র ৪ রানের জন্য শতরান হাতছাড়া হলেও নির্লিপ্ত এলগার

অর্ধশতরান করে ডিন এলগারের সেলিব্রেশন। ছবি- রয়টার্স। (REUTERS)

জোহানেসবার্গের দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে অপরাজিত থাকেন ডিন এলগার। 

জোহানেসবার্গের ময়দানে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট সাক্ষী হয়ে থাকল এক অবিস্মরণীয় লড়াইয়ের। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারের শরীরে একাধিক বল আঘাত করলেও তাঁর মানসিকতায় তা আঘাত হানতে পারিনি। অনবদ্য ৯৬ রানের ইনিংস খেলে এলগার তাঁর দলকে জয় এনে দেন। তবে অপরাজিত থেকেও মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়ার করার পরেও নির্লিপ্ত এলগার।

ম্যাচ শেষে প্রোটিয়া অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ব্যক্তিগত রেকর্ড গড়ার জন্য ক্রিকেট খেলেন না। এলগার বলেন, ‘এই জয়টা, বিশেষত অধিনায়ক হিসেবে আমার কাছে অত্যন্ত গর্বের। আমি ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলি না, খেলি সতীর্থদের জন্য, দলের জয়ের জন্য। ওরা বিগত কয়েকদিনে যেমনভাবে পারফর্ম করেছে, তা আমায় দলের পরিবেশ তৈরিতে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে অনেক সাহায্য করেছে বলেই আমার মনে হয়। দলের বড় জয়ে অবদান রাখতে পারাটা যে কোনো ব্যক্তিগত রেকর্ডের থেকে অনেক বেশি আনন্দদায়ক।’

দলের ক্যাপ্টেন হওয়ার পাশপাশি দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারও এলগার। চতুর্থ দিনে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার আরও ১২২ রানের প্রয়োজন ছিল। চতুর্থ দিনে মাত্র এক উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া দল। জয়ের সুযোগ যাতে হাতছাড়া না হয়, তাই দায়িত্ব নিয়ে ইনিংসের শেষ অবধি টিকে থাকবেন বলেই পরিকল্পনা করে এসেছিলেন এলগার। নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আমি ঠিকই করে এসেছিলাম আমি শেষ পর্যন্ত টিকে থাকব। আমি বহুদিন ধরে ক্রিকেটটা খেলছি এবং সেই কারণেই দলের তরফে আমার দায়িত্ব নেওয়াটাই উচিত ছিল। সবসময় এই পরিকল্পনা সফল হয় না, তবে আজ ভারতের বিরুদ্ধে এক কঠিন লড়াইয়ের পর দারুণ জয় পেয়েছি।’ 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন