বাংলা নিউজ > ময়দান > ভারতীয় বলে রেয়াত নয়, 'মাথা গরম হতেই পারে, তাই বলে কোহলি যা করেছে, মানা যায় না', তীব্র সমালোচনা গাভাসকরের

ভারতীয় বলে রেয়াত নয়, 'মাথা গরম হতেই পারে, তাই বলে কোহলি যা করেছে, মানা যায় না', তীব্র সমালোচনা গাভাসকরের

গাভাসকর ও কোহলি। ছবি- গেটি/টুইটার।

যদি কোনও বিদেশি ক্যাপ্টেন ভারতে এসে এমন আচরণ করতেন, তাহলে ভারতীয়রা কি তা মেনে নিতেন? প্রশ্ন তুললেন সানি।

হতে পারে যথাযথ কারণ ছিল। তাই বলে কোনও ক্যাপ্টেনের এমন আচরণ কখনই কাম্য নয়। কেপ টাউনে সংযম দেখানো উচিত ছিল বিরাট কোহলি। ডিআরএস বিতর্কে সুনীল গাভাসকর কোনওভাবেই পাশে দাঁড়াচ্ছেন না ভারত অধিনায়কের।

খেলার মাঝে মেজাজ হারানো স্বাভাবিক বলে মেনে নিচ্ছেন সানি। তবে তাঁর মতে, এমন পরিস্থিতি এড়িয়ে যাওয়া যেত। গাভাসকর বিষয়টা তুলে ধরেন অন্যভাবে। এক্ষেত্রে তাঁর উপলব্ধি, যদি কোনও বিদেশি ক্যাপ্টেন ভারতে এসে এমন আচরণ করতেন, তাহলে ভারতীয়রা কখনই তা মেনে নিতেন না। সুতরাং, এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় বলেই যে কোহলির আচরণকে সমর্থন করতে হবে, এমন কোনও যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে ডিআরএস নিয়ে অখুশি ভারতীয় শিবিরকে মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা যায়। ক্যাপ্টেন বিরাট কোহলিকে স্টাম্প মাইকের সামনে মুখ নিয়ে এসে ব্রডকাস্টারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায়। গাভাসকর-সহ প্রায় সব বিশেষজ্ঞেরই দাবি যে, সেক্ষেত্রে আউট ছিলেন এলগার। তাই ভারতীয় ক্রিকেটারদের হতাশ হওয়া স্বাভাবিক। তবে কোহলির আচরণে মোটেও খুশি নন সানি।

Sports Today-কে গাভাসকর বলেন, ‘যখন আপনি দেশের হয়ে খেলছেন, যখন জয়ের জন্য নিজের সেরাটা নিংড়ে দিচ্ছেন, প্রতিটা মুহূর্তে আপনার মেজাজ হারানোর সম্ভাবনা থাকে। যদি হেঁটে যাওয়ার সময় আপনি মেজাজ হারিয়ে কিছু বলে থাকেন, সেটা অন্য বিষয় হতো। তবে যদি স্টাম্প মাইকের কাছে এগিয়ে গিয়ে এমন মন্তব্য করেন, তবে আপনার বোঝা উচিত সেটা নিয়ে আলোচনা হবে। সুতরাং এটা মোটেও ভালো দেখায়নি। এমনটা এড়িয়ে যাওয়াই যেত।’

গাভাসকর আরও বলেন, ‘খেলার মাঠে মাথা গরম হতেই পারে। ফুটবল হোক, ক্রিকেট হোক বা অন্য কিছু, সব খেলাতেই মেজাজ হারাতে দেখা যায়। আমি নিশ্চিত ওরা কিছু ইঙ্গিত করতে চায়নি। তবে যদি এভাবে দেখেন যে, কোনও বিদেশি ক্যাপ্টেন সরাসরি সম্প্রচারিত হচ্ছে এমন কোনও ম্যাচে স্টাম্প মাইকে এসে এমন সব কথাবার্তা বলছে, ভারতীয়দের কেমন লাগবে? আমরা কখনই সেটাকে মেনে নিতাম না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.