বাংলা নিউজ > ময়দান > IND vs SA: দ্বিতীয় টেস্টে ভারত ভ্যাবাচাকা খেয়েছিল, দাবি এলগারের, ভুলভাল বকছে, কটাক্ষ গাভাসকরের

IND vs SA: দ্বিতীয় টেস্টে ভারত ভ্যাবাচাকা খেয়েছিল, দাবি এলগারের, ভুলভাল বকছে, কটাক্ষ গাভাসকরের

জো'বার্গে ম্যাচ জিতিয়ে ফেরা এলগারকে ভারতীয় স্টাফের তরফে শুভেচ্ছা। ছবি- রয়টার্স। (REUTERS)

সাত উইকেটে দ্বিতীয় টেস্টে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা।

গোটা ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ জুড়েই মাঠে খেলার পাশাপাশি ক্রিকেটারদের মধ্যেকার সামান্য বাক্য বিনিময়ও বেশ নজর কেড়েছে। প্রথম টেস্টে ভারত জিতলেও, দ্বিতীয় টেস্টে জিতেছে দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে তৃতীয় টেস্টে তাই সিরিজ দখলের জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই টেস্টের আগেই ডিন এলগারের এক মন্তব্য ঘিরে সুনীল গাভাসকরের সঙ্গে লেগে গেল তাঁর।  

প্রোটিয়া অধিনায়ক এলগারের মতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া চাপে পড়ে ভ্যাবাচাকা খেয়ে যায়, যা তাদের ম্যাচ জিততে সাহায্য করে। তৃতীয় টেস্টেও তাই একই পরিকল্পনার সঙ্গে মাঠে নামার কথাও জানান এলগার। তিনি বলেন, ‘আমরা ওয়ান্ডারার্সে দেখেছি কীভাবে আমাদের বিরুদ্ধে চাপের মুখে ভারতীয় দল ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। এটা আমাদের সাহায্য করতে পারে। কোনো বোকাই ওই একইভাবে ভারতকে আবার পরের ম্যাচে চাপে ফেলার সুযোগ হাতছাড়া করবে।’

Star Sports-এ গাভাসকর এলগারের মন্তব্যকে একেবারে উড়িয়ে দিয়ে মুখে হাসিয়ে নিয়ে বলেন, ‘হ্যাঁ, জিতলে তো যা খুশি ভুলভাল বকাই যায়। আমার মনে হয় এই ব্যাপারটা ওই ঋষভ পন্তের আউট হওয়ার ঘটনা থেকে শুরু হয়, যেখানে রাসি ভ্যান ডার দাসেন ফোরয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়েছিল। তাঁর ওপর রাবাদার বল অতিরিক্ত লাফায় এবং ও আউট হয়। বোলাররা তো সবসময় ব্যাটাররা যা আশা করছে, তার থেকে ভিন্ন বল করেই তাঁকে চমকে দেওয়ার চেষ্টা করে।’

গোটা দ্বিতীয় টেস্ট ম্যাচ জুড়েই দাসেন এবং পন্তের মধ্যে বাক্য বিনিময় লক্ষ্য করা যায়। প্রথম ইনিংসে পন্তের বিতর্কিত ক্য়াচে দাসেন আউট হওয়ার পরেই তাঁর সূচনা। দ্বিতীয় ইনিংসে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা দাসেনে সঙ্গে বাক্য বিনিময়ের ঠিক পরের বলেই রাবাদাকে এগিয়ে গিয়ে মাঠের বাইরে ফেলার ব্যর্থ চেষ্টা করেন পন্ত। তবে বল একটু বেশি বাউন্স হওয়ায়, তা তাঁর ব্যাটের কাণায় লেগে কিপারের হাতে চলে যায়। শেষমেশ সাত উইকেটে ম্যাচও হারতে হয় ভারতীয় দলকে। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন