সেঞ্চুরিয়ানে ভারতীয় দল প্রথম টেস্টের প্রথম দিনে তিন উইকেটের বিনিময়ে ২৭২ রান করার ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশ ভাল জায়গায় ছিল। দ্বিতীয় দিনে ক্রিজে থাকা দুই সেট ব্যাটার লোকেশ রাহুল এবং অজিঙ্কা রাহানে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এমনটাই আশা করছিলেন সকলে। কিন্তু বৃষ্টির জেরে গোটা দ্বিতীয় দিনের খেলাই ভেস্তে যায়। তা সত্ত্বেও টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারে বলে মনে করছেন শন পোলক।
Cricbuzz Chatter নামক শোয়ে কিংবদন্তি প্রোটিয়া বোলার পোলক বলেন, ‘এখানে যখন বৃষ্টি নামে, তখন তা মুষলধারেই নামে। তবে আমার মনে হয় এই ম্যাচে এখনও ফলাফল পাওয়া সম্ভব। ভারত খুবই মজবুত জায়গায় রয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। হ্যাঁ, বৃষ্টির জেরে হয়তো ওদের স্বাভাবিকের থেকে একটু দ্রুত গতিতে রান করে নিজেদের লক্ষ্যে পৌঁছতে হবে। তবে ওরা যদি ৪০০ রানের ওপর করতে পারে, তাহলে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেবে এবং ম্যাচ জয়ের জন্য়ও চেষ্টা করতে পারবে।’
বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল, হলও তাই। তবে ম্যাচের বাকি তিনদিনে সেঞ্চুরিয়ানের আকাশ পরিষ্কারই থাকার কথা। ম্য়াচে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না বলেই আশা করবেন সকলে। তবে ভারতকে ম্যাচে এগিয়ে রাখলেও দ্বিতীয় দিনে বৃষ্টি হওয়াটা দক্ষিণ আফ্রিকার জন্যই বেশি লাভজনক হবে এবং প্রোটিয়া বোলাররাও বাড়তি সুবিধা পাবেন বলেই দাবি পোলকের।
তাঁর মতে, ‘প্রথম দিনটা যেমন গিয়েছে, সেই কথা মাথায় রেখে আমার মনে হয় বৃষ্টিটা দক্ষিণ আফ্রিকার জন্যই ফলপ্রসূত হবে। কারণ ওরা ম্যাচে ব্যাকফুটে রয়েছে এবং ম্যাচে কোনো সময় ড্রয়ের জন্য লড়াই করতে হলে এই সময় নষ্টটা ওদের সাহায্য করবে। প্রথম দিনের পর দক্ষিণ আফ্রিকার বোলাররাও একটু বিশ্রাম পেয়েছে এবং বৃষ্টি হওয়ায় কাল শুরুর ১০ ওভারে ওভার, ভেজা পিচে বেশ মদতও পাবে ওরা। তবে ম্যাচে ভারত যে বেশি ভাল জায়গায় রয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।