সেঞ্চুরিয়ন টেস্টে ঐতিহাসিক জয়ের পর মাত্র এক দিনের বিশ্রাম। বর্ষবরণের হুল্লোড়ে মেতে থাকতে রাজি নয় টিম ইন্ডিয়া। সেকারণেই নববর্ষের দিন ছুটি কাটানোর বদলে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল। সোমবার থেকেই জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবেন কোহলিরা। শনিবার তারই প্রস্তুতি চলল পুরোদস্তুর।
আসলে দক্ষিণ আফ্রিকা থেকে কখনও টেস্ট সিরিজ জিতে দেশে ফিরতে পারেনি ভারতীয় দল। এবার ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে কোহলিদের সামনে। সেঞ্চুরিয়নের ঐতিহাসিক জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তাই সুযোগটাকে কোনওভাবেই হাতছাড়া করতে চায় না টিম ইন্ডিয়া।
বিসিসিআই শনিবার সোস্যাল মিডিয়ায় ক্রিকেটারদের অনুশীলনের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে। তাতেই স্পষ্ট যে, জোহানেসবার্গেই সিরিজ জয়ের লক্ষ্যে কতটা মরিয়া ভারতীয় দল। সেটাই অবশ্য স্বাভাবিক। কেননা দক্ষিণ আফ্রিকার একমাত্র এই মাঠেই ২টি টেস্ট জিতেছে ভারত। ২০১৮ সালের শেষ সফরে ওয়ান্ডারার্সে টেস্ট জিতে দেশে ফিরেছিল ভারত। যদিও সেবারও তাদের সিরিজ হারতে হয়।
উল্লেখ্য, সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।