দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে চর্চা তো ছিলই, পাশাপাশি দুই বছরেরও অধিক সময় ধরে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান না করার বিষয়েও চিন্তিত ছিলেন সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই। প্রোটিয়া সফরে শতরান অপেক্ষা শেষ না হলেও ব্যাট হাতে এক অনন্য নজির গড়লেন কোহলি।
যে কোনো উপমহাদেশীয় ব্যাটারের জন্যই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া (সেনা) রান করা এক বড় চ্যালেঞ্জ। পরিচিত স্লো-লো উইকেটের থেকে বিদেশের বাউন্স ও সুইং সহায়ক পরিবেশে রান করাটা যে একেবারেই সহজ নয়, তা কারুরই অজানা নয়। তবে মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার, কোহলি যে আর পাঁচটা ব্যাটারের থেকে ভিন্ন, তা পুনরায় এক পরিসংখ্যানই প্রমাণ করে দেয়। প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে এই নিয়ে পরপর তিনবার ৪০-র অধিক গড়ে রান করে সফর শেষ করলেন কোহলি।
জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে না খেললেও প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৩৫ ও ১৮ এবং তৃতীয় টেস্টের দুই ইনিংসে ৭৯ ও ২৯ রান করে, চার ইনিংসে মোট ১৬১ রান করেন কোহলি। চার বছর আগের প্রোটিয়া সফরের মতো দুর্দান্ত না কাটলেও ৪০-র অধিক গড়ে রান করে কোহলি প্রমাণ করে দিলেন শতরানের অপেক্ষা বাড়লেও তিনি কিন্তু ফর্মেই আছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।