নেটিজেনদের একাংশের চোখে তিনি 'ব্যর্থ' অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সেই 'ব্যর্থ' অধিনায়ক কে এল রাহুলকে টিপস দিলেন বিরাট কোহলি। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল। শুরুটা ভালো করলেও মাঝের ওভারে ফের চাপে পড়ে যায় ভারত। দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কুইন্টন ডি'কক এবং রাসি ভ্যান ডার দাসেন। তখন ভারতকে বেশ দিশেহারা লাগছিল। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে।
সেই ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, হাত দিয়ে রাহুলকে কিছু দেখাচ্ছেন প্রাক্তন অধিনায়ক বিরাট। হাবভাব দেখে মনে হচ্ছিল যে কোথায় ফিল্ডার রাখতে হবে, তা বলছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কিছু কৌশল নিয়ে আলোচনা করছেন। তাঁরা কিছুটা দূরে চলে গিয়ে কথা বলতে থাকেন। বিরাট হাত দিয়ে একদিকে ইঙ্গিত করেন। তারপর আবার এগিয়ে আসেন বিরাট এবং রাহুল। দু'জনকে আবারও কথা বলতে দেখা যায়।
এমনিতে রোহিত শর্মার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতকে নেতৃ্ত্ব দিচ্ছেন রাহুল। ইতিমধ্যে সেই সিরিজ হেরে গিয়েছে ভারত। রবিবার নিয়মরক্ষার ম্যাচ হচ্ছে। তবে প্রথম থেকেই রাহুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। গত বুধবার পার্লেতে প্রথম একদিনের ম্যাচে কর্নাটকের ব্যাটারের একাধিক কৌশল নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারত ভালো শুরু করলেও ২০ ওভারের পর থেকে খেলায় ক্রমশ জাঁকিয়ে বসেছিল দক্ষিণ আফ্রিকা। ২০ থেকে ৪০ ওভার পর্যন্ত কোনও উইকেট নিতে পারেননি ভারতীয় বোলাররা। রান দিয়েছিলেন ১৩০। সেইসময় রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালরা তেমন দাগ কাটতে না পারলেও বেঙ্কটেশ আইয়ারকে বল দেননি রাহুল। অথচ তাঁকে অল-রাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছিল। ম্যাচের আগে ষষ্ঠ বোলার হিসেবে ব্যবহারের কথাও বলেছিলেন রাহুল। সেইসঙ্গে ডেথ ওভারে জসপ্রীত বুমরাহকে কেন মাত্র দু'ওভার বল দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।