বাংলা নিউজ > ময়দান > IND vs SA: বিরাট দলকে আলাদা শক্তি জোগায়, রাখঢাক না করে প্রতিপক্ষ অধিনায়ককে প্রশংসায় ভরালেন এলগার

IND vs SA: বিরাট দলকে আলাদা শক্তি জোগায়, রাখঢাক না করে প্রতিপক্ষ অধিনায়ককে প্রশংসায় ভরালেন এলগার

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি কোহলি।

কেপ টাউনে তৃতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় দল। চোটের কারণে গত ম্য়াচে মাঠে নামতে না পারলেও তৃতীয় ম্যাচের জন্য ফিট ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় টেস্টে মাঠে নামার আগে ভারতীয় অধিনায়ককে প্রশংসায় ভরালেন তাঁর প্রতিপক্ষ অধিনায়ক ডিন এলগার। 

তৃতীয় ম্যাচ জিতে একদিকে যেমন প্রোটিয়াভূমে প্রথম সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে, তেমনই শক্তিশালী ভারতকে হারানোর বড় সুযোগ রয়েছে এলগারদের কাছেও। তবে ২২ গজের লড়াইয়ের আগে কিন্তু প্রতিপক্ষকে বেশ সমীহই করছেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এলগার। গত ম্যাচে ভারতীয় দল কোহলিকে মিস করেছে, সে কথা স্বীকার করে নিয়েই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এলগার জানান, ‘বিরাট দলকে আলাদা শক্তি জোগায়। আমি ওকে নিঃসন্দেহে মিস করিনি। তবে পরিকল্পনা তৈরি হোক বা নেতৃত্ব দেওয়া, ওর দল কিন্তু ওকে মিস করেছে। ও বিশ্বমানের একজন ক্রিকেটার এবং ভীষণ অভিজ্ঞও।’

তবে কোহলির প্রশংসা করলেও, দক্ষিণ আফ্রিকা যে মাঠে ভারতীয় দলের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত, সেটাও স্পষ্ট করে দেন এলগার। ‘গোটা বিশ্বক্রিকেট ওকে (কোহলিকে) সম্মান করে এবং ওর (কোহলির) নামটাই যথেষ্ট। সুতরাং, আমি যে ওকে (গত ম্যাচে) মিস করেছি, তেমনটা একদমই বলব না। তবে দিনের শেষে আমরা কাদের বিরুদ্ধে খেলছি সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা কী করতে পারি,আমাদের দক্ষতার ওপরই আমাদের ফোকাস করাটা জরুরি।’ মত এলগারের। সব মিলিয়ে কেপ টাউনে এক উত্তেজন ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল।

বন্ধ করুন