IND vs SA: ‘২ ভুলের মধ্যে ৭-৮ মাসের ফারাক..’,পন্তের ‘জঘন্য’ শটে ধোনির উপদেশ মনে পড়ল কোহলির
1 মিনিটে পড়ুন . Updated: 10 Jan 2022, 07:40 PM IST- বিরাট বলেন, ‘অনুশীলনের সময় ঋষভের সঙ্গে কথা হয়েছে।’
‘দায়িত্বজ্ঞানহীন’ শট খেলে আউট হয়েছিলেন। তা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ঋষভ পন্ত। যদিও তরুণ ভারতীয় উইকেটকিপারের পাশে দাঁড়ালেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই প্রসঙ্গে মহেন্দ্র সিং ধোনির উপদেশও মনে পড়ল তাঁর।
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে আগে সাংবাদিক বৈঠকে ঋষভের ‘দায়িত্বজ্ঞানহীন’ শট নিয়ে প্রশ্নের মুখে পড়েন বিরাট। যে ঋষভ জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ‘দায়িত্বজ্ঞানহীন’ শট খেলে আউট হয়ে যান। সেজন্য সুনীল গাভাসকর-সহ একাধিক প্রাক্তন ক্রিকেটারের সমালোচনার মুখে পড়েন। ঋষভের সেই ‘দায়িত্বজ্ঞানহীন’ শট সংক্রান্ত প্রশ্নের জবাবে বিরাট জানান, প্রত্যেকেই ভুল করেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিজের ভুল বুঝতে শেখা। নিজের ভুল স্বীকার করে নেওয়ার বিষয়টি ভালো।
ভারতের টেস্ট দলের অধিনায়কের কথায়, ‘অনুশীলনের সময় ঋষভের সঙ্গে কথা হয়েছে। ব্যাটার নিজেই ভালোভাবে জানেন যে পরিস্থিতি অনুযায়ী, সঠিক শট খেলেছেন কিনা। যতক্ষণ সেই ব্যক্তি নিজের দায়িত্ব বুঝতে পারে, (ততক্ষণ বিষয়টা ঠিক আছে)। আমার মতে, নিজেদের কেরিয়ারে সকলেই ভুল করেন। কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময় আমরা সকলে ভুল করেছি। গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট হয়ে গিয়েছে। কখনও ভুল শট খেলে আউট হয়েছি। কখনও চাপের মুখে আউট হয়ে গিয়েছি। কখনও বোলার ভালো বল করেছে।’
সেই প্রসঙ্গে নিজের কেরিয়ারের শুরুতে ধোনির একটি উপদেশের কথা তুলে ধরেন বিরাট। বলেন, ‘আমার কেরিয়ারের শুরুতে মহেন্দ্র সিং ধোনি একবার বলেছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটে যদি দীর্ঘদিন খেলে যেতে চাও, তাহলে দুটি ভুলের মধ্যে কমপক্ষে সাত-আট মাসের ফারাক থাকতে হবে। তা আমার মধ্যে গেঁথে নিয়েছি যে আমি একই ভুল বারবার করব না। এটা তখনই হয়, যখন আপনি আপনার ভুল নিয়ে কাটাছেঁড়া করেন।’
ঋষভের ক্ষেত্রেও সেইরকম হবে বলে আশাপ্রকাশ করেছেন বিরাট। ভারতীয় অধিনায়কের কথায়, 'এটা ঋষভ নিজেই করে। সেটা আমি জানি। ভবিষ্যতে ও নিশ্চিতভাবে উন্নতি করতে থাকবে। গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য থাকার বিষয়টি নিশ্চিত করবে এবং দলের জন্য ভালো পারফরম্যান্স করবে। নিজের ভুল থেকে শিখবে।'