চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। যদিও চোট সারিয়ে মাঠে ফেরা ক্রিকেটারের সংখ্যাও নিতান্ত কম চোখে পড়ছে না। চোটের জন্য টি-২০ বিশ্বকাপের দলে বিবেচিতই হননি রবীন্দ্র জাদেজা। পরে চোট পেয়ে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যান জসপ্রীত বুমরাহ।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে ভারতের দ্বিতীয় সারির দল। চোট-আঘাত সমস্যা লেগে রয়েছে সেই স্কোয়াডেও। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ২টি ওয়ান ডে ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার দীপক চাহার, যাঁকে বিশ্বকাপ দলের স্ট্যান্ড-বাই হিসেবে বেছে রেখেছেন জাতীয় নির্বাচকরা।
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল চাহারের গোড়ালিতে মোচড় লেগেছে। তবে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে তাঁর চোটের স্বরূপ জানানো হয়। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় যে, পিঠে টান লাগায় বাকি সিরিজে মাঠে নামবেন না চাহার। তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে বোর্ডের ডাক্তারদের নজরদারিতে রিহ্যাবে থাকবেন। উল্লেখযোগ্য বিষয় হল, চাহার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচেও মাঠে নামেননি।
জাতীয় নির্বাচকরা চাহারের পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করেছেন। তাঁর পরিবর্তে ওয়ান ডে স্কোয়াডে ঢুকে পড়েন স্পিনার অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর, যিনি চোটের জন্যই জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। সুতরাং একদিকে দীপক চাহার যেমন চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন, অন্যদিকে তাঁর জায়গায় চোট সারিয়ে দলে ফিরলেন ওয়াশিংটন।
সুন্দর শেষবার ভারতের হয়ে মাঠে নামেন চলতি বছরের ফেব্রুয়ারিতে। আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে শেষবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। ওয়াশিংটন এখনও পর্যন্ত ভারতের হয়ে ৪টি টেস্ট, ৪টি ওয়ান ডে ও ৩১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতের পরিবর্তিত ওয়ান ডে স্কোয়াড: শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার (ভাইস-ক্যাপ্টেন), রজত পতিদার, রাহুল ত্রিপাঠী, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আবেশ খান, মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।