বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ফিনিশার রাহুল, পরিণত কুলদীপ, ইডেনের ODI থেকে ভারতের সেরা ৫ প্রাপ্তি

IND vs SL: ফিনিশার রাহুল, পরিণত কুলদীপ, ইডেনের ODI থেকে ভারতের সেরা ৫ প্রাপ্তি

India vs Sri Lanka 2nd ODI: ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মূলত বোলাররাই ভারতের জয়ের মঞ্চ গড়ে দেন। তবু পালটা লড়াইয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপকে কড়া চ্য়ালেঞ্জ ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। জয় ছাড়াও সার্বিকভাবে এই ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি নিতান্ত কম নয়।