India vs Sri Lanka 2nd ODI: ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মূলত বোলাররাই ভারতের জয়ের মঞ্চ গড়ে দেন। তবু পালটা লড়াইয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপকে কড়া চ্য়ালেঞ্জ ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা। জয় ছাড়াও সার্বিকভাবে এই ম্যাচ থেকে ভারতের প্রাপ্তি নিতান্ত কম নয়।
1/5বাংলাদেশ সফরে দীর্ঘদিন পরে টেস্টের আঙিনায় ফিরে কুলদীপ যাদব নিজের গুরুত্ব বুঝিয়েছিলেন। এবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নেমে দুর্দান্ত বোলিং করেন কুলদীপ। মূল্যবান তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার জেতা কুলদীপ উপমহাদেশের পিচে নিজের কার্যকরীতা প্রমাণ করেন। এমন পারফর্ম্যান্সের পরে কুলদীপ নিশ্চিতভাবেই ভারতের বিশ্বকাপ ভাবনায় থাকবেন। ছবি- পিটিআই।
2/5সচরাচর টপ অর্ডারে ব্যাট করতে পছন্দ করেন লোকেশ রাহুল। ছন্দে থাকলে দলকে একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তিনি। তবে দরকারের সময় মিডল অর্ডারেও যে ভারতীয় দলকে নির্ভরতা দিতে পারেন লোকেশ, সেটা তিনি প্রমাণ করলেন ইডেনের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে। চাপের মুখে ৬৪ রানের ধৈর্যশীল ইনিংস খেলে রাহুল ফিনিশারের ভূমিকা যথাযথ পালন করেন। ছবি- এএফপি।
3/5বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন মহম্মদ সিরাজ। প্রয়োজনের সময়ে দলকে উইকেট এনে দিতে তাঁর জুড়ি নেই। বুমরাহ নেই। শামি উইকেট পাননি। দলের সিনিয়র পেসারদের বিশেষ অবদান ছাড়াই ভারত ম্যাচ জেতার ক্ষমতা রাখে সিরাজের মতো বোলারের জন্যই। ইডেনে সিরাজের ৩০ রানে ৩ উইকেট পেস বলিং নিয়ে দুশ্চিন্তা কমাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ছবি- এএনআই।
4/5ভারতের পেস বোলিংয়ের নতুন পুলে গুরুত্বপূর্ণ সংযোজন উমরান মালিক। গতির জন্য পরিচিতি লাভ করা উমরান প্রতি ম্যাচেই নিজেকে পরিণত করে তুলছেন। ইডেনে ৪৮ রান খরচ করে শ্রীলঙ্কার ২টি উইকেট তুলে নেন উমরান। বুঝিয়ে দেন, ভবিষ্যতে আরও বড় দায়িত্ব নিতে চলেছেন তিনি। ছবি- এএনআই।
5/5ভারতীয় দলে যথাযথ অল-রাউন্ডারের ভূমিকা পালন করে চলেছেন হার্দিক পান্ডিয়া। প্রয়োজন মতো বল হাতে নিজের দায়িত্ব যথাযথ পালন করছেন তিনি। ব্যাট হাতেও নির্ভরতা দিচ্ছেন দলকে। তবে ইডেনে ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৩৬ রানের লড়াকু ইনিংসটি বুঝিয়ে দেয়, ধীরে ধীরে কতটা পরিণত হয়ে উঠেছেন হার্দিক। অযথা ব্যাট চালিয়ে দর্শকদের মনোরঞ্জন করার থেকে দলের জয় যে আরও গুরুত্বপূর্ণ, সেটা টের পাওয়া যাচ্ছিল পান্ডিয়ার ব্যাটিংয়ে। ছবি- এপি।