বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন, কালো আর্মব্যান্ড পরে খেলতে নামল ভারত-লঙ্কা

IND vs SL: ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন, কালো আর্মব্যান্ড পরে খেলতে নামল ভারত-লঙ্কা

শেন ওয়ার্নকে শ্রদ্ধা ভারতের।

শেন ওয়ার্ন এবং রডনি মার্শকে শ্রদ্ধা জানাতে ম্যাচের আগে দুই দলই এক মিনিটের নীরবতা পালন করে। সেই সঙ্গে ভারত এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন।

কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। মাত্র ৫২ বছর বয়সেই ওয়ার্নের এমন পরিণতি বিশ্বাস করতে পারছেন না কেউই। মোহালি টেস্টেও শোকের আবহ। শনিবার টেস্টে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ওয়ার্নকে শ্রদ্ধা জানাল ভারত এবং শ্রীলঙ্কা- দুই দলই। তবে শুধু ওয়ার্ন একা নন, রডনি মার্শকেও এ দিন শ্রদ্ধা জানানো হয়।

ম্যাচের আগে দুই দলই এক মিনিটের নীরবতা পালন করে। সেই সঙ্গে ভারত এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন।

রোহিত শর্মা ম্যাচের আগে বলেন, ‘শেন ওয়ার্নের মৃত্যুর খবর শুনে একেবারে বিধ্বস্ত লাগছে। এটা আমাদের ক্রিকেট জগতের এক বিরাট ক্ষতি। ক্রিকেটে ওর অবদান অনেক। নতুন জেনারেশনের কাছে ও অনুপ্রেরণা ছিল। বল হাতে ও ম্যাজিক দেখাত। এই খবরটা সত্যি খুবই দুঃখজনক। ওর পরিবারের প্রতি সমবেদনা।’

কোহলি আবার বলেছেন, ‘জীবন অনিশ্চিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে। মাত্র ৫২ বছর বয়সে ওর চলে যাওয়াটা মানা যাচ্ছে না। বড্ড তাড়াতাড়ি চলে গেল। আর আমি ওকে মাঠের বাইরেও ভালো ভাবে চিনতাম। তাই আমার কাছে এই ধাক্কাটা একটু বেশিই।’

ওয়ার্নের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না গোটা বিশ্বের ক্রিকেট ভক্তরা। প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন।

১৯৯২ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় ওয়ার্নের। ১৫ বছরের ক্রিকেট জীবনে মোট ১৯৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নিয়েছেন ২৯৩ উইকেট।

১৯৯৩ সালের অ্যাশেজে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে যে বলে বোল্ড করেছিলেন সেটা শতবর্ষের সেরা ডেলিভারি হিসেবে খ্যাত। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন প্রয়াত অজি স্পিনার। পাঁচবার অ্যাশেজ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়ার্ন।

বেশ কয়েকবার উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। বিশ্বক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম তিনি। টেস্ট এবং একদিনের ক্রিকেট সমান দাপটের সঙ্গে খেলেছেন।

ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও ছিল বর্ণময়। একটা ফ্লাম্বয়েন্ট ইমেজ ছিল ওয়ার্নের। মজার ছলে অস্ট্রেলিয়া ক্রিকেটের 'ব্যাড বয়' বলে ডাকা হত তাঁকে। অবসরের পরেও ধারাভাষ্যকার হিসেবে তিনি যুক্ত ছিলেন ক্রিকেটের সঙ্গে। ওয়ার্নের আকস্মিক মৃত্যু যেন বড় ধাক্কা ক্রিকেট মহলের কাছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.