নতুন বছরের শুরুতে নতুন লক্ষ্য নিয়ে নামছে মেন ইন ব্লু। দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে মঙ্গলবার থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত। এর পর ওডিআই সিরিজও খেলছে দুই দল।
২০২৩ ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। ভারতীয় খেলোয়াড়দের ফোকাস দৃঢ় ভাবে ওডিআই ক্রিকেটেই থাকবে। যে কারণে তারা জানুয়ারিতে খেলা ১১টি ম্যাচের মধ্যে ছ'টি খেলবে। তার মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে তিনটি ওডিআই খেলার পরে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও তিনটি একদিনের ম্যাচ খেলবে।
আরও পড়ুন: লঙ্কার বিরুদ্ধে ওপেনার কারা,কী হবে একাদশ?টিম বাছতে হিমশিম দশা
লঙ্কা ব্রিগেডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ জানুয়ারি, মুম্বইতে।এবং শেষ হবে ৭ জানুয়ারি। এর পরে ওয়ানডে সিরিজ ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
শ্রীলঙ্কার ভারত সফর: সময়সূচী, স্থান, তারিখ, লাইভ স্ট্রিম- জেনে নিন বিশদে:
টি-টোয়েন্টির সময়সূচি-
প্রথম টি-টোয়েন্টি- ৩ জানুয়ারি, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যে ৭টায়
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৫ জানুয়ারি, পুনের এমসিএ স্টেডিয়ামে, সন্ধ্যে ৭টায়
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৭ জানুয়ারি, রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যে ৭টায়
ওডিআই-এর সময়সূচি-
প্রথম ওডিআই- ১০ জানুয়ারি, মুগুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়াম, দুপুর ১-৩০
দ্বিতীয় ওডিআই- ১২ জানুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্স, দুপুর ১-৩০
তৃতীয় ওডিআই- ১৫ জানুয়ারি, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়াম, দুপুর ১-৩০
আরও পড়ুন: WC জয়ের চেয়ে বড় লক্ষ্য কিছু হতে পারে না- নতুন বছরের সংকল্পের কথা বললেন হার্দিক
ভারত বনাম শ্রীলঙ্কা: লাইভ স্ট্রিমিং
ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপে। ডিডি স্পোর্টসেও ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ ভক্তরা দেখতে পারবেন।
ভারত বনাম শ্রীলঙ্কা হেড টু হেড রেকর্ড
দক্ষিণ এশিয়ার দুই জায়ান্টের একে অপরের বিপক্ষে খেলার ইতিহাস দীর্ঘ। টি-টোয়েন্টির ক্ষেত্রে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মোট ২৬ টি ম্যাচ হয়েছে। মেন ইন ব্লু ১৭ টি ম্যাচই জিতেছে। আর লঙ্কান লায়নরা ৮ বার জয়লাভ করেছে। ১টি ম্যাচ শেষ হয়েছে কোনও ফল ছাড়াই।
এ ছাড়াও এই দুই দল এখনও পর্যন্ত মোট ১৬২টি ওডিআই খেলেছে। ভারত ৯৩টি ম্যাচ জিতেছে। আর শ্রীলঙ্কা ৫৭ বার জয়ী হয়েছে এবং ১১টি ম্যাচে কোন ফলাফল হয়নি। ২০১৬ সালে ঘরের মাঠে শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে হেরেছিল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।