বাংলা নিউজ > ময়দান > IND vs SL: বাদ রাহানে, পূজারা, ঋদ্ধি - শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে উত্তরপ্রদেশের স্পিনার

IND vs SL: বাদ রাহানে, পূজারা, ঋদ্ধি - শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে উত্তরপ্রদেশের স্পিনার

অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @ICC)

ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়লেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। সেইসঙ্গে ঋদ্ধিমান সাহা এবং ইশান্ত শর্মাকে শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হয়নি। তারইমধ্যে চোট সারিয়ে দলে ফিরেছেন শুভমন গিল, রবীন্দ্র জাদেজারা।

শনিবার শ্রীলঙ্কা সিরিজের জন্য টেস্ট দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই দুই টেস্টের সিরিজের দল থেকে বাদ পড়েছেন রাহানে, পূজারা, ঋদ্ধিমান এবং ইশান্ত। রাহানে এবং পূজারা দীর্ঘদিন খারাপ ফর্মে আছেন। বিশেষত রাহানের অবস্থা তো আরও শোচনীয়। তাও পূজারার অবস্থা কিছুটা ভালো ছিল। আগেভাগেই তাঁদের রঞ্জি ট্রফিতে খেলার বার্তা দেওয়া হয়েছিল। শনিবার আনুষ্ঠানিকভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ছন্দে না থাকায় বাদ পড়েছেন ইশান্তও।

জাতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মার প্রধান জানান, রাহানেদের রঞ্জি ট্রফি খেলতে বলা হয়েছে। তাঁদের জন্য ভারতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তিনি বলেন, 'কী কারণে বাদ দেওয়া হয়েছে, তা বলতে পারব না। সেটা নিয়ে নির্বাচক কমিটি আলোচনা করেছে। আমরা অনুরোধ করেছি। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। রঞ্জি ট্রফি খেলতে বলেছি।' পরে আরও বিস্তারিতভাবে চেতন বলেন, ‘আমরা বলে দিয়েছি যে (শ্রীলঙ্কার বিরুদ্ধে) দুটি টেস্টের জন্য ওদের বিবেচনা করব না। তারইমধ্যে যারা দলে সুযোগ পেয়েছে, তারা কীরকম খেলে, সেদিকে নজর আছে আমাদের। আমরা কারও জন্য (ভারতীয় দলের) দরজা বন্ধ করে দেওয়ার কেউ নই। এটা ক্রিকেট। রান কর, উইকেট নাও, দেশের হয়ে খেল - এটাই সবথেকে গুরুত্বপূর্ণ।’

বাকি তিনজনের ক্ষেত্রে কোনও বিতর্ক না থাকলেও ঋদ্ধিকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ম্যাচে সুযোগ পাননি। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে লড়াকু অর্ধশতরান করেছিলেন। যেখানে অধিকাংশ ব্যাটাররা ব্যর্থ হয়েছিলেন, সেখানে চোট নিয়েও রান করেছিলেন ঋদ্ধি। যদিও ঋদ্ধিকে বাদ দেওয়া নিয়ে একই যুক্তি খাড়া করেছেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান। ঋদ্ধির পরিবর্তে ভারতীয় দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন কেএস ভরত।

তারইমধ্যে দলের অধিনায়কত্বের ব্যাটন রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে। চোটের কারণে কে এল রাহুল দলে না থাকায় জসপ্রীত বুমরাহকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বোর্ড। চোট সারিয়ে আবার দলে ফিরেছেন গিল এবং জাদেজা। অশ্বিনের চোট নিয়ে সমস্যা আছে। প্রথম টেস্টের আগে তাঁর ফিটনেস যাচাই করা হবে। দ্বিতীয় টেস্টের আগে ফিটনেস পরীক্ষার মুখে পড়বেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দর চোটের জন্য দলে সুযোগ পাননি। সেইসবের মধ্যেই দলে সুযোগ পেয়েছেন উত্তরপ্রদেশের স্পিনার সৌরভ কুমার। তাঁকে নিয়ে অত্যন্ত আশাবাদী চেতন।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পন্ত, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেসের উপর), রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), মহম্মদ শামি, মহম্মদ শামি, উমেশ যাদব এবং সৌরভ কুমার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.