বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ভারতের দাপুটে জয়েও শিখর ধাওয়ানের ক্যাপ্টেন্সির ভুল খুঁজে বার করলেন প্রাক্তন তারকা

IND vs SL: ভারতের দাপুটে জয়েও শিখর ধাওয়ানের ক্যাপ্টেন্সির ভুল খুঁজে বার করলেন প্রাক্তন তারকা

হার্দিক পান্ডিয়া। ফাইল ছবি- বিসিসিআই।

ডেথ ওভারে বোলার নির্বাচন নিয়ে খুশি নন আকাশ চোপড়া।

ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শিখর ধাওয়ান। ভারত ম্যাচ জিতেছে কার্যত একতরফাভাবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই তরুণ ভারতীয় দল অনবদ্য পারফর্ম্যান্স উপহার দিয়েছে। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের পারফর্ম্যান্সে খুশি সকলেই। যদিও এমন খুশির আবহেও ক্যাপ্টেন ধাওয়ানের একটা ভুল খুঁজে বার করলেন আকাশ চোপড়া।

টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা আঙুল তুললেন শিখরের ডেথ বোলার নির্বাচন নিয়ে। তিনি বিস্ময় প্রকাশ করেন, দীপক চাহারের তিন ওভার বাকি থাকা সত্ত্বেও ধাওয়ান তাঁর বদলে ডেথ ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেওয়ায়।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ দাবি করেন, পুরনো বলে চাহার দু'টি উইকেট পাওয়ায় তাঁকেই শেষ ওভারগুলিতে বল করতে পাঠানো উচিত ছিল। তাঁর কথায়, বোলারদের পরিচালনার বিষয়টা চোখে পড়েছে কিনা জানিনা, তবে আমার একটা প্রশ্ন রয়েছে। ধাওয়ান একমাত্র এই কাজটাই যথাযথ করেনি। হার্দিককে ৪১ থেকে ৪৪ ওভারের মধ্যে বল করানো উচিত ছিল। দীপক চাহারকে ৪৭ ও ৪৯ ওভারে বল করতে পাঠানো দরকার ছিল।'

চোপড়া আরও বলেন, ‘দীপক পুরনো বলে ২টি উইকেট নিয়েছে। এটা ওর কাছে লিটমাস টেস্টের মতোই ছিল। নির্বাচকরা পুরনো বলে ওকে সুযোগ দিতে চেয়েছিল। দুটো উইকেট নেওয়ার পর বিস্ময়জনকভাবে ওকে সরিয়ে নেওয়া হয়। হার্দিক পান্ডিয়া ফিরে এসে ভুবনেশ্বর কুমারের সঙ্গে শেষের দিকে বল করে। শেষ ২ ওভারে ৩২ রান খরচ হয়। শেষ ওভারে শ্রীলঙ্কা ১৯ রান তোলে। তার আগে হার্দিক পান্ডিয়াও খরুচে প্রমাণিত হয়। কুলদীপও পুরো কোটা বোলিং করেনি। আমি এটা দেখে অবাক যে, দীপক চাহারকে পুরো কোটা বল করতে দেওয়া হয়নি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.