জয় দিয়ে একদিনের ক্রিকেটে অধিনায়ক হরমনপ্রীত কৌরের যুগের সূচনা হল। শুক্রবার ১২ ওভার বাকি থাকতেই শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে দিল ভারত। সেইসঙ্গে একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন হরমনরা। তিন উইকেট এবং গুরুত্বপূর্ণ ২২ রানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।
পাল্লেকেলেতে ১৭২ রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। দ্বিতীয় ওভারে আউট হয়ে যান স্মৃতি মন্ধানা (সাত বলে চার রান)। চতুর্থ ওভারের শেষ বল ড্রেসিংরুমের রাস্তা ধরেন যস্তিকা ভাটিয়া (আট বলে এক রান)। দু'জনকেই আউট করেন ওশাদি রণসিংহে। সেইসময় ভারতের স্কোর ছিল চার ওভারে দু'উইকেট ১৭ রান।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া ভারতের, হরমনপ্রীতদের নিয়ে ‘ছেলেখেলা’ করলেন আতাপাত্তু
তারপর ভারতের ইনিংসের হাল ধরেন শেফালি বর্মা এবং হরমন। রানরেটের চাপ না থাকায় দু'জনে ধীরেসুস্থে খেলতে থাকেন। ১৫.২ ওভারে দলগত ৬১ রানের মাথায় আউট হয়ে যান শেফালি। ৪০ বলে ৩৫ রান করেন তিনি। তারপর হারলিনের সঙ্গে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হারলিন। চতুর্থ উইকেটে জুটিতে ৬২ রান ওঠে। তারইমধ্যে একদিনের ক্রিকেটে ৩,০০০ রানের মাইকফলক পার করেন হরমন। তবে শুক্রবার একটুর জন্য অর্ধশতরান করতে পারেননি। ৬৩ বলে ৪০ রান করেন।
হরমন আউট হওয়ার কিছুক্ষণ পর ড্রেসিংরুমে ফেরেন হারলিন (৪০ বলে ৩৪ রান)। ম্যাচ শেষ করতে আসতে পারেননি রিচা ঘোষও। দ্রুত পরপর দুটি উইকেটের ধাক্কা কাটিয়ে ইনিংসের হাল ধরেন পূজা বস্ত্রকার এবং দীপ্তি। ৩৮ তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেন পূজা (১৯বলে অপরাজিত ২১ রান)।
প্রথম ইনিংস
শুক্রবার পাল্লেকেল্লেতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে সাজঘরে ফিরিয়ে দেন রেণুকা। যিনি তারকা ক্রিকেটারদের আউট করা যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন। আতাপাত্তু আউট হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। বড় কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। কোনও পার্টনারশিপ চিন্তা বাড়ানোর আগেই ভারতীয় বোলাররা উইকেট তুলে নেন।
আরও পড়ুন: IND vs SL: রেণুকা-দীপ্তির যুগলবন্দি, হরমন যুগের শুরুতে ১৭১ রানে শ্রীলঙ্কাকে অল-আউট করল ভারত
শ্রীলঙ্কার ইনিংসে ষষ্ঠ উইকেটের জুটিতে সর্বোচ্চ ৪৭ রান ওঠে। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ফলে ৪৮.১ ওভারে ১৭১ রানের বেশি তুলতে পারেননি দ্বীপরাষ্ট্রের মেয়েরা। সর্বোচ্চ ৪৩ রান করেন নীলাক্ষী ডি'সিলভা। তাঁকে আউট করেন সেই রেণুকা। ৩৭ রান করেন ওপেনার হাসিনি পেরেরা। তাঁকে আউট করেন দীপ্তি। তাছাড়া হর্ষিতা সমরবিক্রমা ২৮ রান,অনুষ্কা সঞ্জীওয়ানি ১৮ রান এবং ইনোকো রণবীরা ১২ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন রেণুকা এবং দীপ্তি। ছ'ওভারে ২৯ রানে তিন উইকেট নেন রেণুকা। ৮.২ ওভারে ২৫ রান দেন দীপ্তি। পূজা পাঁচ ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন। একদিনের ক্রিকেটে স্থায়ীভাবে অধিনায়কত্বের ব্যাটন পাওয়ার দিনে একটি উইকেট নেন হরমনপ্রীত। তারইমধ্যে হারলিন এবং শেফালিকেও বল দেন ভারতীয় অধিনায়ক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।