পিঙ্ক বল টেস্টে শ্রীলঙ্কাকে গুড়িয়ে টেস্টে সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছে ভারত। আর বেঙ্গালুরুতে ভারতের বাকি ব্যাটাররা বিশেষ করে প্রথম ইনিংসে যখন একের পর এক হতাশা জাগিয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, তখন হাল ধরেছিলেন শ্রেয়স আইয়ার। প্রথম ইনিংসে ৯২ রান করেছিলেন শ্রেয়স। আর দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করেন তিনি। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দিন-রাত্রির টেস্টে দু' ইনিংসে অর্ধশতরান করেন শ্রেয়স।
চিন্নাস্বামীর জটিল পিচে, যা অসম বাউন্স এবং টার্নে পরিপূর্ণ, সেই পিচেই ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন শ্রেয়স। হন ম্যাচের সেরা। আইয়ার ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। এমনটাই মনে করেন সুনীল গাভাসকর। স্টার স্পোর্টসের সঙ্গে কথোপকথনের সময়ে গাভাসকর বলেন, ‘অবশ্যই, ওকে সে রকমই মনে হচ্ছে।’
তিনি যোগ করেছেন, ‘ওর ব্যাটিং খুবই আকর্ষণীয়, ওর যে শট রয়েছে, তা অসাধারণ। ও একজন সুদর্শন যুবক। তাই এটা সবই ইঙ্গিত করে যে আগামী ছয়-আট মাসে ও ভারতীয় ক্রিকেটে পরবর্তী বড় তারকা হতে পারে।’
আইয়ার দ্বিতীয় টেস্টে তাঁর পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এর পর তিনি বলেছিলেন, ‘আমি সব সময় ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছি, এবং টেস্টে ম্যাচে ভারতকে জেতানোর জন্য অবদান রাখতে পারাটা ভালো অনুভূতি, এটাই চালিয়ে যেতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।