বাংলা নিউজ > ময়দান > IND vs SL: বেঙ্গালুরুর কঠিন পিচে সেট হয়েও উইকেট দিয়ে আক্ষেপ বিহারীর

IND vs SL: বেঙ্গালুরুর কঠিন পিচে সেট হয়েও উইকেট দিয়ে আক্ষেপ বিহারীর

হনুমা বিহারী। ছবি- এপি। (AP)

বেঙ্গালুরুতে দুই ইনিংসে যথাক্রমে ৩১ ও ৩৫ রান করেন বিহারী।

ভারতের হয়ে সুযোগ পেলে বেশিরভাগ ম্যাচে ভাল খেললেও, শ্রীলঙ্কা সিরিজে কোনওদিনই হনুমা বিহারীর জায়গা দলে পাকা ছিল না। তবে চেতেশ্বর পূজারা বাদ পড়ায় চলতি শ্রীলঙ্কা সিরিজেই তিন নম্বরে ব্যাট করার গুরুদায়িত্ব পান বিহারী। একেবারে মন্দ পারফর্ম না করলেও, দ্বিতীয় টেস্টে বেঙ্গালুরুর কঠিন পিচে সেট হয়েও উইকেট দিয়ে আসায় আক্ষেপ মিটছে না তাঁর।

স্পিন সহায়ক বেঙ্গালুরু পিচে ঋষভ পন্ত ও শ্রেয়স আইয়ার বাদে বেশিরভাগ ব্যাটারই রান করতে গিয়ে হিমশিম খেয়েছেন। ভারতের তো ২০-র মধ্যে ১৬টি উইকেটই স্পিনাররা নিয়েছেন। বেঙ্গালুরুর পিচের সম্পর্কে কথা বলতে বিহারী বলেন, ‘এটা বেশ চ্যালেঞ্জিং (উইকেট), যে কোনও বল আপনাকে আউট করে দিতে পারে। আমার মনে হয় দুই ইনিংসেই আমরা দারুণ ব্যাট করেছি। ওরাও মন্দ বোলিং করেনি। তবে এটা বেশ কঠিন পিচ এবং এতে ব্যাট করতে সকলেরই চাপ হবে। ’

এমন পিচে প্রথম ইনিংসে ৩১ ও দ্বিতীয় ইনিংসে ৩৫ রান করা বিহারীকে বেশ ভাল দেখিয়েছে। কিন্তু দুই ইনিংসেই শুরুটা ভাল করে, সেট হয়ে গিয়েও বিহারী বড় রান করতে পারেননি। এই আফসোস যেন কিছুতেই যাচ্ছে না তাঁর। ‘আমি জানতাম কোন বলগুলি খেলতে হবে এবং কোনগুলি ছাড়ব। প্রথম ইনিংসে বলটা (যে বলে আউট হন) ভাল ছিল, তবে দ্বিতীয় ইনিংসে আরও ধৈর্যর সঙ্গে ব্যাট করা উচিত ছিল। একটু ধৈর্য ধরলেই বড় রান করতে পারতাম।’

বন্ধ করুন