সূর্যের দাপটে একেবারে নাজেহাল দশা শ্রীলঙ্কার। কালঘাম ছুটে গিয়েছে তাদের। চোখে সর্ষেফুল দেখছেন লঙ্কার বোলাররা। সূর্য কুমার যাদবের হাতে বেধড়ক মার খেয়েছেন তাঁরা। সূর্যের করা ৫১ বলে ১১২ রানের চোখ ধাঁধানো ইনিংস দেখার পর তাঁর প্রেমে পাগল হয়ে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ম্যাচ শেষে শুধু সূর্যকুমারের কথা হার্দিকের মুখে।
ম্যাচের পর হার্দিক বলেন, ‘ও সবাইকে চমকে দিয়েছে এবং সবাইকে বুঝিয়ে দিয়েছে যে, ব্যাটিং করাটা খুবই সহজ। আমি যদি ওর বিপরীতে বোলার হতাম, তবে ওর শট খেলায়, রীতিমতো হতাশ হতাম। ও ব্লাইন্ডারের পর ব্লাইন্ডার খেলেছে।’
এখানেই থামেননি হার্দিক। তিনি আরও বলেছেন, ‘সূর্যকে কখনও-ই কিছু বলতে হয় না। ও জানে যে কখন কী করতে হবে। যদি ও কোনও পরিস্থিতিতে সমস্যায় পড়ে, আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তবে বেশির ভাগ সময়েই ও নিজের কাজটা ভালো করে জানে।’
আরও পড়ুন: কবে জাতীয় দলে ফিরবেন জাদেজা? BCCI কুলুপ আটলেও, স্পষ্ট ইঙ্গিত দিলেন অশ্বিন
সূর্যতে মুগ্ধ হার্দিক তরুণ তারকাদেরও প্রশংসা করেছেন। তিনি রাহুল ত্রিপাঠী এবং অক্ষর প্যাটেলকে নিয়ে উচ্ছ্বাস দেখিয়েছেন। রাহুল প্রসঙ্গে বলেছেন, ‘রাহুল ত্রিপাঠীর কথা আলাদা করে এক বার উল্লেখ করতে চাই। যখন বোলাররা সাহায্য পাচ্ছে, সেই সময়টা ভালোই সামলে দিয়েছিল। বাকিটা তো সূর্যকুমারের নিয়ন্ত্রণে ছিল।’
আর অক্ষরকে নিয়ে হার্দিকের সংযোজন, ‘ব্যাটিংয়ে নীচের দিকে নেমে যে ভাবে খেলছে অক্ষর, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। গোটা দলও অক্ষরকে নিয়ে খুশি।’
এ দিকে অধিনায়কের প্রসঙ্গ উঠতেই হার্দিক বলে দেন, ‘অধিনায়ক হিসেবে আমার মন্ত্র হল, ক্রিকেটারদের পাশে দাঁড়ানো। যারা খেলছে তারাই ভারতের এই মুহূর্তে সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। সে কারণেই দলে সুযোগ পেয়েছে। এই ফরম্যাটে খুব বেশি ভাবনাচিন্তা করার জায়গা নেই। তাই ক্রিকেটারদের পাশে দাঁড়ানো সবার আগে দরকার।’
আরও পড়ুন: T20 WC-এ ব্যর্থতার পরেও ফের চেতন শর্মা প্রধান নির্বাচক, বাকিরা নতুন মুখ
তিনি আরও যোগ করেছেন, ‘যে ভাবে সিরিজে খেলেছি সেটা দেখে ভালো লেগেছে। আগের ম্যাচে আমরা নিজেদের ৫০ শতাংশও দিতে পারিনি। তা-ও লড়াই করে জেতার মতো জায়গায় চলে গিয়েছিলাম।’
শনিবার রাজকোটে সূর্যের দাপুটে শতরানের হাত ধরে ভারত প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে। ৫ উইকেটে ২২৮ রান তোলে ভারত। শ্রীলঙ্কা ১৩৭ রানে অল আউট হয়ে যায়। ৯১ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হার্দিক পাণ্ডিয়ার টিম ইন্ডিয়া।
সূর্যকুমার ইতিমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে তিনটি শতরান করে ফেলেছেন। সামনে শুধুই ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর চারটি শতরান রয়েছে। রোহিতকে যে কোনও দিন টপকে যেতেই পারেন সূর্যকুমার। যে ছন্দে রয়েছেন তাতে গত বছরের মতো এই বছরও টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে পারেন তিনি।
রাজকোটে শনিবার ৪৫ বলে শতরান করেন সূর্যকুমার। ১১২ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৯টি ছক্কা এবং ৭টি চার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।