ফের রেকর্ডের সামনে বিরাট কোহলি। সামনে সেই কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের পর আজ থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে হবে প্রথম ওডিআই ম্যাচ। আর এই ম্যাচে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। লঙ্কানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত, বিরাটদের।
তিন বছরেরও বেশি সময় ধরে সেঞ্চুরি না থাকা বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরি এসেছে বাংলাদেশ সফরে। সেই ধারা অব্যাহত থাকলে সচিন তেন্ডুলকরের রেকর্ডের কাছে চলে আসবেন কিং কোহলি। দেশের মাটিতে সবচেয়ে বেশি সংখ্যক সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। ২০টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। দেশের মাটিতে বিরাটের বর্তমান সেঞ্চুরির সংখ্যা ১৯। এই ম্যাচে বিরাট শতরান করলে সচিন ও তাঁর দেশের মাটিতে সেঞ্চুরির সংখ্যা সমান হবে। ফলে মাস্টার ব্লাস্টারকে ছুঁতে খুব একটা দূরে নেই কোহলি।
সচিন তেন্ডুলকর ঘরের মাঠে ১৬৪ ম্যাচে ২০টি ওডিআই সেঞ্চুরি করেছেন। অন্যদিকে বিরাট কোহলি করেছেন ১০১টি ম্যাচে ১৯টি সেঞ্চুরি। রান-মেশিন কোহলির ওয়ানডে ক্রিকেটে মোট ১২,৪৭১ রান। একদিনের ম্যাচে সর্বকালের সর্বোচ্চ প্রথম ৫ জন রান সংগ্রহকারীর তালিকায় ঢুকতে গেলে কোহলিকে এখনও করতে হবে ১৮০ রান। সেই পাঁচ জনের তালিকায় রয়েছেন সচিন, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, সনৎ জয়সূর্য ও মাহেলা জয়বর্ধন।
অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে কোহলি ও সচিন আটটি করে সেঞ্চুরি করেছেন। একদিনের ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে আর কোনও ক্রিকেটার এতগুলি সেঞ্চুরি করেননি। কিংবদন্তি তেন্ডুলকার শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪টি ওয়ানডেতে ৩,১১৩ রান করেছিলেন। কোহলি এখন পর্যন্ত ৪৭টি ওডিআই ম্যাচে ২২২০ রান করেছেন।
এই ম্যাচে বিরাট যদি সেঞ্চুরি করেন তাহলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুর করার নজির গড়বেন তিনি। সেই সঙ্গে দেশের মাটিতে সচিন তেন্ডুলকরের করা ২০টি সেঞ্চুরির একই আসনে বসবেন কোহলি।