বাংলা নিউজ > ময়দান > IND vs SL: হাসপাতাল থেকে ছাড়া পেলেও সিরিজ জয়ের ছবি তোলার জন্যও আসতে পারলেন না ইশান কিষাণ

IND vs SL: হাসপাতাল থেকে ছাড়া পেলেও সিরিজ জয়ের ছবি তোলার জন্যও আসতে পারলেন না ইশান কিষাণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়ের ট্রফি হাতে টিম ইন্ডিয়া। ছবি- টুইটার (@BCCI)।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কুমারার বাউন্সারে মাথায় আঘাত পান ইশান কিষাণ।

 তৃতীয় টি-টোয়েন্টিতে ছয় উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কাকেও হোয়াইটওয়াস করতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের পর স্বাভাবিকভাবেই আন্দদে মাতেন ভারতীয় তারকা। তবে এসবের মধ্যে একজন ভারতীয় ক্রিকেটার অনুপস্থিত ছিলেন। তিনি আর কেউ নন ইশান কিষাণ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে লাহিরু কুমারার বলে পল করতে গিয়ে ইশানের হেলমেটে বল লাগে। এর জেরে ম্যাচ শেষেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সিটি স্ক্যান করা হলে, সেখানে অস্বভাবাবিক কিছু ধরা পড়েনি বলেই বিসিসিআইয়ের তরফে জানানো হয়। তবে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি ইশান। এমনকী ম্যাচ শেষে সিরিজ জয়ের ট্রফি হাতে দলের ছবি তোলার সময়ও ইশানকে দেখা যায়নি।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ইশানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছে বিসিসিআইয়ের মেডিক্যাল দল। কনকাশনের কোনো লক্ষণ তাঁর মধ্যে দেখা যাচ্ছে কিনা, সেই বিষয়েই নজর রাখা হচ্ছে। এখনও এমন কিছু দেখা যাওয়ার রিপোর্ট না পাওয়া গেলেও তাঁকে নাকি হোটেলে নিজের রুমের মধ্যেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাই ভারতীয় দল হোটেলে ফিরে গেলেও সেখানেও দলের সেলিব্রেশনে ইশান যোগ দেননি। 

রিপোর্ট অনুযায়ী ইশানকে ভারতীয় মেডিক্যাল দল পরবর্তী দুই দিন অন্তত কোনোরকম অনুশীলনে যোগদান করা থেকেও বিরত রেখেছেন। তিনি অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের অংশ নন। তাই সরাসরি এরপর ইশানকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল খেলতেই দেখা যাবে। আইপিএলে এবারে তাঁকে সবচেয়ে বেশি মূল্যে আবারও দলে ফিরিয়ে এনেছে মুম্বই ফ্রাঞ্চাইজি।

বন্ধ করুন