India vs Sri Lanka ODI: এবছরেই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলবে ভারত। তার প্রস্তুতিতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ থেকে টিম ইন্ডিয়া কোন কোন ইতিবাচক দিকের হদিশ পেল দেখে নিন।
1/5চলতি বছরেই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ খেলবে ভারত। তার আগে বছরের শুরুতেই বিরাট কোহলির দুরন্ত ফর্ম টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে ২টি শতরান-সহ ২৮৩ রান করেন বিরাট। এতে ভারতীয় দল যতটা আত্মবিশ্বাস পাবে, প্রতিপক্ষরা নিশ্চিতভাবে ঠিক ততটাই আতঙ্কিত হবে কোহলিকে নিয়ে। ছবি- এএনআই।
2/5মহম্মদ সিরাজ বেশ কিছুদিন ধরেই বল হাতে ধারাবাহিক। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে তিনি বুঝিয়ে দিলেন, কতটা পরিণত হয়ে উঠেছেন। ভারত বুমরাহর মতো বোলারের অভাব টের পায়নি সিরাজের জন্যই। বিশেষ করে পাওয়ার প্লে-তে উইকেট তোলার দক্ষতা সিরাজকে এই সিরিজে আলাদা পরিচিতি এনে দিয়েছে। তিনি ২ দলের মধ্যে সব থেকে বেশি ৯টি উইকেট নিয়েছেন। ছবি- পিটিআই।
3/5বিশ্বকাপের আগে ভারত সঠিক কম্বিনেশন খুঁজে পেতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে নিশ্চিত। তবে ওপেনে গিল যে রকম ধারাবাহিকতা দেখালেন, তাতে নিশ্চিন্ত হতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইশান কিষাণ বাংলাদেশ সফরে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ডাবল সেঞ্চুরি করলেও ওপেনে গিল নিজের জায়গা কার্যত পাকা করে ফেলেন। তিন ম্যাচে তিনি ১টি সেঞ্চুরি ও ১টি অর্ধশতরান-সহ দু'দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২০৭ রান করেন। ছবি- বিসিসিআই টুইটার।
4/5দু'টি ম্যাচে মাঠে নেমে কুলদীপ দু'দলের স্পিনারদের মধ্যে সব থেকে বেশি ৫টি উইকেট সংগ্রহ করেন। উইকেটটেকিং বোলার হিসেবে ফের নিজের কার্যকরীতা প্রমাণ করলেন তিনি। বিশ্বকাপের আগে কুলদীপের এমন পারফর্ম্যান্স নিশ্চিতভাবেই আস্বস্ত করবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। ছবি- এপি।
5/5বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারত তাদের কম্বিনেশনে অন্তত ২টি ক্ষেত্রে ইতিবাচক সংকেত পায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজে। প্রথমত, রোহিত-গিলের ওপেনিং জুটি আত্মবিশ্বাস জোগাচ্ছে রাহুল দ্রাবিড়দের। দ্বিতীয়ত, বুমরাহর অনুপস্থিতিতে শামি-সিরাজ জুটি যেভাবে নতুন বলে আগুন ঝরান, তাতে পেস বোলিং বিভাগ নিয়ে দুশ্চিন্ত কমবে টিম ম্যানেজমেন্টের। ছবি- এপি।