বাংলা নিউজ > ময়দান > IND vs SL: ফের দুরন্ত সেঞ্চুরি- সচিনের জোড়া নজির ভাঙলেন কোহলি, হল বিশ্বরেকর্ড

IND vs SL: ফের দুরন্ত সেঞ্চুরি- সচিনের জোড়া নজির ভাঙলেন কোহলি, হল বিশ্বরেকর্ড

বিরাট কোহলি।

একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নিরিখে এত দিন যৌথ ভাবে শীর্ষে ছিলেন সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলি। এ বার সচিনকে ছাপিয়ে গেলেন কোহলি। গড়লেন বিশ্বরেকর্ড। এ দিন সচিনের জোড়া রেকর্ড ভেঙেছেন বিরাট।

ফের বিরাট ঝড়। তিরুঅনন্তপুরমে তৃতীয় এক দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরকেও ছাপিয়ে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। একটি নয়, সচিনের জোড়া রেকর্ড ভাঙলেন তিনি। সেই সঙ্গে একটি নির্দিষ্ট টিমের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার নজির গড়লেন কোহলি।

বিরাটের ব্য়াটে এ দিন একাধিক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে গেল। লেখা হল নতুন ইতিহাস। কোহলি টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। সেই সঙ্গে এ দিন তিনি নতুন করে বুঝিয়ে দিলেন যে, তিনি যে দিন ফর্মে থাকেন, সেই দিন বিপক্ষ বোলাররা নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হন। রবিবার তিরুঅনন্তপুরমেও ঠিক তাই হল।

আরও পড়ুন: ভিডিয়ো- ধোনির মতো হেলিকপ্টার শটে ৯৭ মিটারের লম্বা ছক্কা, ৮টি ছয় মেরে নজির কোহলির

কোহলি তাঁর ক্যারিয়ারের ৪৬তম আন্তর্জাতিক ওয়ানডে শতরানের সঙ্গ সঙ্গে কিংবদন্তি সচিনের জোড়া রেকর্ড ভেঙে দিলেন। একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নিরিখে এত দিন যৌথ ভাবে শীর্ষে ছিলেন সচিন এবং কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান রয়েছে সচিনের। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করেছিলেন কোহলি। তিরুঅনন্তপুরমে ১০ নম্বর শতরান এল। অর্থাৎ, একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নজির গড়লেন কোহলি।

এ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ওডিআই-এ কোহলি ৯টি সেঞ্চুরি করেছেন। কোহলি এবং সচিনের পর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলিও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ৮টি সেঞ্চুরি করেছেন। আর সচিনের আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮টি শতরানের নজির রয়েছে।

আরও পড়ুন: কোহলির চার বাঁচাতে গিয়ে সংঘর্ষ ২ লঙ্কার প্লেয়ারের মধ্যে, মাঠ ছাড়লেন স্ট্রেচারে- ভিডিয়ো

অন্য আরও একটি পরিসংখ্যানে সচিনকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। ঘরের মাঠে সচিনের ঝুলিতে ছিল ২০টি আন্তর্জাতিক ওয়ানডে শতরান। ১৬৪ ম্যাচে সচিন সেই নজির গড়েছিলেন। কোহলি ঘরের মাঠে ২১তম ওয়ানডে শতরান করে ফেললেন ১০৫টি ম্যাচ খেলে।

এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোহলি এখন বিশ্বের সর্বাধিক রান করা ক্রিকেটারদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন। কোহলি টপকে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে। ২৬৯ ম্যাচে তাঁর রান ১২৭৫৪। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের সংগ্রহ ছিল ১২৬৫০। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন। তাঁর রান ১৮৪২৬।

বিরাট কোহলি এ দিন ঝড়ো মেজাজে ১১০ বলে অপরাজিত ১৬৬ করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ১৩টি চার এবং ৮টি ছক্কা দিয়ে। তাঁর এই ইনিংসের হাত ধরেই ৫ উইকেটে ভারত ৩৯০ রানের পাহাড় সমান স্কোর করে। কোহলি ছাড়াও সেঞ্চুরি করেছেন শুভমন গিল। তাঁর সংগ্রহ ১১৬ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন