বাংলা নিউজ > ময়দান > IND vs SL Live: সিরিজের প্রথম ম্যাচে ২ রানে শ্রীলঙ্কাকে হারাল হার্দিকের ভারত
অভিষেক ম্যাচেই চার উইকেট শিকার করলেন শিবম মাভি (ছবি-এপি)

IND vs SL Live: সিরিজের প্রথম ম্যাচে ২ রানে শ্রীলঙ্কাকে হারাল হার্দিকের ভারত

ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২ রানে জিতল ভারত। সিরিজের প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খুব কম রান রক্ষা করল হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়া। এই ম্যাচটি উভয় দলের কাছে ২০২৩ সালের প্রথম ম্যাচ এবং উভয় দলই একটি জয় দিয়ে শুরু করতে চেয়েছিল। এই একটি ম্যাচ ভারতের জন্য একটি নতুন সূচনা দিল। এই ম্যাচ জিতে সিরিজে ভালো শুরু করলেন হার্দিকে তরুণ টিম ইন্ডিয়া।

নতুন বছরের প্রথম জয় পেল টিম ইন্ডিয়া। বড় পরীক্ষা সফল হলেন হার্দিক পান্ডিয়া। অভিষেক ম্যাচেই চার উইকেট শিকার করলেন শিবম মাভি।

03 Jan 2023, 10:44:03 PM IST

জিতল ভারত

সিরিজের প্রথম ম্যাচে ২ রানে জিতল ভারত। শেষ ওভারে দুরন্ত বোলিং করে 

03 Jan 2023, 10:34:53 PM IST

৬ বলে দরকার ১৩ রান

জমে উঠেছে সিরিজের প্রথম ম্যাচ। জিততে হলে শ্রীলঙ্কার দরকার ১ ওভারে ১৩ রান। শেষ ওভারে বল করতে আসছেন অক্ষর প্যাটেল।

03 Jan 2023, 10:25:45 PM IST

আবার উইকেট নিলেন মাভি

অভিষেক ম্য়াচেই চার উইকেট শিকার নিলেন শিবম মাভি। চার ওভারে ২

03 Jan 2023, 10:20:31 PM IST

শ্রীলঙ্কার সপ্তম উইকেটের পতন

উমরান মালিকের ১৫৫ কিলোমিটার গতির বলে আউট হলেন শানাকা। ১৬. ৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১২৯/৭ রান।

03 Jan 2023, 10:12:44 PM IST

১৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১২৩/৬

জমে উঠেছে শেষ চার ওভারের খেলা। শ্রীলঙ্কাকে জিততে হলে ২৪ বলে ৪০ রান দরকার।

03 Jan 2023, 10:07:31 PM IST

৬ নম্বর উইকেটের পতন 

হাসারাঙ্গাকে আউট করলেন শিবম মাভি। ১০৮ রানে শ্রীলঙ্কার ৬ নম্বর উইকেট পড়ল। 

03 Jan 2023, 09:52:23 PM IST

১২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮০/৫

১২ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ৮০/৫ রান। শেষ আট ওভারে দেখার ম্যাচের গতি কোন দিকে যায়।

03 Jan 2023, 09:46:43 PM IST

আউট…

ভারতের পক্ষে শ্রীলঙ্কার পঞ্চম উইকেটটি শিকার করলেন হার্ষাল প্যাটেল। সমস্যায় পড়েছে শ্রীলঙ্কা। জিততে হলে শ্রীলঙ্কার প্রয়োজন ৫৬ বলে ৯৫ রান। তবে এই সময় ক্যাচ নিতে গিয়ে চোট পেলেন হার্দিক। শ্রীলঙ্কার স্কোর ১০.৪ ওভারে ৬৮/৫ রান। 

03 Jan 2023, 09:36:55 PM IST

৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫৭/৪

সমস্যায় টিম শ্রীলঙ্কা। ম্যাচ জিততে হলে এখনও শ্রীলঙ্কার প্রয়োজন ৬৬ বলে ১০৬ রান। তাদের হাতে রয়েছে ৬ উইকেট।  

03 Jan 2023, 09:32:37 PM IST

আউট…

শ্রীলঙ্কার চার নম্বর উইকেট শিকার করলেন হার্ষাল প্যাটেল। ৫১ রানে ৪ উইকেট হারাল শ্রীলঙ্কা।

03 Jan 2023, 09:29:02 PM IST

আউট…

এবার উইেট তুলে নিলেন উমরান মালিক। দুরন্ত ক্যাচ নিয়ে আশালাঙ্কাকে ফেরালেন ইশান কিষাণ। আট ওভার শেষে ৪৭ রানে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা। জিততে হলে শ্রীলঙ্কার প্রয়োজন ৭২ বলে ১১৬ রান। 

03 Jan 2023, 09:20:57 PM IST

৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩৫/২

শেষ হল পাওয়ার প্লে। ৩৫ রানে ২ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ম্যাচ জিততে হলে শ্রীলঙ্কার দরকার ৮৪ বলে ১২৮ রান।

03 Jan 2023, 09:11:41 PM IST

৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২৪/২

দারুণ শুরু করলেন শিবম মাভি। শ্রীলঙ্কার ২টি উইকেট শিকার করলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন এই তারকা। 

03 Jan 2023, 09:10:22 PM IST

আউটটট

২৪ রানে শ্রীলঙ্কা হারাল ২টি উইকেট। সমস্য়ায় শ্রীলঙ্কা। অভিষেক ম্যাচে দুটি উইকেট শিকার করে নিলেন শিবম মাভি। 

03 Jan 2023, 09:05:52 PM IST

৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৬/১

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১৬/১ রান।   

03 Jan 2023, 09:00:14 PM IST

আউট…

ইন সুইং করে নিশাঙ্কাকে আউট করলেন শিবম মাভি। অভিষেক ম্যাচে নিজের প্রথম ওবারে দুটো চার হজম করার পরে নিশাঙ্কাকে বোল্ড করলেন KKR-এর প্রাক্তন তারকা। ২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১২?১

03 Jan 2023, 08:54:19 PM IST

প্রথম ওভার বল করলেন হার্দিক

প্রথম ওভারে বল করতে এলেন হার্দিক পান্ডিয়া। প্রথম ওভারেই দারুণ শুরু করলেন ভারতের ক্যাপ্টেন। প্রথম ওভারে শ্রীলঙ্কার স্কোর ৩ রান।  

03 Jan 2023, 08:42:16 PM IST

দীপক-অক্ষরের লড়াই

৩৫ বলে ৬৮ রানের জুটি গড়ে ভারতের ইনিংসকে সামলালেন দীপক হুডা ও অক্ষর প্যাটেল। ১৪.১ ওভারে  যখন ৯৪ রানে আউট হয়ে যায় তারপর ব্যাট হাতে লড়াই চালান দুই তারকা। ভারত নির্ধারিত ২০ ওভারে তুলল ১৬২?৫ রান।

03 Jan 2023, 08:35:41 PM IST

১৯ ওভারে ভারতের স্কোর ১৪৯/৫

দীপক হুডা ২৯ ও অক্ষর প্যাটেল ৩০ রান করে ক্রিজে রয়েছেন। বাকি ৬ বলে কী হয় সেটাই দেখার।

03 Jan 2023, 08:29:56 PM IST

১৮ ওভারে ভারতের স্কোর ১৩৪/৫

ইনিংস সামলে খেলছেন দীপক হুডা ও অক্ষর প্যাটেল। শেষ ২ ওভারে ভারত কত করে সেটাই দেখার।

03 Jan 2023, 08:19:04 PM IST

১৫ ওভারে ভারতের স্কোর ১০১/৫

চাপে টিম ইন্ডিয়া। ১৫ ওভারের শেষে ১০১ রান করল ভারত। তবে তার মধ্যে ৫ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।

03 Jan 2023, 08:15:10 PM IST

পঞ্চম উইকেটের পতন

২৭ বলে ২৯ রান করে আউট হলেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের স্কোর ১৪.১ ওভারে ৯৪/৫ রান।

03 Jan 2023, 08:01:35 PM IST

১১ ওভারে ৭৮/৪ ভারত

১১ ওভার শেষে ভারত স্কোর বোর্ডে চার উইকেট হারিয়ে ৭৮ রান তুলল। ক্রিজে রয়েছেন হার্দিক ও হুডা।  

03 Jan 2023, 07:59:38 PM IST

আউট হলেন ইশান কিষাণ

২৯ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরলেন ইশান কিষাণ। হাসারাঙ্গার বলে ধনঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইশান কিষাণ।

03 Jan 2023, 07:50:20 PM IST

৯ ওভারে ৬৪/৩

৯ ওভারের শেষে ভারতের স্কোর তিন উইকেটে ৬৪ রান। ক্রিজে ১৭ রান করে ক্রিজে রয়েছেন হার্দিক। ২৫ রান করে ক্রিজে রয়েছেন ইশান কিষাণ। 

03 Jan 2023, 07:40:34 PM IST

আউট সঞ্জু

পাঁচ রান করে আউট সঞ্জু স্যামসন। সমস্যায় হার্দিকের টিম ইন্ডিয়া। ৬.৫ ওভারে ৪৬ রান করে ৩ উইকেট হারাল ভারত। 

03 Jan 2023, 07:32:58 PM IST

আউট সূর্য

ভারত দ্বিতীয় উইকেট হারাল। ব্যাক্তিগত সাত রান করে করুনারত্নের বলে রাজাপক্ষের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব। ভারতের স্কোর ৫.১ ওভারে ৩৮ রান।

03 Jan 2023, 07:25:46 PM IST

চার ওভারে ৩৪/১

চার ওভার শেষে ভারতের স্কোর এক উইকেটে ৩৪ রান। ব্যাট হাতে ক্রিজে রয়েছেন ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। 

03 Jan 2023, 07:18:24 PM IST

আউট শুভমন গিল

অভেষক ম্যাচটা ভালো হল না। সাত রানের আউট হয়ে সাজঘরে ফিরলেন শুভমন গিল। মাহিশ থিকশানার হাতে শিকার হন তিনি।

03 Jan 2023, 07:14:57 PM IST

২ ওভার শেষ স্কোর ২৬

দ্বিতীয় ওভার শেষে ভারতের স্কোর ২৬ রান। ইশান করেছেন ১৮ রান এবং গিল করেছেন ৭ রান।

03 Jan 2023, 07:07:58 PM IST

প্রথম ওভারে ১৭ রান

ব্যাট হাতে ঝড় তুললেন ইশান কিষাণ। প্রথম ওভারে ১৬ রান নিলেন ইশান কিষাণ।

03 Jan 2023, 06:45:06 PM IST

টিম ইন্ডিয়ার একাদশ

টিম ইন্ডিয়ার একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, দীপক হুডা, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল।

03 Jan 2023, 06:33:35 PM IST

টস জিতে ফিল্ডিং নিল শ্রীলঙ্কা

বছরের প্রথম ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং নিল শ্রীলঙ্কা। ফলে বছরের প্রথমে শুরু হার্দিকের কঠিন পরীক্ষা। ব্যাট করবে ভারতীয় দল।

03 Jan 2023, 06:28:50 PM IST

শুভমন গিল ও শিবম মাভি পেলেন ক্যাপ

শুভমন গিল ও শিবম মাভির হাতে ক্য়াপ তুলে দেওয়া হল। টি টোয়েন্টি দলে এই প্রথম ভারতীয় টিমে জায়গা পেলেন দুই তারকা।

03 Jan 2023, 06:24:26 PM IST

পরীক্ষার সামনে হার্দিক

টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পান্ডিয়ার সামনে এই সিরিজে অনেক চ্যালেঞ্জ রয়েছে। পান্ডিয়ার সামনে প্রথম সমস্যা ওপেনিং জুটি। এই সিরিজে নেই রোহিত শর্মা, না কেএল রাহুল বা বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে ওপেনিং জুটি কী হবে তা নিয়ে ধাঁধায় পড়তে হবে পান্ডিয়াকে। ইশান কিষাণের নাম নিশ্চিত হলেও শুভমন গিল তার সঙ্গে আসেন নাকি রুতুরাজ গায়কওয়াড় তা দেখতে হবে।

03 Jan 2023, 06:24:26 PM IST

নতুন করে শুরু করবেন পান্ডিয়া

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শীঘ্রই শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ টিম ইন্ডিয়া এবং হার্দিক পান্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পান্ডিয়া ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক এবং তিনি চান টিম ইন্ডিয়া তার অধীনে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে নতুন উচ্চতা স্পর্শ করুক। টিম ইন্ডিয়াও চাইছে নতুন বছর জয়ের সঙ্গে শুরু করতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.