বাংলা নিউজ > ময়দান > IND vs SL: পন্ত ধামাকা, ৪ রানের জন্য মিস শতরান, দিনের শেষে ৬উইকেট হারিয়েও ৩৫০ পার করে ভারত
মোহালিতে দুরন্ত ছন্দে পন্ত। ছবি- পিটিআই। (PTI)

IND vs SL: পন্ত ধামাকা, ৪ রানের জন্য মিস শতরান, দিনের শেষে ৬উইকেট হারিয়েও ৩৫০ পার করে ভারত

শুক্রবার মোহালি ছিল বিরাট কোহলিময়। কিন্তু দিনের শেষে বিরাট ভক্তরা নিরাশ হলেন বটে। কোহলি যে তাঁর শততম টেস্টের প্রথম ইনিংসেও অধরা সেঞ্চুরি করতে পারলেন না। ৪৫ করে আউট হন তিনি। তবে কোহলি এ দিন ভারতের ষষ্ঠ ব্যাটার হিসেবে ৮০০০ রানের মাইলস্টোন পার করেছেন।

৯৭ বলে ঝড়ো ৯৬ রান করেন ঋষভ পন্ত। মাত্র ৪ রানের জন্য শতরান হাতছাড়া করেন তিনি। ৭৩ বলে ৫০ রান করেছিলেন পন্ত। তার পর মাত্র ২৪ বলে পন্ত করেন ঝড়ো ৪৬ রান। একেবারে টি-টোয়েন্টির মেজাজে। তাঁর হাত ধরেই ভারত প্রথম দিনের শেষে ৩৫০-এর গণ্ডি টপকে যায়। তবে এই নিয়ে পন্ত ৯০-এর ঘরে পাঁচ বার আউট হলেন। অর্থাৎ পাঁচ বার শতরানের খুব কাছে পৌঁছেও সেঞ্চুরি করা হয়নি তাঁর।

04 Mar 2022, 05:40:49 PM IST

প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৭/৬

প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে করে ফেলল ৩৫৭ রান। ঋষভ পন্তের ৯৬ রানের সৌজন্যেই প্রথম দিনের শেষে অক্সিজেন পেয়ে গেল ভারত। বরং এ বার চাপে থাকার কথা শ্রীলঙ্কার। রবীন্দ্র জাদেজা ৮২ বলে ৪৫ রান করে এবং রবিচন্দ্রন অশ্বিন ১১ বলে ১০ রান করে ক্রিজে রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের লক্ষ্য হবে, লাঞ্চের আগেই শ্রীলঙ্কার কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দেওয়া। শ্রীলঙ্কা অবশ্য চাইবে, দ্বিতীয় দিনের শুরুতেই ভারতের বাকি ৪ উইকেট যতটা কম রানে সম্ভব তুলে নিতে।

04 Mar 2022, 04:42:10 PM IST

শতরান হাতছাড়া পন্তের

৯৭ বলে ৯৬ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলে আউট হলেন ঋষভ পন্ত। নিজের শতরানের দিকে তড়তড়িয়ে ছুটছিলেন পন্ত। তবে নতুন বলে প্রথম ওভারেই শ্রীলঙ্কাকে বড় সফলতা এনে দিলেন সুরঙ্গা লাকমল। ক্রিজে নতুন ব্যাটার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের স্কোর ৩৩২-৬। প্রসঙ্গত, এই নিয়ে পাঁচ নম্বর বার ৯০-র ঘরে আউট হলেন পন্ত।

04 Mar 2022, 04:37:21 PM IST

শতরানের পার্টনারশিপ পন্ত- জাদেজার

গুরুত্বপূর্ণ সময়ে ভারতের হয়ে ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে মিলে শতরানের পার্টনারশিপ করেন পন্ত। ১০৮ বলে ১০০ রানের পার্টনার গড়েন দুই বাঁ-হাতি তারকা। ৮০ ওভার শেষে ভারতের স্কোর ৩৩০-৫। শতরানের দোরগোড়ায় পন্ত। ৯৫ রানে ব্যাট করছেন তিনি। জাদেজা খেলছেন ৩৪ রানে। শ্রীলঙ্কা এখন চাইলেই দ্বিতীয় নতুন বল নিতে পারে।

04 Mar 2022, 04:16:15 PM IST

৩০০ পার করল ভারতীয় দল

৭৬তম ওভারের তিন নম্বর বলে ৩০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী রূপ ধারণ করেছেন পন্ত। গত দুই ওভারে তাঁর ব্যাট থেকেই তিনটি ছক্কা ও তিনটি চার এসেছে। ৭৬ ওভার শেষে ভারতের স্কোর ৩১০-৫। পন্ত খেলছেন ৮২ রানে, জাদেজার সংগ্রহ ২৭ রান।

04 Mar 2022, 04:01:00 PM IST

অর্ধশতরান পন্তের

৭৩ বলে নিজের টেস্ট কেরিয়ারের অষ্টম অর্ধশতরান পূরণ করলেন ঋষভ পন্ত। রবীন্দ্র জাদেজার সঙ্গে ইতিমধ্যেই জুটি বেঁধে ৪৫ রান যোগ করে ফেলেছেন পন্ত। ৭৪ ওভার শেষে ভারতের স্কোর ২৭৩-৫।

04 Mar 2022, 03:41:41 PM IST

ভারত প্রথম ইনিংসে ৭০ ওভারে ২৫৬/৫

৭০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৫৬। ৬৫ বলে ৪৪ রান পন্তের। ৩৪ বলে ১১ রান জাদেজার। 

04 Mar 2022, 03:40:06 PM IST

২৫০ পার করে ফেলল ভারত

৬৭.৩ ওভারে ১টি চার মারেন জাদেজা। সেই সঙ্গে ভারত পার করে ফেলল ২৫০ রান। ৬৮ ওভারের শেষে ৫ উইকেটে ২৫২ রান ভারতের। ৫৭ বলে ২১ রান পন্তের। ৩০ বলে ১১ রান জাদেজার।

04 Mar 2022, 03:27:04 PM IST

ভারত প্রথম ইনিংসে ৬৫ ওভারে ২৪১/৫

৬৫ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৪১ রান। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (৫০ বলে ৩৮ রান) এবং রবীন্দ্র জাদেজা (১৯ বলে ৩ রান)।

04 Mar 2022, 03:12:20 PM IST

শ্রেয়সকে ফেরালেন ধনঞ্জয়

ধনঞ্জয় ডি'সিলভার বলে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার। ৪৮ বলে ২৭ রান করে এলবিডব্লিউ হন শ্রেয়স। তবে ডিআরএস নিয়েছিলেন তিনি। কিন্তু তাতেও দেখা যায়, তিনি স্পষ্ট আউট ছিলেন। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার রবীন্দ্র জাদেজা। ৬১.১ ওভারে ৫ উইকেটে ২২৮ রান ভারতের।

04 Mar 2022, 03:02:02 PM IST

ভারত প্রথম ইনিংসে ৬০ ওভারে ২২৪/৪

৬০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান করে ফেলেছে ভারত। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার (৪৭ বলে ২৭ রান) এবং ঋষভ পন্ত (৪০ বলে ২৪ রান)।

04 Mar 2022, 02:42:46 PM IST

চা বিরতির পরেই ২০০ পার করল ভারত

৫৪.৩ ওভারে ২০০ রানে পৌঁছয় ভারত। ৫৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেট হারিয়ে ২০৪ রান। ২৯ বলে ১৬ রান পন্তের। ২৮ বলে ১৫ রান শ্রেয়স আইয়ারের।

04 Mar 2022, 02:29:56 PM IST

চা-পানের বিরতি

চা পানের বিরতির আগে পর্যন্ত ৫৩ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করেছে। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার (২৫ বলে ১৪ রান) এবং ঋষভ পন্ত (২০ বলে ১২ রান)।

04 Mar 2022, 02:02:08 PM IST

ভারত প্রথম ইনিংসে ৫০ ওভারে ১৯২/৪

ভারত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে ফেলেছেন। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (১৪ বলে ১১ রান) এবং শ্রেয়স আইয়ার (১৩ বলে ৮ রান)।

04 Mar 2022, 01:42:53 PM IST

হনুমাকে ফেরালেন বিশ্ব ফার্নান্দো

১২৮ বলে ৫৮ রান করে বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হলেন হনুমা বিহারী। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার শ্রেয়স আইয়ার। ৪৬.৩ ওভারের মধ্যে রোহিত, মায়াঙ্ক, কোহলি, হনুমার উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে গেল ভারত।

04 Mar 2022, 01:39:15 PM IST

ভারত প্রথম ইনিংসে ৪৫ ওভারে ১৭৩/৩

৪৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান ভারতের। হনুমা ৫৭ রান (১১৮ বলে) করে অপরাজিত রয়েছেন। ঋষভ পন্তের সংগ্রহ ২ রান (৬ বলে)।

04 Mar 2022, 01:30:53 PM IST

আউট হলেন কোহলি

শেষ পর্যন্ত কোহলি ভক্তরা নিরাশই হলেন। সেঞ্চুরি তো দূরের কথা, ১০০তম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরানও হল না কিং কোহলির। ৭৬ বলে ৪৫ করে সাজঘরে ফিরলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এমবুলদেনিয়ার বলে একেবারে বোল্ড হন কোহলি। স্বাভাবিক ভাবেই হতাশ মোহালি। নিরাশ কোহলি ভক্ত সহ ভারতীয় ক্রিকেট মহল।

04 Mar 2022, 01:09:34 PM IST

কোহলির ৮০০০ রান পূরণ

বিশ্ব ফার্নান্দোর ওভারে ৩৮.২ বলে কোহলি ১ রান নেন। এই ১ রানের হাত ধরে ৩৮-এ পৌঁছন কোহলি। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ৮০০০ রান পূরণ করে ফেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১০০টি টেস্ট ৮০০০ রানের পূরণ করার মাইলস্টোনও স্পর্শ করে ফেললেন কোহলি।

04 Mar 2022, 01:03:50 PM IST

১৫০ করে ফেলল ভারত

২ উইকেট হারিয়ে ভারত ১৫০ করে ফেলল। হনুমা-কোহলি ৭০ রানের পার্টনারশিপ গড়ে ফেলল। ৩৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫০ রান ভারতের। ৯৬ রানে ৫২ করে অপরাজিত হনুমা। কোহলির সংগ্রহ ৫৪ বলে ৩১ রান।

04 Mar 2022, 12:57:26 PM IST

হনুমার অর্ধশতরান

অর্ধশতরান করে ফেললেন হনুমা। ৯৩ বলে ৫০ পূ্র্ণ করেন তিনি। টেস্ট ক্রিকেটে এটি হনুমা বিহারীর পঞ্চম অর্ধশতরান। ৩৬ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৬ রান। হনুমার সঙ্গে বিরাট কোহলি ৫১ বলে ২৯ রান করে অপরাজিত আছেন।

04 Mar 2022, 12:50:05 PM IST

ভারত প্রথম ইনিংসে ৩৫ ওভারে ১৪৩/২

৪৮ (৮৯) করে ফেলেছেন হনুমা বিহারী। ২৮ (৪৯) করে অপরাজিত আছেন কোহলি। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৪৩ রান।

04 Mar 2022, 12:17:59 PM IST

লাঞ্চ বিরতির পর খেলা শুরু

লাঞ্চ বিরতির পর খেলা শুরু হতেই চার দিয়ে ইনিংস শুরু করেন হনুমা বিহারা। ২৭ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১৩। বিরাট কোহলি ২২ বলে ১৫ রান করে অপরাজিত রয়েছেন। আর হনুমা বিহারীর সংগ্রহ অপরাজিত ৬৫ বলে ৩৪ রান।

04 Mar 2022, 11:48:48 AM IST

লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ১০৯ রান

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত ভারত ২৬ ওভার খেলে ফেলেছে। তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৯। ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (৫৯ বলে ৩০ রান) এবং বিরাট কোহলি (২২ বলে ১৫ রান)।

04 Mar 2022, 11:31:50 AM IST

ভারত প্রথম ইনিংসে ২৫ ওভারে ১০৫/২

২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৫ রান ভারতের। বিরাট কোহলি ১৭ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন। আর হনুমা বিহারীর সংগ্রহ অপরাজিত ৫৮ বলে ২৯ রান।

04 Mar 2022, 11:29:54 AM IST

১০০ পার করে ফেলল ভারত

২৩তম ওভারের প্রথম বলেই ১০০ পার করে ফেলল ভারত। ২৩ ওভারের শেষে ২ উইকেটে ১০১ রান ভারতের। ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (২৯) এবং বিরাট কোহলি (৮)।

04 Mar 2022, 11:12:30 AM IST

ম্য়াচ শুরুর আগে আগে সংবর্ধনা দেওয়া হয় কোহলিকে

বিরাট কোহলির ১০০তম টেস্টের আগে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই-এর তরফে। তাঁর হাতে দলের কোচ রাহুল দ্রাবিড় তুলে দেন ১০০তম টেস্টের ক্যাপ। সঙ্গে দেওয়া হয় একটি বিশেষ স্মারক। বিরাট কোহলির সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা।

04 Mar 2022, 11:11:28 AM IST

ক্রিজে নামলেন কোহলি

মায়াহ্ক আউট হলে ১০০তম টেস্ট খেলতে ক্রিজে এলেন কোহলি। কোহলিকে ঘিরে তেতে রয়েছে মোহালি। উন্মাদনায় ফুটছে ভারতীয় ক্রিকেট মহল। কোহলিকে কি পারবেন, এই টেস্টকে স্মরণীয় করে রাখতে? তাঁর শতরানের দিকে তাকিয়ে গোটা ভারত।

04 Mar 2022, 11:09:30 AM IST

মায়াঙ্ক আউট

৪৯ বলে ৩৩ রান করে লাসিথ এমবুলদেনিয়ার বলে এলবিডব্লিউ হন মায়াঙ্ক আগরওয়াল। ১৮.৩ ওভারে ৮০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত। 

04 Mar 2022, 10:50:30 AM IST

ভারত প্রথম ইনিংসে ১৫ ওভারে ৭৫/১

৪৩ বলে ৩২ করে ফেলেছে মায়াঙ্ক। ২১ বলে ১২ রান হনিমার। ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭৫ রান ভারতের।

04 Mar 2022, 10:25:25 AM IST

রোহিতকে ফেরালেন লাহিরু কুমারা

১০তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে লাহিরু কুমারাকে পরপর দু'টো চার মেরেছিলেন। কিন্তু পঞ্চম বলে লাকমলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। ২৮ বলে তিনি করেন ২৯। তাঁর পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার হনুমা বিহারী। হনুমার কাছে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ রয়েছে।১০ ওভার শেষে ভারত ১ উইকেট হারিয়ে করেছে ৫৩ রান। ৩৩ বলে ২৩ রান মায়াঙ্কের। ১ বল খেলে ১ রান হনুমা বিহারীর।

04 Mar 2022, 09:57:15 AM IST

ভারত প্রথম ইনিংসে ৫ ওভারে ২৩/০

৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৩ রান ভারতেরষ মায়াঙ্কের সংগ্রহ ২০ বলে ১৩ রান। রোহিত করেছেন ১১ বলে ৯ রান।

04 Mar 2022, 09:52:25 AM IST

ভারত প্রথম ইনিংসে ৪ ওভারে ১৮/০

এই ওভারে হল মোট ১৩ রান। ৪ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১৮ রান ভারতের। রোহি শর্মার সংগ্রহ ১১ বলে ৯ রান। ১৩ বলে ৯ রান মায়াঙ্কের। এই ওভারে মায়াঙ্ক দু'টি এবং রোহিত একটি চার মেরেছেন।

04 Mar 2022, 09:47:27 AM IST

ভারত প্রথম ইনিংসে ৩ ওভারে ৫/০

রোহিত শর্মা এই ওভারে একটি চার মারেন। যার নিট ফল, ৩ ওভার শেষে ভারতের স্কোর কোনও উইকেট না হারিয়ে ৫ রান। ৮ বলে ৫ রোহিতের। মায়াঙ্ক ১০ বল খেলে এখনও খাতা খোলেননি।

04 Mar 2022, 09:41:51 AM IST

ভারত প্রথম ইনিংসে ২ ওভারে ১/০

দ্বিতীয় ওভারে ভারত রানের খাতা খুলেছে। ১ রান করেছেন রোহিত শর্মা। ২ বল খেলে ১ রান করেছেন ভারত অধিনায়ক। ১০ বল খেলে কোনও রান করেননি মায়াঙ্ক।

04 Mar 2022, 09:40:02 AM IST

ভারত প্রথম ইনিংসে ১ ওভারে ০/০

প্রথম ওভারে রানের খাতা খুলতে পারেনি ভারত। প্রথম ওভারের ৬ বল খেলেছেন মায়াঙ্ক। তিনি কোনও রান করেননি।

04 Mar 2022, 09:33:51 AM IST

মোহালি আজ কোহলিময়

04 Mar 2022, 09:32:37 AM IST

খেলা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা এবং মায়াঙ্ক আগরওয়াল। বল হাতে ওপেন করেছেন শ্রীলঙ্কার লাকমল।

04 Mar 2022, 09:26:34 AM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

শ্রীলঙ্কার প্রথম একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, পাথুম নিসঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথু, ধনঞ্জয় ডি'সিলভা, চারিথ আসালঙ্কা, নিরোসন ডিকওয়েলা (উইকেটকিপ), সুরাঙ্গা লাকমল, লাসিথ এমবুলদেনিয়া, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।

04 Mar 2022, 09:25:14 AM IST

শ্রীলঙ্কার ৩০০ টেস্ট

শ্রীলঙ্কার জন্য এই টেস্ট ম্যাচ খুব স্পেশ্যাল। কারণ তারাও ৩০০ টেস্ট খেলতে নামছে। স্বাভাবিক ভাবে মোহালি টেস্ট বিশ্ব ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।

04 Mar 2022, 09:18:08 AM IST

ভারতের প্রথম একাদশ

এই টেস্টে ভারতের প্রথম একাদশ নিয়েও জল্পনা ছিল। কারণ এ বার টেস্ট সিরিজ থেকে অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা বাদ পড়েছেন। তাঁদের জায়গায় কে খেলবেন, তা নিয়ে ছিল জল্পনা। রোহিত, মায়াঙ্ক ওপেন করছেন। তিনে খেলছেন হনুমা বিহারী, আর পাঁচে নামবেন শ্রেয়স আইয়ার। ভাগ্যের শিকে ছেঁড়েনি শুভমন গিলের। চোট সারিয়ে দলে অশ্বিন। তবে কুলদীপ যাদবকে না খেলিয়ে কেন জয়ন্ত যাদবকে খেলানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

04 Mar 2022, 09:04:23 AM IST

টসে জিতে ব্যাটিং নিল ভারত

লাল-বলের প্রথম পূর্ণ অধিনায়ক হিসেবে প্রথম বার নীল ব্লেজার পরে টস করতে নেমেছিলেন রোহিত। আর প্রথম বারই টসে জিতলেন রোহিত। প্রথমে ব্যাটিং নিল ভারত। 

04 Mar 2022, 09:01:04 AM IST

রোহিতের চ্যালেঞ্জ

কোহলির শততম টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেট মহল যতটা আবেগপ্রবণ, রোহিতের নতুন ইনিংস নিয়ে কি সেই আবেগ কাজ করছে? রোহিতও যে আজ প্রথম লাল বলের ক্রিকেটে পূর্ণ অধিনায়ক হিসেবে নতুন ইনিংস শুরু করছেন। কিন্তু কোহলির মাইলস্টোনের বিচ্ছুরণে যেন আড়াল হয়ে গিয়েছে রোহিত। চণ্ডীগড়ের রাস্তায় বিরাটের শততম টেস্ট নিয়ে একাধিক বিজ্ঞাপন, মাঠে দর্শক ঢুকতে পারবে জানার পর টিকিটের জন্য লাইন, বিসিসিআই-এর তরফে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়দের বার্তা, এ সবই তো বিরাটের জন্য।

04 Mar 2022, 09:01:04 AM IST

কোহলির অধরা শতরান কী হবে?

৯৯টি টেস্টে কোহলি করেছেন ৭৯৬২ রান। ২৭টি শতরান রয়েছে তাঁর ঝুলিতে। যার মধ্যে প্রথমটি এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১২ সালে অ্যাডিলেডে। আর ২৭ নম্বরটি এসেছে কলকাতায়। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে গোলাপি বলের টেস্টে শতরান করেছিলেন বিরাট। তার পর থেকে এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেললেও শতরান আসেনি। টেস্টে বিরাটের দ্বিশতরানের সংখ্যা সাতটি। সচিন, সেহওয়াগ, দ্রাবিড়দের পিছনে ফেলে দিয়েছেন তিনি। সামনে শুধু তিন জন। ডন ব্রাডম্যান (১২), কুমার সাঙ্গাকারা (১১) এবং ব্রায়ান চার্লস লারা (৯)। ভারতীয়দের মধ্যে এই তালিকায় শীর্ষে বিরাটই।ভারতীয় ব্যাটারদের মধ্যে শতরানের তালিকায় চার নম্বরে বিরাট। তাঁর চেয়ে বেশি শতরান রয়েছে সুনীল গাভাসকর (৩৪), রাহুল দ্রাবিড় (৩৬) এবং সচিন তেন্ডুলকরের (৫১)। অনেকের আশা, সচিনের শততম শতরানের রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন তবে সেটা বিরাটই। ইতিমধ্যেই ৭১টি শতরান করে ফেলেছেন তিনি।

04 Mar 2022, 09:01:04 AM IST

কোহলির ১০০তম টেস্ট

কোহলির ১০০তম টেস্টকে ঘিরে একেবারে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল। ১০০ টেস্ট খেলাটা যে কেরিয়ারের অনেক বড় প্রাপ্তি। ভারতের ১২তম প্লেয়ার হিসেবে কোহলি এই নজির গড়তে চলেছেন। বিরাটের আগে সচিন তেন্ডুলকর (২০০), রাহুল দ্রাবিড় (১৬৩), ভিভিএস লক্ষ্মণ (১৩৪), অনিল কুম্বলে (১৩২), কপিল দেব (১৩১), সুনীল গাভাসকর (১২৫), দিলীপ বেঙ্গসরকার (১১৬), সৌরভ গঙ্গোপাধ্যায় (১১৩), ইশান্ত শর্মা (১০৫), হরভজন সিং (১০৩), বীরেন্দ্র সেহওয়াগ (১০৩) এই মাইলস্টোন স্পর্শ করেছেন। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভালো লড়াই করার মতন জায়গাতে থাকলে তবেই খেলবেন ফরাসি ওপেন! জানালেন নাদাল মশলায় ক্যানসার? ২ সংস্থার কারখানায় পরিদর্শন শুরু ভারতের, চাওয়া হল পুরো রিপোর্টও কমলা টুপির দৌড়ে পন্ত-সুদর্শনদের লম্বা জাম্প, পার্পেল ক্যাপের রেসে চারে কুলদীপ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত আপনারও অ্যানিমিয়া নেই তো! ৪ রকম ভাবে এই রোগ বিপাকে ফেলতে পারে হার্টকেও World Malaria Day 2024: সাবধান, ম্যালেরিয়া হতে পারে যে কোনও সময়ে! কীভাবে বাঁচবেন হীরামান্ডির স্ক্রিনিংয়ে উড়ল সুজানের মিনি স্কার্ট, Oops মোমেন্টের ভিডিয়ো ভাইরাল T20I rankings-এ ভালো পারফরম্যান্সের সুফল পেলেন শাহিন আর চ্যাপম্যান,পতন হল বাবরের সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল JEE Main-এ ১০০ পেল ৫৬ জন! নেই বাংলার কেউ, IIT প্রবেশিকায় কাট-অফ ৫ বছরে সর্বোচ্চ

Latest IPL News

গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.