বাংলা নিউজ > ময়দান > IND vs SL: প্রথম দিন পড়ল মোট ১৬ উইকেট, ভারতের ২৫২ রানের জবাবে লঙ্কা ৮৬/৬
শ্রীলঙ্কাকে দ্রুত অল আউট করতে মারিয়া ভারত।

IND vs SL: প্রথম দিন পড়ল মোট ১৬ উইকেট, ভারতের ২৫২ রানের জবাবে লঙ্কা ৮৬/৬

পিঙ্ক বল টেস্ট কি ভারত জিততে পারবে? ভারতের ২৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ৮৬ রান শ্রীলঙ্কার। রবিবার যদি শুরুতেই লঙ্কার ৪ উইকেট ফেলে দিতে পারে ভারত, তবে দিন-রাতের টেস্ট জয়ের দিকে এক পা বাড়িয়ে থাকবেন রোহিতরা।

ভারতের ব্যাটাররা যখন একের পর এক উইকেট হারিয়ে চাপে, তখন দলের হাল ধরেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৯২ রানের দুরন্ত ইনিংস খেলেন শ্রেয়স। তাঁর হাত ধরেই ভারত আড়াইশোর গণ্ডি টপকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ঋষভ পন্ত। তৃতীয় সর্বোচ্চ হনুমা বিহারীর সংগ্রহ ৩১ রান। বাকিরা কেউ ২৫ রানের গণ্ডিই টপকাতে পারেননি।

12 Mar 2022, 09:24:53 PM IST

প্রথম দিনের শেষে শ্রীলঙ্কার ৬ উইকেটে ৮৬ রান

ভারত ২৫২ রানে অল আউট হওয়ার পরে ব্যাট করতে নামলে, শ্রীলঙ্কার ব্যাটারদেরও বেহাল দশা। ১০০ রানও হয়নি। ৬ উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। দিনের শেষে লঙ্কা বাহিনীর সংগ্রহ ৮৬ রান। সর্বোচ্চ ৪৩ রান অ্যাঞ্জেলো ম্যাথিউ করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ডিকওয়েলার। অপরাজিত ১৩ রান তাঁর। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতেই পারেননি।জসপ্রীত বুমরাহ নিয়েছেন ৩ উইকেট, ২ উইকেট নিয়েছেন মহম্মদ শামি, ১ উইকেট নেন অক্ষর।

12 Mar 2022, 09:09:20 PM IST

অ্যাঞ্জেলো ম্যাথিউকে ফেরালেন বুমরাহ

২৯ ওভারের প্রথম বলেই ম্যাথিউকে ফেরালেন বুমরাহ। ৬ নম্বর উইকেট হারাল শ্রীলঙ্কা। ৮৫ বলে ৪৩ করে সাজঘরে ফেরেন ম্যাথিউ। ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার এমবুলদেনিয়া। ২৯ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৮৫ রান শ্রীলঙ্কার। ডিকওয়েলা ২৬ বলে ১২ করে ক্রিজে রয়েছেন। এমবুলদেনিয়া এখনও রানের খাতা খোলেননি।

12 Mar 2022, 08:32:28 PM IST

চরিথ আসালঙ্কাকে ফেরালেন অক্ষর

৮ বলে ৫ রান করে সাজঘরে ফিরলেন আসালঙ্কা। অক্ষর প্যাটেলের বলে ক্যাচ ধরলেন অশ্বিন। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার ডিকওয়েলা। ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০ রান। ৫০ বলে ২১ রান অ্যাঞ্জেলো ম্যাথিউ। ডিকওয়েলা এখনও একটি বলও খেলেননি।

12 Mar 2022, 08:26:07 PM IST

৫০ পূর্ণ করল শ্রীলঙ্কা

১৫.৫ ওভারে ৫০ রান পূর্ণ করল শ্রীলঙ্কা। তবে ৪ উইকেট হারিয়ে চাপে তারা। ১৬ ওভার শেষে ৫০ রান লঙ্কার। চরিথ আসালঙ্কা ৫ বলে ৫ করে অপরাজিত রয়েছেন। ৪১ বলে ২১ রান ম্যাথিউ-এর।

12 Mar 2022, 08:08:21 PM IST

ধনঞ্জয় ডি'সিলভাকে ফেরালেন শামি

১১.৫ ওভারে শামির বলে এলবিডব্লিউ হন ধনঞ্জয়। তাঁর সংগ্রহ ২৪ বলে ১০ রান। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার চরিথ আসালঙ্কা। ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৮ রান শ্রীলঙ্কার।

12 Mar 2022, 08:02:11 PM IST

প্রথম ইনিংসে ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২০/৩

১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে ভারত। শ্রীলঙ্কার সংগ্রহ ২০ রান। ক্রিজে রয়েছেন ধনঞ্জয় ডি'সিলভা (১৭ বলে ৪ রান) এবং অ্যাঞ্জেলো ম্যাথিউ (১৭ বলে ২ রান)।

12 Mar 2022, 07:31:38 PM IST

প্রথম বলেই উইকেট নিলেন শামি

ম্যাচে নিজের প্রথম বলেই লঙ্কান অধিনায়ক করুণারত্নের মিডল স্টাম্প উড়িয়ে দিলেন মহম্মদ শামি। চার রানে আউট হন করুণারত্নে। ১৪ রানে তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। ক্রিজে নতুন ব্যাটার ধনঞ্জয় ডি'সিলভা।

12 Mar 2022, 07:26:35 PM IST

ব্যাক টু ব্যাক ওভারে উইকেট নিলেন বুমরাহ

নিজের গত ওভারের প্রথম বলে কুশল মেন্ডিসকে ফিরেছিলেন। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে থিরিমানেকেও ৮ রানে ফেরালেন বুমরাহই। ১৪ রানে দ্বিতীয় উইকেট হারাল লঙ্কানরা। স্লিপে থিরিমানের ক্যাচ ধরেন শ্রেয়স। ক্রিজে নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

12 Mar 2022, 07:17:08 PM IST

তৃতীয় ওভারেই উইকেট

জসপ্রীত বুমরাহর ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ২ রানে আউট হল কুশল মেন্ডিস। স্লিপে শ্রেয়স আইয়ার তাঁর ক্যাচ ধরেন। মাত্র ২ রানে প্রথম উইকেট হারাল লঙ্কানরা। ক্রিজে নতুন ব্যাটার লাহিরু থিরিমানে।

12 Mar 2022, 07:14:43 PM IST

শ্রীলঙ্কার ইনিংস শুরু

শ্রীলঙ্কার হয়ে দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস ওপেন করতে নেমেছেন। প্রথম ওভারে দুই রান তুলল লঙ্কানরা।

12 Mar 2022, 06:30:07 PM IST

শতরান হাতছাড়া শ্রেয়সের অলআউট ভারত

২৫২ রানেই শেষ হল ভারতের ইনিংস। আট রানের জন্য শতরান হাতছাড়া করলেন শ্রেয়স আইয়ার। জয়বিক্রমের বলে বড় শট মারতে গিয়ে ৯৮ রানে ৯২ করে স্টাম্প আউট হন তিনি। বুমরাহ ১০ বল খেলে কোনও রান না করেই অপরাজিত থাকেন।

12 Mar 2022, 06:28:11 PM IST

২৫০ পেরোল ভারত

৮৯তম ওভারে ২৫০ রানের গণ্ডি পেরোল ভারতীয় দল। শতরানের দোরগোড়ায় শ্রেয়স আইয়ার ৯২ রানে ব্যাট করছেন তিনি।

12 Mar 2022, 06:06:50 PM IST

নবম উইকেটের পতন

২২৯ রানে নবম উইকেট হারাল ভারতীয় দল। ৯ রান করে জয়বিক্রমের বলে বড় শট হাঁকাতে গিয়েই আউট হলেন মহম্মদ শামি। ক্রিজে ভারতের অন্তিম ব্যাটার জসপ্রীত বুমরাহ। শ্রেয়স খেলছেন ৬৯ রানে।

12 Mar 2022, 05:50:48 PM IST

অষ্টম উইকেটের পতন

সাত বলে নয় রান করে সুরাঙ্গা লাকমলের বলে বোল্ড হলেন অক্ষর প্যাটেল। ২১৫ রানে অষ্টম উইকেট হারাল ভারত। ক্রিজে নতুন ব্যাটার মহম্মদ শামি।

12 Mar 2022, 05:43:21 PM IST

২০০ পেরোল ভারত

ইনিংসের ৪৯তম ওভারে এমবুলদেনিকে ছক্কা হাঁকিয়ে ভারতকে ২০০-র গণ্ডি পার করালেন অক্ষর। তবে সাত উইকেট পড়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ২১০/৭। শ্রেয়স খেলছেন ৫৫ রানে, অক্ষরের সংগ্রহ ৯।

12 Mar 2022, 05:40:12 PM IST

শ্রেয়সের অর্ধশতরান

কঠিন পিচে ৫৪ বলে দুর্ধর্ষ অর্ধশতরান করলেন শ্রেয়স আইয়ার। বিশাল ছক্কা হাঁকিয়ে এই মাইলস্টোনে পৌঁছন শ্রেয়স। মূলত তাঁর ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ভাল রান করার স্বপ্ন দেখছে ভারত।

12 Mar 2022, 05:37:20 PM IST

অশ্বিন আউট

ফের ধাক্কা খেল ভারতীয় দল। শ্রেয়স এবং অশ্বিন সপ্তম উইকেটের জন্য ৩৫ রানের বেশ ভালই একটা পার্টনারশিপ গড়েছিলেন। তবে ঠিক যখন মনে হচ্ছিল এই দুইজনেই ভারতকে ভাল স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাবেন, তখনই খেলার গতির বিরুদ্ধেই ১৩ রান করে আউট হলেন অশ্বিন। তাঁর উইকেট নেন ধনঞ্জয়। ১৮৩ রানে সপ্তম উইকেট হারাল ভারত। ক্রিজে নতুন ব্যাটার অক্ষর প্যাটেল।

12 Mar 2022, 05:26:02 PM IST

৪৬ ওভার শেষে ভারতের স্কোর ১৭৭/৬

১৪৮ রানে ষষ্ঠ উইকেট হিসাবে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারত। তবে অশ্বিন ও শ্রেয়স, ইনিংসকে খানিকটা স্থিরতা প্রদান করছেন। ইতিমধ্যেই ৩৯ রান যোগ করে ফেলেছেন তাঁরা। দ্বিতীয় সেশনে জলপানের বিরতিতে ভারতের স্কোর ১৭৭/৬১। সেশনের প্রথম এক ঘন্টায় দুই উইকেটের বিনিময়ে ভারত ৮৪ রান তুলেছে। শ্রেয়স খেলছেন ৩৭ রানে, অশ্বিনের সংগ্রহ ১১।

12 Mar 2022, 04:58:30 PM IST

১৫০-র গণ্ডি টপকাল ভারত

ম্যাচের ৩৮ তম ওভারে ১৫০-র গণ্ডি টপকাল ভারত। তবে ইতিমধ্যেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। ক্রিজে দুই রানে ব্যাট করছেন অশ্বিন, ২১ রান করছেন শ্রেয়স।

12 Mar 2022, 04:51:39 PM IST

জাদেজা আউট

ঋষভের পর প্রায় একইভাবে কাট মারতে গিয়ে ৪ রান করে আউট হলেন রবীন্দ্র জাদেজাও। তাঁকেও সাজঘরে ফেরান এমবুলদেনিয়াই। ঋষভ বোল্ড হয়েছিলেন, জাদেজার ক্ষেত্রে অবশ্য বল বেশি বাউন্স করায় তাঁর দস্তানায় লেগে বল স্লিপের কাছে চলে যায়। ভারতের বর্তমান স্কোর ১৪৮-৬। ক্রিজে নতুন ব্যাটার রবিচন্দ্রন অশ্বিন। 

12 Mar 2022, 04:37:34 PM IST

পঞ্চম উইকেটের পতন; ঋষভ আউট

এমবুলদেনিয়ার বলে কাট করতে গিয়ে বোল্ড হলেন ঋষভ পন্ত। ২৬ বলে ৩৯ রান করা ঋষভকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। আউট হয়ে হতাশই হবে তিনি। ১২৬ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। ক্রিজে নতুন ব্যাটার, গত ম্যাচে ইতিহাস সৃষ্টিকারী রবীন্দ্র জাদেজা।

12 Mar 2022, 04:27:31 PM IST

লাঞ্চের পর প্রথম ওভারেই ১০০ পেরোল ভারত

লাঞ্চের পর প্রথম ওভারেই ১০০-র গণ্ডি টপকে গেল ভারতীয় দল। প্রথম ওভারে উঠল ১১ রান, ঋষভ দু'টি চার মারেন। ৩০ ওভার শেষে ভারতের স্কোর চার উইকেটের বিনিময়ে ১০৪। ক্রিজে ঋষভের সঙ্গে ব্যাট করছেন শ্রেয়স।

12 Mar 2022, 04:02:10 PM IST

কোহলিকে ফেরালেন ধনঞ্জয়

হনুমার পরেই সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। ৪৮ বলে ২৩ করে ধনঞ্জয় ডি'সিলভার বলে এলবিডব্লিউ হন কোহলি। পরিবর্তে ক্রিজে এলেন নতুন প্লেয়ার শ্রেয়স আইয়ার। ২৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান ভারতের। ৬ বলে ১০ রান পন্তের। ৩ বল খেললেও এখনও খাতা খোলেননি শ্রেয়স।

12 Mar 2022, 03:54:57 PM IST

জয়াবক্রিমে ফেরালেন হনুমাকে

৮১ বলে ৩১ রান করে সাজঘরে ফিরলেন হনুমা বিহারী। তৃতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। জয়াবিক্রমের বল তাঁর ব্যাটের কোণায় লেগে জমা হয় ডিকওয়েলার হাতে। হনুমা অবশ্য এ দিন শুরু থেকেই নড়বড় করছিলেন। তাঁর পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার ঋষভ পন্ত। ব্য়াট করতে এসেই জয়াবিক্রমকে দু'টো চার মেরেছেন পন্ত। ২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান ভারতের। পন্তের সংগ্রহ ৪ বলে ৯ রান। ৪৭ বলে ২৩ রান কোহলির।

12 Mar 2022, 03:47:49 PM IST

প্রথম ইনিংসে ২৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭১/২

মায়াঙ্ক এবং রোহিতকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে হনুমা বিহারী এবং বিরাট কোহলি পরিস্থিতি সামলানোর চেষ্টা চালাচ্ছেন। ৭৯ বলে ৩১ রান হনুমার। ৪০ বলে ১৯ রান কোহলির। ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭১ রান ভারতের।

12 Mar 2022, 03:18:50 PM IST

৫০ টপকে গেল ভারত

১৫.২ ওভারে এমবুলদেনিয়াকে ৪ মেরে ভারতের ৫০ রান পূরণ করেন বিহারী। ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫২ রান। হনুমা বিহারী ৪৮ বলে ২৬ রান করে ক্রিজে রয়েছেন। কোহলি ১৭ বল খেলে করেছেন ৫ রান।

12 Mar 2022, 02:57:30 PM IST

রোহিতকে ফেরালেন এমবুলদেনিয়া

ফের বড় ধাক্কা খেল ভারত। রোহিত দ্বিতীয় টেস্টেও ব্যর্থ। মাত্র ১৫ রান করে এমবুলদেনিয়ার বলে ডি'সিলভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন। ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে ভারত। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার বিরাট কোহলি। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৯ রান। কোহলি এখনও খাতা খোলেননি। হনুমা বিহারী ২৬ বলে ৮ করে অপরাজিত রয়েছেন।

12 Mar 2022, 02:30:23 PM IST

প্রথম ইনিংসে ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১৫/১

৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৫ রান করেছে ভারত। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (১০ বলে ৭ রান) এবং হনুমা বিহারী (১৪ বলে ২ রান)।

12 Mar 2022, 02:20:59 PM IST

রানআউট হলেন মায়াঙ্ক

শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। রান আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। তাও বাজে ভাবে। প্রথমে এলবিডব্লিউ-এর জন্য অ্যাপিল করা হয়েছিল। আম্পায়ার আউট দেননি। রোহিত-মায়াঙ্ক কোনও কিছুর তোয়াক্কা না করে প্রথম রান নেয়। দ্বিতীয় রান নেওয়ার সময়ে মায়াঙ্ক রানআউট হয়ে যান। প্রসঙ্গত বিশ্ব ফার্নান্দোর বলটি নো-বল ছিল। রান আউট না হলে ভারতের কোনও উইকেট পড়ত না। ৭ বলে ৪ রান করে আউট হন মায়াঙ্ক। পরিবর্তে ক্রিজে এসেছেন হনুমা বিহারী। দলের রান ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১০।

12 Mar 2022, 02:10:22 PM IST

খেলা শুরু

ভারতের হয়ে ওপেন করেছেন মায়াঙ্ক আগরওয়াল এবং রোহিত শর্মা। মোহালির মতো বড় রান করার লক্ষ্য ভারতের।

12 Mar 2022, 02:09:03 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

শ্রীলঙ্কা দলে করা হয়েছে দু'টি পরিবর্তন। নিসঙ্কা খেলতে পারছেন না। তাঁর জায়গায় খেলছেন কুশল মেন্ডিস। এবং লাহিরু কুমারার জায়গায় খেলছেন প্রবীণ  জয়াবিক্রমে।শ্রীলঙ্কার প্রথম একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিই, ধনঞ্জয় ডি'সিলভা, চারিথ আসালঙ্কা, নিরোসন ডিকওয়েলা (উইকেটকিপার), সুরাঙ্গা লাকমল, লাসিথ এমবুলদেনিয়া, প্রবীণ জয়াবিক্রমে, বিশ্ব ফার্নান্দো।

12 Mar 2022, 02:02:42 PM IST

ভারতের প্রথম একাদশ

এই টেস্টে দলে একটি মাত্রই পরিবর্তন করা হয়েছে। জয়ন্তর জায়গায় ঢুকেছেন অক্ষর প্যাটেল।ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

12 Mar 2022, 01:59:51 PM IST

টসে জিতল ভারত

এ বারও টসে জিতে প্রথমে ব্যাট নিল ভারত। মোহালিতেও টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিলেন রোহিত শর্মা। বেঙ্গালুরুতেও কি এ বার মোহালির পুনরাবৃত্তি হবে?

12 Mar 2022, 01:59:51 PM IST

প্রথম টেস্টের ফল

প্রথম টেস্টে টসে জিতে ব্যাট নিয়েছিল ভারত। রবীন্দ্র জাদেজার ১৭৫, ঋষভ পন্তের ৯৬ রানের উপর ভর করে ৫৭৪ রানের বড় ইনিংস গড়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে দুই ইনিংস শ্রীলঙ্কা যথাক্রমে ১৭৪ এবং ১৭৮ রানে অলআউট হয়ে যায়। এক ইনিংস এবং ২২২ রানে ম্যাচ জিতে যায় রোহিত শর্মার ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোট হিংসায় টেক্কা BJP-TMC'র, হাঁসুয়ার কোপ থেকে হাতাহাতির সাক্ষী শীতলকুচি শাহরুখ-গৌরীর ভাড়া বাড়ির গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’ তীব্র গরমে বেআইনি বহুতলে পুনরায় বিদ্যুৎ সংযোগের নির্দেশ, নরম কলকাতা হাইকোর্ট ২৬ বছরের দাম্পত্যে পাননি গর্ভের সন্তান! অপরাজিতা বলছেন, ‘সব পেলে নষ্ট জীবন’ আর তর সইছে না! নান্দিমুখেও রাতুলের পাশে বসে রূপাঞ্জনা, প্রকাশ্যে গায়ে হলুদের ছব মা বিড়ি বাঁধতেন, মারা গিয়েছেন বাবা, ছেলে এবার IAS, ইউপিএসসিতে উজ্জ্বল স্থান পেশাদার ফুটবলে কামব্যাক, তাও ৫৮ বছর বয়সে, চমক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকার কমিশনে জমা পড়ল ২৭৪টি অভিযোগ, 'পুলিশি নিষ্ক্রিয়তা' নিয়ে মুখ খুললেন রাজ্যপাল অন্ধকারে ডুবছে ব্যস্ততম গড়িয়াহাট ব্রিজ, ১৫ দিন ধরে আলো জ্বলছে না, কারণ কী? মঙ্গল-রাহুর মিলনে অঙ্গারক যোগ, ৩ রাশির জীবন বদলাবে, থামবে অগ্রগতি, থাকুন সতর্ক

Latest IPL News

লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.