বাংলা নিউজ > ময়দান > IND vs SL 3rd ODI: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ODI বিশ্বকাপের বছর শুরু ভারতের, শেষ হবে প্রতীক্ষা?
উচ্ছ্বসিত ভারতীয় শিবির। ছবি- এএফপি।

IND vs SL 3rd ODI: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ODI বিশ্বকাপের বছর শুরু ভারতের, শেষ হবে প্রতীক্ষা?

India vs Sri Lanka 3rd ODI Live Score: তিরুবনন্তপুরমে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৩১৭ রানের অবিশ্বাস্য ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া। সেই সুবাদে দ্বীপরাষ্ট্রকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত।

গুয়াহাটি ও কলকাতার প্রথম ২টি ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পোরে ভারত। এবার তিরুবনন্তপুরমে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে। যদিও নিছক নিয়মরক্ষার ম্যাচ বলে ভারত গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বেঞ্চ স্ট্রেনথ যাচাই করে নিতে চায়। আসলে বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই রোহিতরা পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটেন। তা সত্ত্বেও সিরিজের তৃতীয় ম্যাচ জিতে সিংহলিদের ক্লিনসুইপ করে টিম ইন্ডিয়া।

15 Jan 2023, 08:19:48 PM IST

সিরিজের সেরা কোহলি

তিন ম্যাচের সিরিজে ২টি সেঞ্চুরি-সহ ২৮৩ রান সংগ্রহ করেন বিরাট কোহলি। সঙ্গত কারণেই সিরিজের সেরার পুরস্কারও হাতে তোলেন তিনি।

15 Jan 2023, 08:18:44 PM IST

ম্যাচের সেরা কোহলি

১৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিরাট কোহলি।

15 Jan 2023, 07:59:55 PM IST

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

গুয়াহাটি ও কলকাতার প্রথম ২টি ওয়ান ডে ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারত। এবার তিরুবনন্তপুরমে তৃতীয় ওয়ান ডে ম্যাচ জিতে শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেন রোহিত শর্মারা।

15 Jan 2023, 07:45:34 PM IST

রেকর্ড জয় ভারতের

২১.৬ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লাহিরু কুমারা। ১৯ বলে ৯ রান করেন তিনি। মারেন ২টি চার। শ্রীলঙ্কা ৭৩ রানে ৯ উইকেট হারায়। চোট পাওয়া আশেন বন্দরা ব্যাট করতে নামেননি। ফলে শ্রীলঙ্কা অল-আউট বলে ধরে নেওয়া হয়। ভারত ৩১৭ রানের অবিশ্বাস্য ব্যবধানে ম্যাচ জেতে। ১৯ বলে ১৩ রান করে নট-আউট থাকেন কাসুন রজিথা। তিনি ২টি চার মারেন। সিরাজ ১০ ওভারে ১টি মেডেন-সহ ৩২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ২০ রানে ২টি উইকেট নেন শামি। ১৬ রানে ২টি উইকেট দখল করেন কুলদীপ। রানের নিরিখে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি সব থেকে বড় জয়ের বিশ্বরেকর্ড। এতদিন এই বিশ্বরেকর্ড ছিল নিউজিল্যান্ডের নামে। তারা ২০০৮ সালে আয়ারল্যান্ডকে ২৯০ রানে পরাজিত করে।

15 Jan 2023, 07:33:08 PM IST

হারের অপেক্ষায় প্রহর গুনছে শ্রীলঙ্কা

২০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেটে ৬১ রান। ১৩ বলে ৫ রান করেছেন লাহিরু কুমারা। কাসুন রজিথাও ১৩ বলে ৫ রান করেছেন। দু'জনেই ১টি করে চার মেরেছেন।

15 Jan 2023, 07:15:28 PM IST

দুনিথকে ফেরালেন শামি

১৫.৪ ওভারে মহম্মদ শামির বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন দুনিথ ওয়েলালাগে। ১৩ বলে ৩ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৫১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লাহিরু কুমারা।

15 Jan 2023, 07:10:43 PM IST

শানাকাকে ফেরালেন কুলদীপ

১৪.৬ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দাসুন শানাকা। ২৬ বলে ১১ রান করেন তিনি। মারেন ২টি চার। শ্রীলঙ্কা ৫০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাসুন রজিথা।

15 Jan 2023, 06:56:41 PM IST

করুণারত্নে রান-আউট

১১.৪ ওভারে নিজের বলে ফলো থ্রুয়ে চামিকা করুণারত্নেকে রান-আউট করেন মহম্মদ সিরাজ। করুণারত্নে বল ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় বোলার সিরাজের দিকে। সিরাজ বল ধরেই স্টাম্পে ছুঁড়ে মারেন। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে চামিকাকে রান-আউট ঘোষণা করেন। করুণারত্নে ৬ বলে ১ রান করেন। শ্রীলঙ্কা ৩৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কনকাশন পরিবর্ত দুনিথ ওয়েলাল

15 Jan 2023, 06:43:21 PM IST

হাসারাঙ্গাকে ফেরালেন সিরাজ

৯.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৭ বলে ১ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৩৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চামিকা করুণারত্নে। ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৩৯ রান। সিরাজ ৫ ওভারে ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

15 Jan 2023, 06:33:28 PM IST

নুয়ানিদুকে ফেরালেন সিরাজ

৭.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নুয়ানিদু ফার্নান্ডো। ২৭ বলে ১৯ রান করেন তিনি। মারেন ৪টি চার। শ্রীলঙ্কা ৩৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

15 Jan 2023, 06:29:33 PM IST

আসালঙ্কা আউট

৬.৩ ওভারে মহম্মদ শামির বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন চরিথ আসালঙ্কা। ৪ বলে ১ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৩১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দাসুন শানাকা।

15 Jan 2023, 06:16:55 PM IST

মেন্ডিসকে ফেরালেন সিরাজ

৩.৬ ওভারে মহম্মদ সিরাজের বলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন কুশল মেন্ডিস। ৭ বলে ৪ রান করেন কুশল। মারেন ১টি চার। শ্রীলঙ্কা ২২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চরিথ আসালঙ্কা। সিরাজ ২ ওভারে ৬ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

15 Jan 2023, 06:05:29 PM IST

আবিষ্কা ফার্নান্ডো আউট

১.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন আবিষ্কা ফার্নান্ডো। ৪ বলে ১ রান করেন আবিষ্কা। শ্রীলঙ্কা ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুশল মেন্ডিস।

15 Jan 2023, 06:00:15 PM IST

রান তাড়া শুরু শ্রীলঙ্কার

আবিষ্কা ফার্নান্ডোর সঙ্গে ওপেন করতে নামেন নুয়ানিদু ফার্নান্ডো। বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন আবিষ্কা। তৃতীয় বলে চার মারেন নুয়ানিদু। প্রথম ওভারে ৬ রান ওঠে।

15 Jan 2023, 05:29:19 PM IST

চারশো রানের দোরগোড়ায় থামল ভারত

নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেটের বিনিময়ে ৩৯০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সুতরাং, ম্যাচ জিততে শ্রীলঙ্কার দরকার ৩৯১ রান। বিরাট কোহলি ১৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ২ রান করে নট-আউট থাকেন অক্ষর প্যাটেল।

15 Jan 2023, 05:21:42 PM IST

সূর্যকুমার আউট

৪৮.৪ ওভারে রজিথার বলে ফার্নান্ডোর হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৪ বলে ৪ রান করেন তিনি। ভারত ৩৭০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল।

15 Jan 2023, 05:16:32 PM IST

লোকেশ রাহুল আউট

৪৭.৫ ওভারে লাহিরু কুমারার বলে পরিবর্ত ফিল্ডার ওয়েলালাগের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করেন রাহুল। ভারত ৩৬৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

15 Jan 2023, 05:11:47 PM IST

৩৫০ টপকাল ভারত

৪৭তম ওভারে দলগত ৩৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৪৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৩৫৭ রান। কোহলি ১৪২ রানে ব্যাট করছেন। ৬ রান করেছেন লোকেশ রাহুল।

15 Jan 2023, 05:05:04 PM IST

সাজঘরে ফিরলেন শ্রেয়স

৪৫.৩ ওভারে লাহিরু কুমারার বলে পরিবর্ত ফিল্ডার ডি'সিলভার হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৩৮ রান করেন শ্রেয়স। ভারত ৩৩৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লোকেশ রাহুল। কোহলি ১২৮ রানে ব্যাট করছেন।

15 Jan 2023, 04:49:00 PM IST

কোহলির শতরান

১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের এটি ৪৬ নম্বর শতরান। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩০৩ রান। কোহলি ১০০ ও শ্রেয়স আইয়ার ৩৪ রানে ব্যাট করছেন।

15 Jan 2023, 04:34:52 PM IST

শতরানের দোরগোড়ায় কোহলি

৪২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২৯১ রান। কোহলি ৯৪ রানে ব্যাট করছেন। শ্রেয়স অপরাজিত রয়েছেন ব্যক্তিগত ২৮ রানে।

15 Jan 2023, 04:18:33 PM IST

২৫০ টপকাল ভারত

৩৭তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ভারত। ৩৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ২৬০ রান। কোহলি ৭১ বলে ৭৫ রান করেছেন। তিনি ৮টি চার মেরেছেন। ১১ বলে ১৭ রান করেছেন শ্রেয়স আইয়ার। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

15 Jan 2023, 04:00:55 PM IST

শুভমন গিল আউট

৩৩.৪ ওভারে কাসুন রজিথার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শুভমন গিল। ৯৭ বলে ১১৬ রান করেন তিনি। মারেন ১৪টি চার ও ২টি ছক্কা। ভারত ২২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার।

15 Jan 2023, 03:42:32 PM IST

গিলের সেঞ্চুরি

১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভমন গিল। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২০২ রান। গিল ১০০ ও কোহলি ৫০ রানে ব্যাট করছেন।

15 Jan 2023, 03:41:50 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ইনিংসের শুরু থেকেই অত্যন্ত সাবলীলভাবে রান সংগ্রহ করছেন কোহলি।

15 Jan 2023, 03:38:55 PM IST

শতরানের দোরগোড়ায় গিল

৩০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১৯৩ রান। শুভমন গিল ৮৬ বলে ৯৭ রানে ব্যাট করছেন। তিনি ১১টি চার ও ২টি ছক্কা মেরেছেন। কোহলি ৪৫ বলে ৪৪ রান করেছেন। তিনি ৪টি চার মেরেছেন।

15 Jan 2023, 03:18:28 PM IST

১৫০ টপকাল ভারত

২৪তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ২৫ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৫৮ রান। শুভমন গিল ৭৩ রানে ব্যাট করছেন। কোহলি অপরাজিত রয়েছেন ৩৩ রানে।

15 Jan 2023, 02:54:32 PM IST

হাফ-সেঞ্চুরি গিলের

৮টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১২৬ রান। গিল ৫২ ও কোহলি ২৪ রানে ব্যাট করছেন।

15 Jan 2023, 02:35:35 PM IST

রোহিত শর্মা আউট

১৫.২ ওভারে চামিকা করুণারত্নের বলে বাউন্ডারি লাইনে আবিষ্কা ফার্নান্ডোর হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ৪৯ বলে ৪২ রান করেন হিটম্যান। মারেন ২টি চার ও ৩টি ছক্কা। ভারত দলগত ৯৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি ওভারের চতুর্থ বলে চার মারেন। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০০রান। গিল ব্যাট করছেন ব্যক্তিগত ৪৫ রানে।

15 Jan 2023, 02:20:37 PM IST

শক্ত ভিতে ভারত

দশম ওভারে কাসুন রজিথার ওভারের শেষ ৩টি বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন রোহিত শর্মা। ১২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৫ রান। রোহিত ৩৬ বলে ৩৯ রান করেছেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। গিল ৩৬ বলে ৪২ রান করেছেন। তিনি ৮টি চার মেরেছেন।

15 Jan 2023, 02:05:09 PM IST

৫০ টপকাল ভারত

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫১ রান। রোহিত শর্মা ১৭ রান করেছেন। গিল ব্যাট করছেন ব্যক্তিগত ৩০ রানে।

15 Jan 2023, 01:58:00 PM IST

আগ্রাসী শুরু টিম ইন্ডিয়ার

৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৪২ রান। ষষ্ঠ ওভারে লাহিরু কুমারার প্রথম বলে ছক্কা মারেন রোহিত শর্মা। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। ওভারের শেষ ৪টি বলে পরপর ৪টি চার মারেন শুভমন গিল। ওভারে মোট ২৩ রান ওঠে। গিল ২৩ বলে ২৯ রান করেছেন। মেরেছেন ৭টি চার। ১৩ বলে ৯ রান করেছেন রোহিত শর্মা।

15 Jan 2023, 01:35:01 PM IST

গিলকে নিয়ে ওপেনে রোহিত

শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন কাসুন রজিথা। প্রথম ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেননি রোহিত শর্মা। দ্বিতীয় ওভারে বল করতে আসেন লাহিরু কুমারা। দ্বিতীয় বল গিলের পায়ে লেগে বাউন্ডারির বাইরে চলে যায়। লেগ-বাই হিসেবে চার রান উপহার পায় ভারত। ২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৪ রান।

15 Jan 2023, 01:17:35 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

আবিষ্কা ফার্নান্ডো, নুয়ানিদু ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), আশেন বন্দরা, চরিথ আসালঙ্কা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, জেফ্রি বন্দরসে, কাসুন রজিথা ও লাহিরু কুমারা।

15 Jan 2023, 01:14:38 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

15 Jan 2023, 01:04:29 PM IST

প্রথম একাদশে জোড়া রদবদল ভারতের

নিয়মরক্ষার ম্যাচে ভারত তাদের প্রথম একাদশে একজোড়া রদবদল করে। হার্দিক পান্ডিয়া ও উমরান মালিককে বসিয়ে ভারত মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন সুন্দর ও সূর্যকুমার যাদবকে।

15 Jan 2023, 01:01:25 PM IST

টস জিতল ভারত

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল ভারত। টস জিতে রোহিত শর্মা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, গ্রিনফিল্ডে রান তাড়া করবে শ্রীলঙ্কা।

15 Jan 2023, 12:35:41 PM IST

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল

ইডেনের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দেয় ভারত। শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২১৫ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ২১৯ রান তুলে জয় নিশ্চিত করে।

15 Jan 2023, 12:35:41 PM IST

প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল

গুয়াহাটিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানে পরাজিত করে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৭ উইকেটে ৩৭৩ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩০৬ রানে আটকে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অসুস্থতা নিয়েই হোটেল রুমে ওড়িশা বধের নীল নকশা তৈরি করলেন হাবাস ৯ দিনে ৩০ কোটির দোরগোড়ায় অজয়ের ময়দান,কী হাল অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর রবি প্রদোষ উপবাসে এই জিনিসগুলি করুন নিবেদন, শিবের আশীর্বাদে দূর হবে যেকোনও বাধা তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর! সোমে খেলা ঘুরিয়ে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়? এবার লোকাল ট্রেন থেকেও বেরল ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা, তুলকালাম কাণ্ড ব্যান্ডেলে কোলে ৩ বছরের কেশব! মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক অস্কার পেলেও ‘জয় হো’ কম্পোজ করেননি রহমান! কোন সত্য ফাঁস করলেন রাম গোপাল? আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার

Latest IPL News

মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.