ভারত এই সিরিজের প্রথম ম্যাচে দুই রানে জিতেছিল এবং এখন দ্বিতীয় ম্যাচটি ১৬ রানে জিতল শ্রীলঙ্কা।
ম্যাচের হাইলাইট
ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৬ রানে হারাল শ্রীলঙ্কা। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে শ্রীলঙ্কা দল। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে এটাই ভারতের প্রথম পরাজয়। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের সামনে ২০৭ রানের লক্ষ্য রেখেছিল শ্রীলঙ্কা। জবাবে টিম ইন্ডিয়া আট উইকেট হারিয়ে মাত্র ১৯০ রান করতে সক্ষম হয়।
২০ ওভারে ভারতের স্কোর ১৯০/৮
১৬ রানে হারল হার্দিকের টিম ইন্ডিয়া।
আউটটটট
দুরন্ত ব্যাটিং করে আউট হলেন অক্ষর প্যাটেল। ৩১ বলে ৬৫ রান করে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন অক্ষর।
১৯ ওভারে ভারতের স্কোর ১৮৬/৬
ভারতকে ম্যাচ জিততে হলে করতে হবে ৬ বলে ২১ রান।
১৮ ওভারে ভারতের স্কোর ১৭৪/৬
দুরন্ত শিবম মাভি। ১৮ তম ওভারে ২টি ছক্কা ও একটি চার মেরে ভারতের জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন মাভি ও অক্ষর। ১২ বলে দরকার ৩২ রা
১৭ ওভারে ভারতের স্কোর ১৫৭/৬
১৮ বলে দরকার ৫০ রান। ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ ওভার।
১৬ ওভারে ভারতের স্কোর ১৪৯/৬
এই ওভারে আউট হলেন সূর্যকুমার যাদব। আবার চাপে পড়ল টিম ইন্ডিয়া। ২৫ বলে ৫৯ রান দরকার টিম ইন্ডিয়ার।
আউটটটট
আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ৩৬ বলে ৫১ রান করে মধুশাঙ্কার বলে হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব।
অর্ধশতরান করলেন সূর্য
অক্ষর প্যাটেলের পরে নিজের অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব।
১৫ ওভারে ভারতের স্কোর ১৩৯/৫
দুরন্ত ব্যাটিং করছেন অক্ষর প্যাটেল। ২০ বলে ৫০ করেছেন তিনি। ব্যাট হাতে লড়াই চালাচ্ছেন সূর্যকুমার যাদব। জিততে হলে ভারতের দরকার ৩০ বলে ৬৭ রান।
পঞ্চাশ করলেন অক্ষর প্যাটেল
৬টি ছক্কা ও ২টি বাউন্ডারি মেরে ২০ বলে ৫০ রান করলেন অক্ষর প্যাটেল।
১৪ ওভারে ভারতের স্কোর ১২৪/৫
ভারতের জন্য একটি সফল ওভার। হাসারাঙ্গার এই ওভারে ৪টি ছক্কা মারল ভারত। অক্ষর প্যাটেল তিনটি ছক্কা মারলেন, সূর্য মারলেন একটি ছক্কা।
হাসারাঙ্গার তিন বলে তিন ছক্কা
ম্যাচের রঙ বদল করার চেষ্টা করছেন অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব। ১৪তম ওভারের তিন বলে তিনটি ছক্কা হাঁকালেন অক্ষর প্যাটেল।
১৩ ওভারে ভারতের স্কোর ৯৮/৫
৪২ বলে দরকার ১০৯ রান দরকার। এবার কি চান্স নেবেন দুই ব্যাটার।
১২ ওভারে ভারতের স্কোর ৮৫/৫
৪৮ বলে দরকার ১২২ রান। ভারতের সূর্য এখনও অস্ত যায়নি। সঙ্গে রয়েছেন অক্ষর প্যাটেল।
১১ ওভারে ভারতের স্কোর ৭৩/৫
এই ওভারে ৯ রান করল ভারত। চাপে রয়েছে টিম ইন্ডিয়া।
১০ ওভারে ভারতের স্কোর ৬৪/৫
ভারতের চাপ বেড়েই চলেছে। পাঁচ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।
আউট দীপক হুডা
৯ রান করে হাসারাঙ্গার শিকার হলেন দীপক হুডা।৯.১ ওভারে ভারতের স্কোর ৫৭/৫ রান।
৯ ওভারে ভারতের স্কোর ৫৭/৪
চাপে টিম ইন্ডিয়া।
৮ ওভারে ভারতের স্কোর ৫৪/৪
৭২ বলে ভারতের দরকার ১৫৩ রান। শ্রীলঙ্কার দরকার ৬ উইকেট।
৭ ওভারে ভারতের স্কোর ৪৭/৪
ভারতের জেতার জন্য প্রয়োজন ৭৮ বলে ১৬০ রান।
৮৪ বলে দরকার ১৬৮ রান
ভারতকে ম্যাচ জিততে হলে ৮৪ বলে দরকার ১৬৮ রান করতে হবে। ভারতের হাতে রয়েছে ৬ উইকেট।
৬ ওভারে ভারতের স্কোর ৩৯/৪
ইনিংসের প্রথম পাওয়ার প্লেতে এগিয়ে শ্রীলঙ্কা। ৩৯ রান দিয়ে চার উইকেট তুলল তারা।
৫ ওভারে ভারতের স্কোর ৩৫/৪
এই ওভারে আরও একটি উইকেট হারাল ভারত। চাপের সমুদ্রে ডুবছে টিম ইন্ডিয়া।
আউট হলেন হার্দিক
১২ বলে ১২ রান করে আউট হলেন হার্দিক পান্ডিয়া। করুনারত্নের বলে দুরন্ত ক্যাচ নিয়ে ভারতের ক্যাপ্টেনকে সাজঘরে ফেরালেন কুসল মেন্ডিস।
৪ ওভারে ভারতের স্কোর ২৮/৩
এখনও পর্যন্ত ম্যাচের রাশ নিজেদের দখলে রেখেছে শ্রীলঙ্কা।
৩ ওভারে ভারতের স্কোর ২৭/৩
তিন ওভারে ২৭ রান করে তিন উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া।
আউট রাহুল ত্রিপাঠী
৫ বলে ৫ রান করে মাধুশঙ্কার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন রাহুল ত্রিপাঠী।
২ ওভারে ভারতের স্কোর ২১/০
দারুণ ওভার করলেন রাজিথা।
আউট হলেন গিল
৩ বলে ৫ রান করে আউট হলেন শুভমন গিল। এবারও বল করলেন রাজিথা।
আউট ইশান কিষাণ
রাজিথার লেট সুইং-এ বোল্ড ইশান কিষাণ। ৫ বলে ২ রান করে সাজঘরে ফিরলেন ইশান। চাপে টিম ইন্ডিয়া।
১ ওভারে ভারতের স্কোর ১২/০
প্রথম ওভারে
কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি ভারত
২০৭ রানের লক্ষ্য ছুঁতে মাঠে নেমেছেন ইশান কিষাণ ও শুভমন গিল।
২০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২০৬/৬
২০তম ওভারে ২০ রান খরচ করলেন শিবম মাভি। ভারতের সামনে ২০৭ রানের টার্গেট রাখল শ্রীলঙ্কা।
২০ বলে ৫০ করলেন দাসুন শানাকা
দুরন্ত ইনিংস খেললেন দাসুন শানাকা। ২০ বলে ৫০ রান করলেন তিনি। ইনিংসে ৫টা ছক্কা ও ২ চার মারলেন তিনি।
১৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৮৬/৬
এই ওভারে ফের বারবার নো বল করলেন আর্শদীপ, এই ওভারে ১৮ রান নিল ভারত।
ফের নো বললল
ম্যাচে ৬ নম্বর নো বল করল ভারতের বোলাররা। শানাকাকে আউট করার পরেও নো বলের জন্য ফিরে এলেন শানাকা।
১৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৬৮/৬
শ্রীলঙ্কার জন্য এটি একটি বড় ওভার ছিল। উমরানের এই ওভারে শ্রীলঙ্কা ২১ রান নিল।
১৭ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৪৭/৬
মাভির এই ওভারে সামলে খেলে ৯ রান নিল শ্রীলঙ্কা।
১৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১৩৮/৬
দুরন্ত ওভার করলেন উমরান মালিক। দুই উইকেট শিকার করলেন তিনি।
বোল্ডডডড
উমরানের স্পিডের মাত হলেন হাসারাঙ্গা। শূন্য রানে ফিরলেন তিনি। গোল্ডেন ডাক হলেন হাসারাঙ্গা।
শ্রীলঙ্কার ৫ উইকেটের পতন
১৯ বলে ৩৭ রান করে আউট হলেন আসালাঙ্কা। ভারত বড় উইকেট শিকার করল। উমরান মালিকের বলে গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন তিনি।
১৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১২৯/৪
এই ওভারটা শ্রীলঙ্কার পক্ষে গেল। এই ওভারে চাহাল ১৬ রান দিলেন।
১৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১১৩/৪
ভারতের সফল ওভার। ৬ রান দিয়ে এক উইকেট শিকার করলেন অক্ষর প্যাটেল।
১১০ রানে চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা
১৩.৪ ওভারে ধনঞ্জয়কে ফেরালেন অক্ষর প্যাটেল। ধনঞ্জয়ের ক্যাচ ধরলেন দীপক হুডা।
১৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১০৭/৩
মাভির এই ওভারে ৯ রান নিল শ্রীলঙ্কা। বড় স্কোরের পথে ধনঞ্জয়-আসালাঙ্কারা।
১২ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৯৮/৩
সফল ওভার করলেন অক্ষর প্যাটেল। মাত্র চার রান দিলেন তিনি।
শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন
তৃতীয় সাফল্য পেল ভারত। নিশাঙ্কাকে ৩৩ রানে সাজঘরে ফেরালেন অক্ষর প্যাটেল। দুরন্ত ক্যাচ নিলেন রাহুল ত্রিপাঠী। ১১.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৯৬/৩ রান।
১১ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৯৪/২
১১ নম্বর ওভারে বল করতে এসে পাঁচ রান দিলেন চাহাল।
৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮৯/২
ম্যাচে ফিরছে টিম ইন্ডিয়া। প্রথমে চাহাল পরে দ্বিতীয় উইকেট তুললেন উমরান মালিক।
বোল্ডডডডড
শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটের পতন। রাজাপক্ষকে বোল্ড করলেন উমরান মালিক। ইনসাইড এজ হয়ে উইকেট ছিটকে দিলেন উমরান। ভারতীয় বোলারের গতির কাছে হেরে মাত্র ২ রান করে সাজঘরে ফিরলেন তিনি।
৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮৩/১
নবম ওভারে ম্য়াচের রাশ ধরার চেষ্টা করল ভারত। চাহালের এই ওভারে একটি উইকেটের পাশাপাশি মাত্র তিন রান দিল ভারত।
আউটটট
ম্যাচে প্রথম উইকেট তুলে নিল ভারত। কুশল মেন্ডিসকে LBW করলেন যুজবেন্দ্র চাহাল।৩১ বলে ৫২ রান করলেন কুশল মেন্ডিস। মাঠে এলেন ভানুকা রাজাপক্ষে
৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮০/০
উমরান মালিকের ওভারে ১৩ রান নিল শ্রীলঙ্কার ব্যাটাররা। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮০ রান।
কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরি
২৭ বলে ৫০ করলেন কুশল মেন্ডিস। ছক্কা মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন মেন্ডিস। চাপে হার্দিকের টিম ইন্ডিয়া।
৭ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৬৭/০
সাত ওভার শেষে কোনও উইকেট হারাল না শ্রীলঙ্কা। চাপে হার্দিকের টিম ইন্ডিয়া। বল করতে আসছেন উমরান মালিক।
৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫৫/০
পাওয়ার প্লে শেষ। প্রথম পাওয়ার প্লে নিজেদের পক্ষে রাখল শ্রীলঙ্কা।
পাঁচ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪৯/০
পঞ্চম ওভারে বল করতে এসে রানে ব্রেক কোষলেন অক্ষর প্যাটেল। নিজের ওভারে মাত্র ২ রান দিলেন তিনি।
চার ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪৭/০
কুশল মেন্ডিস ১৭ বলে ৩৩ রান করে খেলছেন, নিশাঙ্কা ১১ বলে ৯ রান করে খেলছেন। চার ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪৭/০ রান।
তিন ওভারে স্কোর ৩২/০
তিন ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩২ রান। চতুর্থ ওভারে আর্শদীপের জায়গায় বল করতে এলেন শিবম মাভি।
নো বলের হ্যাটট্রিক
নো বলের হ্যাটট্রিক করলেন আর্শদীপ সিং। দ্বিতীয় ওভারে প্রচুর রান দিলেন আর্শদীপ সিং। ইনিংসের দ্বিতীয় ওভার ও ম্যাচে নিজের প্রথম ওভারে ১৯ রান দিলেন আর্শদীপ। ২ ওভার শেষ শ্রীলঙ্কার স্কোর ২১ র
দলে ফিরেছেন আর্শদীপ
দ্বিতীয় ওভারে বল করতে এলেন আর্শদীপ সিং। হার্ষাল প্যাটেলের জায়গায় তিনি দলে সুযোগ পেয়েছেন।
প্রথম ওভারে ২/০
প্রথম ওভারে মাত্র ২ রান দিলেন হার্দিক পান্ডিয়া।
হার্দিকের হাতে বল
শুরু সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্য়াচ। এবারেও বলের ওপেন করলেন ভারতের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া।
টস জিতল ভারত
টস জিতে বোলিং নিল ভারত। সঞ্জু স্যামসনের জায়গায় টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠি। প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন স্যামসন এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন।
লাইভে স্বাগত
নমস্কার, HT বাংলার লাইভ ব্লগে স্বাগতম। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ পুনেতে। ভারত এই সিরিজের প্রথম ম্যাচে দুই রানে জিতেছিল এবং এখন তারা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায়।
রাহুল ত্রিপাঠীর অভিষেক
এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহুল ত্রিপাঠীর। ম্যাচের আগে তাঁকে টিম ইন্ডিয়ার ক্যাপ দিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। সঞ্জু স্যামসনের জায়গায় টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠি। প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন স্যামসন এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।