বাংলা নিউজ > ময়দান > IND vs SL: টিম ইন্ডিয়ার তারুণ্যের জোয়ারে ভেসে গেল শ্রীলঙ্কা, দাপুটে নেতৃত্বে ভারতকে জেতালেন ধাওয়ান
অধিনায়কোচিত ইনিংস ধাওয়ানের। ছবি- আইসিসি।

IND vs SL: টিম ইন্ডিয়ার তারুণ্যের জোয়ারে ভেসে গেল শ্রীলঙ্কা, দাপুটে নেতৃত্বে ভারতকে জেতালেন ধাওয়ান

ওয়ান ডে অভিষেকেই ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন ইশান কিষাণ।

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির মতো প্রথম সারির তারকারা ইংল্যান্ডে রয়েছেন। ফলে তাঁদের ছাড়াই তরুণ দল নিয়ে শ্রীলঙ্কা সফরে উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। দলের সেরা তারকাদের ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে ওয়ান ডে সিরিজের যাত্রা শুরু ভারতের।

18 Jul 2021, 10:31:21 PM IST

ম্যাচের সেরা পৃথ্বী শ

৯টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার পৃথ্বী শ।

18 Jul 2021, 10:28:07 PM IST

শ্রীলঙ্কার বোলিং পারফর্ম্যান্স

ডি'সিলভা ২টি ও সান্দাকান ১টি উইকেট নেন।

18 Jul 2021, 10:27:27 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

পৃথ্বী ৪৩, ধাওয়ান অপরাজিত ৮৬, ইশান ৫৯, মণীশ ২৬ ও সূর্যকুমার অপরাজিত ৩১ রান করেন।

18 Jul 2021, 10:11:46 PM IST

ম্যাচ জিতল ভারত

শ্রীলঙ্কার ৯ উইকেটে ২৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৬.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮০ বল বাকি থাকতেই ৭ উইকেটে বড় ব্যবধানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন ধাওয়ান। তিনি ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। সূর্যকুমার ৫টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৩১ রান করে নট-আউট থাকেন।

18 Jul 2021, 10:04:44 PM IST

ভারত ২৫০

৩৫তম ওভারে ভারত দলগত ২৫০ রান পূর্ণ করে। ৩৫ ওভারে ভারত ২৫৬/৩। ধাওয়ান ৮২ ও সূর্যকুমার ২৮ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 10:03:26 PM IST

পরপর বাউন্ডারি সূর্যকুমারের

৩৪তম ওভারে হাসারাঙ্গার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পরপর বাউন্ডারি মারেন সূর্যকুমার। ৩৪ ওভারে ভারত ২৪৫/৩।

18 Jul 2021, 09:59:42 PM IST

৩৩ ওভারে ভারত ২৩১/৩

৩৩ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২৩১ রান তুলেছে। ধাওয়ান ৭৬ ও সূর্যকুমার ৯ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 09:42:35 PM IST

মণীশ আউট

৩১তম ওভারে হাসারাঙ্গার চতুর্থ বলে শানাকার হাতে ধরা পড়েন মণীশ পান্ডে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ২৬ রান করে ক্রিজ ছাড়েন মণীশ। ভারত ২১৫ রানে ৩ উইকেট হারায়। জয়ের জন্য ১৯ ওভারে ৪৮ রান দরকার ভারতের। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

18 Jul 2021, 09:26:58 PM IST

ভারত ২০০

২৮তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে ভারত।

18 Jul 2021, 09:24:40 PM IST

২৭ ওভারে ভারত ১৯৫/২

২৭ ওভারে শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলেছে। ধাওয়ান ৫৭ ও মণীশ ২২ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 09:16:10 PM IST

হাফ-সেঞ্চুরি ধাওয়ানের

অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি শিখর ধাওয়ানের। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন গব্বর।

18 Jul 2021, 08:57:24 PM IST

ভারত ১৫০

২০তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে ভারত। ২০ ওভারে ভারতের স্কোর ১৫৩/২। ধাওয়ান ৩৫ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 08:54:25 PM IST

রিভিউ নিয়ে বাঁচলেন ধাওয়ান

১৯তম ওভারে হাসারাঙ্গার প্রথম বলে ধাওয়ানকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান গব্বর। 

18 Jul 2021, 08:49:45 PM IST

ইশান আউট

১৮তম ওভারে সান্দাকানের পঞ্চম বলে আউট হন ইশান কিষাণ। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৫৯ রান করে উইকেটকিপার ভানুকার দস্তানায় ধরা পড়েন তিনি। ভারত ১৪৩ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মণীশ পান্ডে।

18 Jul 2021, 08:37:38 PM IST

১৫ ওভারে ভারত ১২৬/১

১৫ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলেছে। ইশান ৩৪ বলে ৫৪ ও ধাওয়ান ৩১ বলে ১৮ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 08:34:44 PM IST

ইশানের হাফ-সেঞ্চুরি

অভিষেক টি-২০ ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছিলেন ইশান কিষাণ। এবার ওয়ান ডে অভিষেকেও দুরন্ত অর্ধশতরান করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসের ১৫তম ওভারে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে যান ইশান। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫০ রানের গণ্ডি পেরিয়ে যান তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান।

18 Jul 2021, 08:22:38 PM IST

ভারত ১০০

১৩তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে ভারত। ১৩ ওভারে ভারত ১০৯/১। ইশান ২৬ বলে ৩৯ রানে ব্যাট করছেন। তিনি এখনও পর্যন্ত ৫টি চার ও ২টি 

18 Jul 2021, 08:14:49 PM IST

১০ ওভারে ভারত ৯১/১

১০ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৯১ রান তুলেছে। ইশান ১৪ বলে ২৪ ও ধাওয়ান ২২ বলে ১৩ রান করে অপরাজিত রয়েছেন।

18 Jul 2021, 08:03:46 PM IST

পরপর বাউন্ডারি ইশানের

অষ্টম ওভারের ডি'সিলভার শেষ ৩টি বলে বাউন্ডারি মারেন ইশান। ৮ ওভারে ভারত ৮৪

18 Jul 2021, 07:55:46 PM IST

ছক্কায় খাতা খোলেন ইশান

পৃথ্বী আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাঁকান ইশান কিষাণ। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ভারত ৬ ওভারে ৬৮/১। ওয়ান ডে কেরিয়ারের প্রথম বলে ছক্কা মেরে খাতা খোলার অনবদ্য নজির গড়েন ইশান। 

18 Jul 2021, 07:53:16 PM IST

পৃথ্বী আউট

ষষ্ঠ ওভারে ডি'সিলভার তৃতীয় বলে আউট হয়ে বসেন পৃথ্বী। ৯টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৪৩ রান করে ফার্নান্ডোর হাতে ধরা পড়েন পৃথ্বী। ভারত দলগত ৫৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশান কিষাণ।

18 Jul 2021, 07:44:47 PM IST

ভারত ৫০

পাঁচ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ভারত। ৫ ওভারে ভারত ৫৭/০। পৃথ্বী ২৩ বলে ৪৩ ও ধাওয়ান ৭ বলে ৭ রান করে অপরাজিত রয়েছেন। কোনও ওয়ান ডে ম্যাচের ৫ ওভারে এটাই ভারতের সর্বোচ্চ দলগত ইনিংস। এর আগে ভারত ৫ ওভারে সবথেকে বেশি ৫৩ রান তুলেছিল ২০২০ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

18 Jul 2021, 07:44:16 PM IST

৪ ওভারে ভারত ৪৫/০

৪ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৪৫ রান তুলেছে।পৃথ্বী ১৭ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন। ধাওয়ান নট-আউট রয়েছেন ৭ রানে।

18 Jul 2021, 07:25:57 PM IST

ভারতের রান তাডা করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন পৃথ্ব শ ও শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন চামিরা। প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি মারেন পৃথ্বী। প্রথম ওভারে ওঠে ৯ রান।

18 Jul 2021, 07:02:40 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

চাহার, যুজবেন্দ্র ও কুলদীপ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক ও ক্রুণাল। উইকেট পাননি ভুবনেশ্বর।

18 Jul 2021, 07:01:46 PM IST

শ্রীলঙ্কার ব্যাটিং পারফর্ম্যান্স

ফার্নান্ডো ৩২, ভানুকা ২৭, রাজাপক্ষে ২৪, ডি'সিলভা ১৪, আসালঙ্কা ৩৮, শানাকা ৩৯, হাসারাঙ্গা ৮, করুণারত্নে অপরাজিত ৪৩, উদানা ৮ ও চামিরা ১৩ রান করেন।

18 Jul 2021, 06:53:07 PM IST

ভুবনেশ্বর ৯ ওভারে ৬৩/০

একেবারেই প্রভাবশালী বোলিং করতে পারেননি ভুবনেশ্বর কুমার। তিনি ৯ ওভারে ৬৩ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি।

18 Jul 2021, 06:52:21 PM IST

৫০ ওভারে  শ্রীলঙ্কা ২৬২/৯

নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেটের বিনিময়ে ২৬২ রান তোলে। করুণারত্নে ৩৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৩ রান করে ক্রিজ চাড়েন চামিরা। জয়ের জন্য ভারতের দরকার ২৬৩ রান।

18 Jul 2021, 06:50:17 PM IST

চামিরা আউট, ভুবনেশ্বরের শেষ ওভারে ওঠে ১৯ রান

ভুবনেশ্বরের শেষ ওভারে ১৯ রান তোলেন চামিকা করুণারত্নে। তিনি পাঁচটি বলের মোকাবিলা করেন। রান তোলেন যথাক্রমে ৪, ২, ৬, ৬, ১। শেষ বলে রান-আউট হন চামিরা।

18 Jul 2021, 06:46:36 PM IST

দীপক ৭ ওভারে ৩৭/২

দীপক চাহার ৭ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট পকেটে পোরেন।

18 Jul 2021, 06:45:58 PM IST

কুলদীপ ৯ ওভারে ৪৮/২

কুলদীপ যাদব ৯ ওভার বল করে ৪৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

18 Jul 2021, 06:45:14 PM IST

পান্ডিয়া ৫ ওভারে ৩৩/১

হার্দিক পান্ডিয়া ৫ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন।

18 Jul 2021, 06:39:58 PM IST

৪৮ ওভারে শ্রীলঙ্কা ২৩০/৮

৪৮ ওভার শেষে শ্রীলঙ্কা ৮ উইকেটের বিনিময়ে ২৩০ রান তুলেছে। করুণারত্নে ২৩ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 06:34:47 PM IST

উদানা আউট

৪৭তম ওভারের পঞ্চম বলে হার্দিক পান্ডিয়া তুলে নেন ইসুরু উদানার উইকেট। ৯ বলে ৮ রান করে চাহারের হাতে ধরা পড়েন ইসুরু। শ্রীলঙ্কা ২২২ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চামিরা।

18 Jul 2021, 06:23:48 PM IST

ক্রুণাল পান্ডিয়া ১০ ওভারে ২৬/১

ক্রুণাল পান্ডিয়া ১০ ওভারের বোলিং কোটা শেষ করে ২৬ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে।

18 Jul 2021, 06:22:43 PM IST

চাহাল ১০ ওভারে ৫২/২

যুজবেন্দ্র চাহাল নির্ধারিত ১০ ওভারে ৫২ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন।

18 Jul 2021, 06:21:58 PM IST

৪৫ ওভারে শ্রীলঙ্কা ২১০/৭

৪৫ ওভার শেষে শ্রীলঙ্কা ৭ উইকেচের বিনিময়ে ২১০ রান তুলেছে। করুণারত্নে ১১ ও উদানা ১ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 06:16:58 PM IST

শানাকা আউট

৪৪তম ওভারের পঞ্চম বলে দাসুন শানাকার উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ বলে ৩৯ রান করে হার্দিক পান্ডিয়ার হাতে দরা পড়েন শানাকা। শ্রীলঙ্কা দলগত ২০৫ রানের মাথায় ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইসুরু উদানা।

18 Jul 2021, 06:11:31 PM IST

শ্রীলঙ্কা ২০০

৪৩তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা। ৪৩ ওভার শেষে শ্রীলঙ্কা ২০১/৬।

18 Jul 2021, 05:57:43 PM IST

হাসারাঙ্গা আউট

শ্রীলঙ্কা শিবিরে ফের ধাক্কা দীপক চাহারের। ৪০তম ওভারের দ্বিতীয় বলে এবার তিনি ফিরিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৮ রান করে ধাওয়ানের হাতে ধরা পড়েন হাসারাঙ্গা। শ্রীলঙ্কা দলগত ১৮৬ রানের মাথায় ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চামিকা করুণারত্নে। ৪০ ওভার শেষে শ্রীলঙ্কা ১৮৬/৬। শানাকা ২৯ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 05:45:49 PM IST

আসালঙ্কা আউট

৩৮তম ওভারের দ্বিতীয় বলে আসালঙ্কাকে ফেরালেন দীপক চাহার। ১টি বাউন্ডারির সাহায্যে ৬৫ বলে ৩৮ রান করে ইশান কিষাণের দস্তানায় ধরা পড়েন আসালঙ্কা। শ্রীলঙ্কা দলগত ১৬৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হাসারাঙ্গা।

18 Jul 2021, 05:32:48 PM IST

শ্রীলঙ্কা ১৫০

ইনিংসের ৩৫তম ওভারে শ্রীলঙ্কা দলগত ১৫০ রান পূর্ণ করে। ৩৫ ওভারে শ্রীলঙ্কা ১৫১/৪। আসালঙ্কা ২৯ ও শানাকা ১৩ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 05:15:17 PM IST

৩০ ওভারে ১৩২/৪

৩০ ওভার শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটের বিনিময়ে ১৩২ রান তোলে। আসালঙ্কা ১৯ ও শানাকা ৫ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 05:13:37 PM IST

রান-আউটের সুযোগ হাতছাড়া

২৯তম ওভারে ভুবনেশ্বর চতুর্থ বলে এক রান চুরি করে নেন শানাকা। ফিল্ডার মণীশ পান্ডে সরাসরি স্টাম্পে বল ছুঁড়তে পারলে রান-আউট হতেন শ্রীলঙ্কা অধিনায়ক।

18 Jul 2021, 04:54:40 PM IST

ডি'সিলভা আউট

ইনিংসের ২৫তম ওভারের চতুর্থ বলে ক্রুণাল পান্ডিয়া সাজঘরে ফেরালেন ধনঞ্জয়া ডি'সিলভাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৪ রান করে ভুবনেশ্বক কুমারের হাতে ধরা দেন তিনি। শ্রীলঙ্কা দলগত ১১৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দাসুন শানাকা। অর্ধের ইনিংস শেষ। শ্রীলঙ্কা ২৫ ওভারে ১১৭/৪।

18 Jul 2021, 04:41:06 PM IST

শ্রীলঙ্কা ১০০

২১তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা।

18 Jul 2021, 04:40:32 PM IST

২০ ওভারে শ্রীলঙ্কা ৯৬/৩

২০ ওভার শেষে শ্রীলঙ্কা ৩ উইকেটের বিনিময়ে ৯৬ রান তুলেছে। আসালঙ্কা ৫ ও ডি'সিলভা ২ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 04:26:02 PM IST

ভানুকা আউট

রাজাপক্ষেকে ফেরানোর পর একই ওভারে কুলদীপ আউট করেন মিনোদ ভানুকাকে। ১৭তম ওভারের চতুর্থ বলে মিনোদ ধরে দেন পৃথ্বীর হাতে। ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ২৭ রান করে ক্রিজ ছাড়েন ভানুকা। শ্রীলঙ্কা দলগত ৮৯ রানের মাথায় ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চরিত আসালঙ্কা।

18 Jul 2021, 04:23:21 PM IST

রাজাপক্ষে আউট

ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন কুলদীপ। ১৭তম ওভারের প্রথম বলে তিনি ফিরিয়ে দিলেন ভানুকা রাজাক্ষেকে। ২ট চার ও ২টি ছক্কার সাহায্যে ২২ বলে ২৪ রান করে ধাওয়ানের হাতে ধরা পড়েন তিনি। শ্রীলঙ্কা দলগত ৮৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি'সিলভা।

18 Jul 2021, 04:17:12 PM IST

১৫ ওভারে শ্রীলঙ্কা ৮২/১

১৫ ওভার শেষে শ্রীলঙ্কা ১ উইকেটের বিনিময়ে ৮২ রান তুলেছে। মিনোদ ভানুকা ২১ ও ভানুকা রাজাপক্ষে ২৩ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 04:16:20 PM IST

বিশ্বকাপের পর ফের একসঙ্গে কুলচা জুটি

ইনিংসের ১৩তম ওভারে কুলদীপকে একপ্রান্ত দিয়ে আক্রমণে নিয়ে আসেন ধাওয়ান। অন্য প্রান্ত দিয়ে বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল। ২০১৯ বিশ্বকাপের পর ফের জাতীয় দলের হয়ে একসঙ্গে বোলিং করলেন কুলচা জুটি।

18 Jul 2021, 03:54:40 PM IST

শ্রীলঙ্কা ৫০

দশম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা। ১০ ওভার শেষে শ্রীলঙ্কা ৫৫/১।

18 Jul 2021, 03:49:38 PM IST

ফার্নান্ডো আউট

বল হাতে নিয়েই ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন যুজবেন্দ্র চাহাল। ক্যাপ্টেন ধাওয়ান চাহালকে বোলিং আক্রমণে নিয়ে আসেন ইনিংসের দশম ওভারে। প্রথম বলেই তিনি সাজঘরে ফেরান সেটা হয়ে যাওয়া ফার্নান্ডোকে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৩২ রান করে মণীশ পান্ডের হাতে ধরা পড়েন ফার্নান্ডো। শ্রীলঙ্কা দলগত ৪৯ রানে প্রথম উইকেট হারায়। ক্রিকেট নতুন ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে।

18 Jul 2021, 03:44:27 PM IST

বোলিংয়ে পান্ডিয়া

ওয়ান ডে ক্রিকেটে ফের বল হাতে নিলেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের নবম ওভারে তাঁর হাতে বল তুলে দেন ক্যাপ্টেন ধাওয়ান। হার্দিক প্রথম ওভারে ২টি বাউন্ডারি-সহ ৯ রান খরচ করেন। শ্রীলঙ্কা ৯ ওভারে বিনা উইকেটে ৪৯ রান তুলেছে। ফার্নান্ডো ৩২ রান করেছেন। ভানুকা ১২ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 03:27:15 PM IST

শ্রীলঙ্কা ৫ ওভারে ২৬/০

৫ ওভারের শেষে শ্রীলঙ্কা কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে। ফার্নান্ডো ২০ ও ভানুকা ৪ রানে ব্যাট করছেন।

18 Jul 2021, 03:14:01 PM IST

২ ওভারে শ্রীলঙ্কা ১৪/০

ভুবনেশ্বরের প্রথম ওভারে ৪ রান ওঠে। দীপক চাহারের দ্বিতীয় ওভারে ১০ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন ফার্নান্ডো। ২ ওভার শেষে শ্রীলঙ্কা কোনও উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে।

18 Jul 2021, 03:02:53 PM IST

ম্যাচ শুরু

শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামেন আবিষ্কা ফার্নান্ডো ও মিনোদ ভানুকা। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার।

18 Jul 2021, 03:01:13 PM IST

জন্মদিনে ওয়ান ডে অভিষেক ইশানের

জন্মদিনে ওয়ান ডে অভিষেক ইশানের। ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের জন্মদিনে জাতীয় দলের জার্সি হাতে পেলেন ইশান। বিস্তারিত পড়ুন: জন্মদিনে বড় উপহার, জাতীয় দলের হয়ে ODI-এ অভিষেক, নতুন পালক ইশান কিষাণের মুকুটে

18 Jul 2021, 02:50:09 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

আবিষ্কা ফার্নান্ডো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয়া ডি'সিলভা, চরিত আসালঙ্কা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষণ সান্দাকান, দুষ্মন্ত চামিরা ও চামিকা করুণারত্নে।

18 Jul 2021, 02:46:57 PM IST

ভারতের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), পৃথ্বী শ, ইশান কিষাণ (উইকেটকিপার), মণীশ পান্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

18 Jul 2021, 02:39:03 PM IST

একই সঙ্গে ওয়ান ডে অভিষের ইশান ও সূর্যকুমারের

একই সঙ্গে জাতীয় দলের হয়ে টি-২০ ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই তারকা ইশান কিষাণ ও সূর্যকুমার যাদব। এবার কলম্বোয় একই সঙ্গে ওয়ান ডে অভিষেক হল দুই তারকার। শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে ওয়ান ডে অভিষের হয় ভানুকা রাজাপক্ষের।

18 Jul 2021, 02:34:30 PM IST

টস জিতল শ্রীলঙ্কা

কলম্বোয় ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাট টস জিতল শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সুতরাং, সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে শুরুতে ফিল্ডিং ভারতের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.