বাংলা নিউজ > ময়দান > India vs Sri Lanka: ভুবিকে নিয়ে রূপকথার লড়াই চাহারের, সিরিজ জয় নিশ্চিত করল ভারত
ম্যাচ জেতালেন ভুবনেশ্বর-চাহার। ছবি- আইসিসি।

India vs Sri Lanka: ভুবিকে নিয়ে রূপকথার লড়াই চাহারের, সিরিজ জয় নিশ্চিত করল ভারত

হাফ-সেঞ্চুরি করে আউট হন সূর্যকুমার যাদব। কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস দীপকের।

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। এবার শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে বিধ্বস্ত করে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

20 Jul 2021, 11:42:49 PM IST

ম্যাচের সেরা দীপক চাহার

ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেওয়া দীপক চাহার সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

20 Jul 2021, 11:32:30 PM IST

শ্রীলঙ্কার বোলিং পারফর্ম্যান্স

হাসারাঙ্গা ৩টি এবং রজিথা, সান্দাকান ও শানাকা ১টি করে উইকেট নেন।

20 Jul 2021, 11:31:37 PM IST

ভারতের ব্যাটিং পারফর্ম্যান্স

পৃথ্বী ১৩, ধাওয়ান ২৯, ইশান ১ , মণীশ ৩৭, সূর্যকুমার ৫৩, হার্দিক ০, ক্রুণাল ৩৫, দীপক অপরাজিত ৬৯ ও ভুবনেশ্বর অপরাজিত ১৯ রান করেন।

20 Jul 2021, 11:29:44 PM IST

কেরিয়ারের সর্বোচ্চ ইনিংস চাহারের

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন দীপক চাহার। তিনি ৬৯ রান করে অপরাজিত থাকেন। এর আগে ঘরোয়া লিস্ট-এ ক্রিকেটের একটি ম্যাচে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। এতদিন সেটিই ছিল সব ফর্ম্যাটে ধরনের ক্রিকেট মিলিয়ে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। কলম্বোয় সেই নজির টপকে যান দীপক।

20 Jul 2021, 11:27:43 PM IST

সিরিজ জিতল টিম ইন্ডিয়া

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল ভারত। এবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ৯ উইকেটে ২৭৫ রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৭ রান তুলে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ভারতীয় দল। 

20 Jul 2021, 11:23:35 PM IST

ম্যাচ জিতল ভারত

শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে ভারতকে ম্যাচ জেতালেন দীপক চাহার। ৭টি চার ও ১টি ছ্ক্কার সাহায্যে ৮২ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন দীপক। ২টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৯ রান করে নটআউট থাকেন ভুবনেশ্বর কুমার।

20 Jul 2021, 11:21:54 PM IST

শেষ ওভারে দরকার ৩ রান

চূড়ান্ত উত্তেজনা। ৪৯ ওভারে ভারত ২৭৩/৭। শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ৩ রান।

20 Jul 2021, 11:17:37 PM IST

৪৮তম ওভারে ওঠে ১ রান

৪৮ ওভারে ভারত ২৬১/৭। জয়ের জন্য ১২ বলে ভারতের দরকার ১৫ রান।

20 Jul 2021, 11:13:57 PM IST

১৮ বলে ভারতের দরকার ১৬

৪৭ ওভারে ভারত ২৬০/৭। জয়ের জন্য ১৮ বলে ভারতের দরকার ১৬ রান।

20 Jul 2021, 11:05:52 PM IST

৪ ওভারে ভারতের দরকার ২৯

৪৬ ওভারে ভারত ২৪৭/৭। জয়ের জন্য ৪ ওভারে ভারতের দরকার ২৯ রান।

20 Jul 2021, 11:05:00 PM IST

৪৫ ওভারে ভারত ২৪৫/৭

৪৫ ওভার শেষে ভারত ৭ উইকেটের বিনিময়ে ২৪৫ রান তুলেছে। দীপক চাহার ৫১ ও ভুবনেশ্বর ৬ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 10:57:51 PM IST

দীপক চাহারের হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দীপক চাহার। এক আগে ৩টি ওয়ান ডে ও ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দীপকের সর্বোচ্চ ইনিংস ছিল ১২ রানের। যদিও ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২টি, লিস্ট-এ ক্রিকেটে ১টি ও ঘরোয়া টি-২০ ক্রিকেটে ১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম অর্ধশতরানের মুখ দেখলেন দীপক।

20 Jul 2021, 10:57:09 PM IST

৩৬ বলে ভারতের দরকার ৩৫ রান

৪৪ ওভারে ভারত ২৪১/৭। জয়ের জন্য ৩৬ বলে ভারতের দরকার ৩৫ রান। দীপক চাহার ৪৯ ও ভুবনেশ্বর ৫ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 10:51:50 PM IST

৪৩ ওভারে ভারত ২২৯/৭

৪৩ ওভারে ভারত ৭ উইকেটের বিনিময়ে ২২৯ রান তুলেছে। চাহার ৩৮ ও ভুবনেশ্বর ৫ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 10:37:49 PM IST

৪০ ওভারে ভারত ২০৯/৭

৪০ ওভারে ভারত ৭ উইকেটের বিনিময়ে ২০৯ রান তুলেছে। চাহার ২২ ও ভুবনেশ্বর ৩ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 10:31:46 PM IST

ভারত ২০০

৩৯তম ওভারে ভারত দলগত ২০০ রান পূর্ণ করে।

20 Jul 2021, 10:22:08 PM IST

ক্রুণাল পান্ডিয়া আউট

৩৬তম ওভারে হাসারাঙ্গার প্রথম বলেই বোল্ড হন ক্রুণাল পান্ডিয়া। ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ৩৫ রান করে ক্রিজ ছাড়েন ক্রুণাল। ভারত ১৯৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার।

20 Jul 2021, 10:19:28 PM IST

৩৫ ওভারে ভারত ১৯৩/৬

৩৫ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে। জয়ের জন্য ১৫ ওভারে দরকার ৮৩ রান। ক্রুণাল পান্ডিয়া ৩৫ ও দীপক চাহার ৯ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 10:00:21 PM IST

৩০ ওভারে ভারত ১৭৫/৬

৩০ ওভার শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে। জয়ের জন্য ২০ ওভারে দরকার ১০১ রান। ক্রুণাল পান্ডিয়া ২৬ ও দীপক চাহার ২ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 09:44:06 PM IST

সূর্যকুমার আউট

২৭তম ওভারের শেষ বলে আউট হলেন সূর্যকুমার। সান্দাকানের বলে এলবিডব্লিউ হন তিনি। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ৫৩ রান করে ক্রিজ ছাড়েন সূর্য। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ভারত ১৬০ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীপক চাহার।

20 Jul 2021, 09:38:42 PM IST

সূর্যকুমারের হাফ-সেঞ্চুরি

৬টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ খরেন সূর্যকুমার যাদব। কেরিয়ারের দ্বিতীয় টি-২০ ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার। এবার কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি।

20 Jul 2021, 09:38:07 PM IST

ভারত ১৫০

২৭তম ওভারে ভারত দলগত ১৫০ রান পূর্ণ করে।

20 Jul 2021, 09:34:58 PM IST

২৫ ওভারে ভারত ১৪৭/৫

২৫ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছে। সূর্যকুমার ৪৭ ও ক্রুণাল পান্ডিয়া ১৩ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 09:14:41 PM IST

২০ ওভারে ভারত ১২৬/৫

২০ ওভার শেষে ভারত ৫ উইকেটের বিনিময়ে ১২৬ রান তুলেছে। সূর্যকুমার ৩৭ ও ক্রুণাল পান্ডিয়া ২ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 09:02:08 PM IST

হার্দিক আউট

১৮তম ওভারের শেষ বলে শানাকা তুলে নিলেন হার্দিক পান্ডিয়ার উইকেট। ৩ বলে খাতা খোলার আগেই ডি'সিলভার হাতে ধরা পড়েন পান্ডিয়া। যদিও প্রথম বলেই জীবনদান পেয়েছিলেন হার্দিক। ভারত ১১৬ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রুণাল পান্ডিয়া।

20 Jul 2021, 08:56:52 PM IST

মণীশ পান্ডে আউট

১৮তম ওভারের দ্বিতীয় বলে নন-স্ট্রাইকার প্রান্তে দুর্ভাগ্যজনর রান-আউট হয়ে সাজঘরে ফেরেন মণীশ পান্ডে। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৩৭ রান করে ক্রিজ ছাড়েন মণীশ। ভারত ১১৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।

20 Jul 2021, 08:47:57 PM IST

ভারত ১০০

১৬তম ওভারে ভারত দলগত ১০০ রান পূর্ণ করে। ভারতের স্কোর ১০৭/৩। মণীশ ৩৩ ও সূর্যকুমার ২৬ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 08:42:20 PM IST

১৫ ওভারে ভারত ৯৫/৩

১৫ ওভার শেষে টিম ইন্ডিয়া ৩ উইকেটের বিনিময়ে ৯৫ রান তুলেছে। মণীশ ৩২ ও সূর্যকুমার ১৫ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 08:26:49 PM IST

ধাওয়ান আউট

বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ১২তম ওভারের শেষ বলে আউট হলেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ২৯ রান করে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হন শিখর। ভারত ৬৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

20 Jul 2021, 08:15:23 PM IST

১০ ওভারে ভারত ৬০/২

১০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। ধাওয়ান ২৮ ও মণীশ ১৩ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 08:06:54 PM IST

ভারত ৫০

৮ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ভারত। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৫০/২। ধাওয়ান ২৩ ও মণীশ ৯ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 07:51:45 PM IST

ইশান আউট

পঞ্চম ওভারের শেষ বলে ইশান কিষাণকে বোল্ড করেন কাসুন রজিথা। ৪ বলে ১ রান করে সাজঘরে ফেরেন গত ম্যাচে হাফ-সেঞ্চুরি করা ইশান। ভারত ৩৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মণীশ পান্ডে। ৫ ওভারে ভারত ৩৯/২। ধাওয়ান ২২ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 07:51:09 PM IST

৪ ওভারে ভারত ৩৬/১

৪ ওভারে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান তুলেছে। ধাওয়ান ৫টি বাউন্ডরির সাহায্যে ২১ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 07:37:42 PM IST

পৃথ্বী আউট

তৃতীয় ওভারের শেষ বলে আউট হলেন পৃথ্বী। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৩ রান করে হাসারাঙ্গার বলে বোল্ড হন তিনি। ভারত ২৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশান কিষাণ। 

20 Jul 2021, 07:37:13 PM IST

২ ওভারে ভারত ২৬/০

২ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ২৬ রান তুলেছে। চামিরার ওভারের ধাওয়ান তিনটি বাউন্ডারি মারেন। পৃথ্বী ১২ ও ধাওয়ান ১২ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 07:30:24 PM IST

পরপর ৩টি বাউন্ডারি পৃথ্বীর

গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন, পৃথ্বী শ দ্বিতীয় ম্যাচে ব্যাটিং শুরু করেন ঠিক তার পর থেকে। প্রথম ওভারে কাসুন রজিথার শেষ তিন বলে পরপর তিনটি বাউন্ডারি মারেন পৃথ্বী। প্রথম ওভারে ওঠে ১৪ রান। 

20 Jul 2021, 07:26:15 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের হয়ে ওপেন করতে নামেন পৃথ্বী শ ও শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন কাসুন রজিথা।

20 Jul 2021, 07:16:41 PM IST

ভারতের বোলিং পারফর্ম্যান্স

ভুবনেশ্বর ৫৪ রানে ৩টি উইকেট নেন। চাহাল ৫০ রানে ৩টি উইকেট দখল করেন। দীপক চাহার ৫৩ রানে ২টি উইকেট নেন। উইকেট পাননি হার্দিক, ক্রুণাল ও কুলদীপ। 

20 Jul 2021, 07:14:58 PM IST

শ্রীলঙ্কার ব্যাটিং পারফর্ম্যান্স

ফার্নান্ডো ৫০, ভানুকা ৩৬, রাজাপক্ষে ০, ডি'সিলভা ৩২, আসালঙ্কা ৬৫, শানাকা ১৬, হাসারাঙ্গা ৮, করুণারত্নে অপরাজিত ৪৪, চামিরা ২, সান্দাকান ০ ও রজিথা অপরাজিত ১ রান করেন।

20 Jul 2021, 07:14:58 PM IST

ফার্নান্ডো

20 Jul 2021, 06:56:43 PM IST

৫০ ওভারে শ্রীলঙ্কা ২৭৫/৯

শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৭৫ রান তোলে। করুণারত্নে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন রজিথা। জয়ের জন্য ভারতের প্রয়োজন ২৭৬ রান।

20 Jul 2021, 06:49:44 PM IST

সান্দাকান আউট

৫০তম ওভারের তৃতীয় বলে রান-আউট হন সান্দাকান। খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। শ্রীলঙ্কা ২৬৬ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান কাসুন রজিথা।

20 Jul 2021, 06:49:05 PM IST

চামিরা আউট

৫০তম ওভারের প্রথম বলে ভুবনেশ্বর আউট করেন চামিরাকে। ৫ বলে ২ রান করে পরিবর্ত ফিল্ডার দেবদূত পাডিক্কালের হাতে ধরা পড়েন চামিরা। ক্রিজে নতুন ব্যাটসম্যান সান্দাকান। শ্রীলঙ্কা ২৬৪ রানে ৮ উইকেট হারায়। ভুবনেশ্বরের এটি তৃতীয় শিকার।

20 Jul 2021, 06:48:27 PM IST

শ্রীলঙ্কা ২৫০

৪৮তম ওভারে দলগত ২৫০ রানপূর্ণ করে শ্রীলঙ্কা। ৪৮ ওভারে শ্রীলঙ্কা ২৫২/৭। করুণারত্নে ২৫ ও চামিরা ১ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 06:37:31 PM IST

আসালঙ্কা আউট

৪৮তম ওভারের প্রথম বলে আসালঙ্কাকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৮ বলে ৬৫ রান করে পরিবর্ত ফিল্ডার দেবদূত পাডিক্কালের হাতে ধরা পড়েন আসালঙ্কা। শ্রীলঙ্কা ২৪৪ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চামিরা।

20 Jul 2021, 06:27:21 PM IST

৪৫ ওভারে শ্রীলঙ্কা ২২৯/৬

৪৫ ওভার শেষে শ্রীলঙ্কা ৬ উইকেটের বিনিময়ে ২২৯ রান তুলেছে। আসালঙ্কা ৫৬ ও করুণারত্নে ১২ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 06:24:57 PM IST

আসালঙ্কার হাফ-সেঞ্চুরি

৪টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন আসালঙ্কা।

20 Jul 2021, 06:23:42 PM IST

শ্রীলঙ্কা ২০০

৪১তম ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা।

20 Jul 2021, 06:02:59 PM IST

৪০ ওভারে শ্রীলঙ্কা ১৯৫/৬

৪০ ওভার শেষে শ্রীলঙ্কা ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান তুলেছে। আসালঙ্কা ৩৪ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 05:59:52 PM IST

হাসারাঙ্গা আউট

৪০তম ওভারের প্রথম বলে দীপক চাহার ফেরালেন হাসারাঙ্গাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৮ রান করে বোল্ড হন তিনি। শ্রীলঙ্কা ১৯৪ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চামিকা করুণারত্নে। ম্যাচে চাহারের এটি দ্বিতীয় উইকেট।

20 Jul 2021, 05:43:46 PM IST

শানাকা আউট

৩৬তম ওভারের দ্বিতীয় বলে শানাকাকে বোল্ড করেন চাহাল। ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বল ১৬ রান করে সাজঘরে ফেরেন দাসুন। শ্রীলঙ্কা ১৭২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। চাহালের এটি ম্যাচে তৃতীয় উইকেট।

20 Jul 2021, 05:43:12 PM IST

৩৫ ওভারে শ্রীলঙ্কা ১৭১/৪

৩৫ ওভার শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান তুলেছে। আসালঙ্কা ২৩ ও শানাকা ১৬ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 05:42:13 PM IST

শ্রীলঙ্কা ১৫০

৩১তম ওভারে শ্রীলঙ্কা দলগত ১৫০ রান টপকে যায়। ৩১ ওভারে শ্রীলঙ্কা ১৫৫/৪।

20 Jul 2021, 05:40:34 PM IST

৩০ ওভারে শ্রীলঙ্কা ১৪৪/৪

৩০ ওভার শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলেছে। আসালঙ্কা ৯ ও শানাকা ৩ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 05:37:46 PM IST

ডি'সিলভা আউট

২৮তম ওভারের দ্বিতীয় বলে দীপক চাহার ফিরিয়ে দিলেন ধনঞ্জয়া ডি'সিলভাকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ৩২ রান করে ধাওয়ানের হাতে ধরা পড়েন তিনি। শ্রীলঙ্কা ১৩৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দাসুন শানাকা।

20 Jul 2021, 04:55:45 PM IST

ফার্নান্ডো আউট

২৫তম ওভারের শেষ বলে ভুবনেশ্বর কুমার ফিরিয়ে দিলেন ফার্নান্ডোকে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৫০ রান করে ক্রুণাল পান্ডিয়ার হাতে ধরা পড়েন ফার্নান্ডো। শ্রীলঙ্কা ১২৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান চরিত আসালঙ্কা।

20 Jul 2021, 04:52:58 PM IST

হাফ-সেঞ্চুরি ফার্নান্ডোর

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফার্না

20 Jul 2021, 04:34:54 PM IST

শ্রীলঙ্কা ১০০

২১তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা। ২১ ওভারে শ্রীলঙ্কা ১০৩/২

20 Jul 2021, 04:34:29 PM IST

২০ ওভারে শ্রীলঙ্কা ৯৮/২

২০ ওভার শেষে শ্রীলঙ্কা ২ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলেছে। ফার্নান্ডো ৩৯ ও ডি'সিলভা ১১ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 04:19:24 PM IST

১৫ ওভারে শ্রীলঙ্কা ৮৩/২

১৫ ওভার শেষে শ্রীলঙ্কা ২ উইকেটের বিনিময়ে ৮৩ রান তুলেছে। ফার্নান্ডো ৩২ ও ডি'সিলভা ৪ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 04:18:32 PM IST

স্টাম্প আউটের আবেদন

১৪তম ওভারের শেষ বলে ফার্নান্ডোর বিরুদ্ধে স্টাম্প আউটের জোরালো আবেদন জানায় ভারত। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখে আবেদন নাকচ করেন।

20 Jul 2021, 04:08:39 PM IST

রাজাপক্ষে আউট

পরপর দু'বলে দু'টি উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। ১৪তম ওভারের তৃতীয় বলে সদ্য ক্রিজে আসা রাজাপক্ষেকে সাজঘরে ফেরান তিনি। খাতা খোলার আগেই ইশান কিষাণের দস্তানায় ধরা দেন রাজাপক্ষে। শ্রীলঙ্কা ৭৭ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি'সিলভা। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও চাহাল এ যাত্রায় তা কাজে লাগাতে পারেননি। 

20 Jul 2021, 04:08:06 PM IST

ভানুকা আউট

ভারতকে ম্যাচের প্রথম সাফল্য এনে দিলেন যুজবেন্দ্র চাহাল। ১৪তম ওভারের দ্বিতীয় বলে চাহাল ফিরিয়ে দেন মিনোদ ভানুকাকে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৩৬ রান করে মণীশ পান্ডের হাতে ধরা পড়েন ভানুকা। শ্রীলঙ্কা ৭৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে।

20 Jul 2021, 03:53:27 PM IST

১০ ওভারে শ্রীলঙ্কা ৫৯/০

১০ ওভার শেষে শ্রীলঙ্কা কোনও উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছে। ফার্নান্ডো ২৬ ও ভানুকা ২৮ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 03:40:06 PM IST

শ্রীলঙ্কা ৫০

অষ্টম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৫৩। ফার্নান্ডো ২৫ ও ভানুকা ২৬ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 03:32:05 PM IST

নো বলে শুরু হার্দিকের

ইনিংসের সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়াকে বোলিং আক্রমণে নিয়ে আসেন ধাওয়ান। প্রথম বলেই ওভার স্টেপ করে বসেন পান্ডিয়া। নো বল হওয়ায় পরের বলে ফ্রি-হিট পায় শ্রীলঙ্কা। সুযোগ কাজে লাগিয়ে বাউন্ডারি মারেন ফার্নান্ডো।

20 Jul 2021, 03:30:17 PM IST

৫ ওভারে শ্রীলঙ্কা ২৮/০

৫ ওভার শেষে শ্রীলঙ্কা কোনও উইকেট না হারিয়ে ২৮ রান তুলেছে। ফার্নান্ডো ১৫ ও ভানুকা ১২ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 03:15:08 PM IST

৩ ওভারে শ্রীলঙ্কা ৭/০

৩ ওভার শেষে শ্রীলঙ্কা কোনও উইকেট না হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে। ফার্নান্ডো ৩ ও ভানুকা ৪ রানে ব্যাট করছেন।

20 Jul 2021, 03:13:31 PM IST

ক্যাচ মিস

দ্বিতীয় ওভারে দীপক চাহারের শেষ বলে ভানুকার ক্যাচ ছাড়েন মণীশ পান্ডে।

20 Jul 2021, 03:03:22 PM IST

ম্যাচ শুরু

শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামেন আবিষ্কা ফার্নান্ডো ও মিনোদ ভানুকা। ভারতের হয়ে নতুন বলে দৌড় শুরু করেন ভুবনেশ্বর কুমার।

20 Jul 2021, 02:45:02 PM IST

শ্রীলঙ্কার রদবদল

শ্রীলঙ্কা তাদের প্রথম একাদশে একটি মাত্র পরিবর্তন করে। তারা ইসুরু উদানাকে বসিয়ে মাঠে নামায় কাসুন রজিথাকে।

20 Jul 2021, 02:44:19 PM IST

অপরিবর্তিত দল নিয়ে মাঠে ভারত

দলে একঝাঁক নতুন ক্রিকেটার থাকায় মনে করা হয়েছিল বুঝি ভারত প্রথম একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাবে। যদিও আগে সিরিজ জয় নিশ্চিত করার দিকেই নজর দিল টিম ইন্ডিয়া। তাই অপরিবর্তিত প্রথম একাদশেই দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন শিখর ধাওয়ানরা। সঞ্জু স্যামসন ফিট হয়ে উঠলেও প্লেয়িং ইলেভেনে জায়গা হল না তাঁর।

20 Jul 2021, 02:37:14 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

আবিষ্কা ফার্নান্ডো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয়া ডি'সিলভা, চরিত আসালঙ্কা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাসুন রজিথা, লক্ষণ সান্দাকান, দুষ্মন্ত চামিরা ও চামিকা করুণারত্নে।

20 Jul 2021, 02:37:14 PM IST

ভারতের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), পৃথ্বী শ, ইশান কিষাণ (উইকেটকিপার), মণীশ পান্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

20 Jul 2021, 02:37:14 PM IST

টস জিতল শ্রীলঙ্কা

প্রথম ওয়ান ডে ম্যাচের মতো কলম্বোয় ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচেও টস জিতল শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা আগের মতোই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সুতরাং, সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও শুরুতে ফিল্ডিং ভারতের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘সন্ত্রাসবাদীদের জন্য কেন কেঁদেছিলেন’, বাটলা হাউস নিয়ে সোনিয়াকে আক্রমণ নড্ডার ‘‌টাকা কত লাগবে দেখে নিন’‌, টিকিট পেতে অর্থ দেওয়ার অভিযোগ, কবিরের অডিয়ো ফাঁস দ্বিতীয় বিয়ের পর মিলেছে খোঁটা! অপমান ভুলে রাতুলে মজে রূপাঞ্জনা, বউভাতের ঝলক বান্ধবীর জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় পাকিস্তানে বন্ধুকে গুলি করে খুন যুবকের ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার ভাইরাল কাণ্ড Mango Benefits: আম স্বাদ ও স্বাস্থ্যের ভাণ্ডার, আম খেলে কী কী উপকার পাবেন দেখুন হেলথ ফুড ক্যাটাগরি থেকে বাদ পড়ল হরলিক্স! ছোটদের জন্য আর স্বাস্থ্যকর নয় এটি? দশম শ্রেণিতে ৯৩.৫% নম্বর দেখে অজ্ঞান শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে

Latest IPL News

ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.