বাংলা নিউজ > ময়দান > Ind vs Sl: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা হল না, ক্যাচ মিসের খেসারত দিতে হল ভারতকে
ভারতকে ২২৫ রানে অল আউট করল শ্রীলঙ্কা।

Ind vs Sl: শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা হল না, ক্যাচ মিসের খেসারত দিতে হল ভারতকে

টস জিতে শুরুতে ব্যাটিং ভারতের। প্রথমে ব্যাট করে ২২৫ রানে অল আউট হয়ে যায় ভারত। ডার্কওয়ার্থ লুইসের নিয়মে জিততে হলে শ্রীলঙ্কাকে ২২৭ রান করতে হত। ৭ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। তবে ভারত ২-১ একদিনের সিরিজ গেল।

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত। শ্রীলঙ্কাকে দ্বিতীয় ম্যাচে বিধ্বস্ত করে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে নিয়মরক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচে সিংহলিদের হোয়াইটওয়াশ করা হল না ভারতের।

23 Jul 2021, 11:35:35 PM IST

শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা হল না ভারতের

প্রথমে ব্যাটিং ব্যর্থতা। তার পরে ফিল্ডিং। পরপর ক্যাচ মিসের খেসারত ভারতকে ম্যাচ হেরেই দিতে হল। শ্রীলঙ্কার কাছে তৃতীয় একদিনের ম্যাচে ৭ উইকেটে হারল ভারত। আগের দু'টো ম্যাচ জেতায় অবশ্য সিরিজ তারা আগেই জিতে গিয়েছিল। কিন্তু এ দিন জিতলে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারতেন শিখর ধাওয়ানরা। কিন্তু টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হাসল শ্রীলঙ্কা।

23 Jul 2021, 11:28:24 PM IST

চামিকা করুণারত্নে আউট

তিনটে উইকেট নিল রাহুল চাহার। আউট করলেন চামিকা করুণারত্নে। ৭ উইকেট পড়লেও ভারতের আর জেতার সম্ভাবনা নেই।

23 Jul 2021, 11:18:40 PM IST

অভিষ্কা ফার্নান্দো আউট

রাহুল চাহারের বলে ৭৬ রান করে আউট হন অভিষ্কা ফার্নান্দো। তবে তাঁকে আউট করতে বড় দেরী করে ফেলল ভারত। ম্যাচ ইতিমধ্যে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে।

23 Jul 2021, 11:10:24 PM IST

৩৫ ওভার: ২১১/৫

দুরন্ত ছন্দে অভিষ্কা ফার্নান্দো। ৯৪ বলে ৭৫ রান করে অপরাজিত রয়েছেন তিনি। তিনি একাই দায়িত্ব নিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছেন। আর ভারত এ দিন যে হারে ক্যাচ মিস করেছে, তাতেই ম্যাচ হাতছাড়া করে ফেলেছে তারা।

23 Jul 2021, 11:01:25 PM IST

দাসুন শনাকা আউট হলেন

রাহুল চাহারের বলে দাসুন শনাকার ক্যাচ ধরেন হার্দিক পাণ্ডিয়া। ৩৩ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান শ্রীলঙ্কার।

23 Jul 2021, 10:55:34 PM IST

আশালাঙ্কা আউট

আশালাঙ্কাকে আউট করলেন হার্দিক পাণ্ডিয়া। ৩২ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান শ্রীলঙ্কার। 

23 Jul 2021, 10:17:59 PM IST

ধনঞ্জয়া ডি'সিলভা আউট

ধনঞ্জয়া ডি'সিলভাকে ফেরালেন চেতন সাকারিয়া। দুই উইকেট নিয়ে আশার আলো দেখাচ্ছেন সাকারিয়া।

23 Jul 2021, 10:06:06 PM IST

আউট হলেন রাজাপক্ষে

সাকারিয়াকে বাউন্ডারির বাইরে পাঠাতে গেলে ক্যাচ ধরেন গৌতম। ৫৬ বলে ৬৫ রান করে আউট হলেন ভানুকা রাজাপক্ষে। ২৩ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ১৪৪।

23 Jul 2021, 09:53:54 PM IST

রাজাপক্ষের অর্ধশতরান

অভিষ্কা ফার্নান্দোর পর হাফসেঞ্চুরি করে ফেলল রাজাপক্ষে। দুই ব্যাটসম্যান যে ভাবে খেলছে, তাতে ভারতের সম্ভবত শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ আর করা হল না।

23 Jul 2021, 09:38:27 PM IST

অর্ধশতরান করে ফেলল অভিষ্কা

৫৩ বলে ৫০ রান করে ফেলল অভিষ্কা ফার্নান্দো। ১৭ ওভারে ১০৪ রান শ্রীলঙ্কার। চাপে পড়ে গিয়েছে ভারত।

23 Jul 2021, 09:30:15 PM IST

১৫ ওভার: ৯২/১

ভানুকা রাজাপক্ষে ২৮ বলে ২৮ রান করেছেন। অভিষ্কা ফার্নান্দো ৪৬ বলে ৪৬ রান করে অপরাজিত রয়েছেন।

23 Jul 2021, 09:21:20 PM IST

১৩ ওভার: ৮১/১

ভানুকা রাজাপক্ষে ২৭ বলে ২৮ রান করেছেন। অভিষ্কা ফার্নান্দো ৩৫ বলে ৩৮ রান করেছেন।

23 Jul 2021, 08:57:51 PM IST

ভানুকা আউট

কৃষ্ণাপ্পা গৌতমের বলে ৭ রান করে মিনোদ ভানুকা আউট হলেন। ক্যাচ ধরলেন সাকারিয়া।

23 Jul 2021, 08:45:27 PM IST

৫ ওভার: ২৫/

৫ ওভারে ২৫ রান শ্রীলঙ্কার। কোনও উইকেট এখনও পড়েনি। মিনোদ ভানুকা ৭ এবং অভিষ্কা ফার্নান্দো ১৬ রান করেছেন।

23 Jul 2021, 08:36:25 PM IST

ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা

মিনোদ ভানুকা এবং অভিষ্কা ফার্নান্দো ওপেন করতে নেমেছেন।

23 Jul 2021, 08:14:11 PM IST

৪৩.১ ওভার: ২২৫ রানে শেষ ভারতের ইনিংস

পৃথ্বী শ'র ৪৯, সঞ্জু স্যামসনের ৪৬ এবং সূর্যকুমার যাদবের ৪০ রান বাদ দিলে ভারতের বাকি ক্রিকেটাররা কেউই ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। ভারতের ব্যাটিং ব্যর্থতার জেরে ২৩ বল বাকি থাকতেই ২২৫ রানে অল আউট হয়ে যায় ভারত। অভিষেক ম্যাচে সঞ্জু কিছুটা চেষ্টা করলেও নিরাশ করলেন নীতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতমরা। মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় ওভার কমে ৪৭ হয়ে গিয়েছিল। তাতেও ভারত শেষ রক্ষা করতে পারল না। ২২৫ রানের পুঁজি নিয়ে ভারত কি আদৌ পারবে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে? দেখার শ্রীলঙ্কার ইনিংসে কী হয়?

23 Jul 2021, 07:58:32 PM IST

রাহুল চাহার আউট

করুণারত্নের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন রাহুল চাহার। ২৫ বলে ১৩ রান করেছেন তিনি। ৯ উইকেটে হারিয়ে বেশ চাপে ভারত।

23 Jul 2021, 07:44:45 PM IST

৪০ ওভার: ২১৮/৮

ক্রিজে রয়েছেন রাহুল চাহার এবং নভদীপ সাইনি। রাহুল ১৯ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন। আর সাইনি ২৫ বলে ১১ রান করেছেন।

23 Jul 2021, 07:23:27 PM IST

৩৩ ওভার: ১৯৫/৮

আকিলা ধনঞ্জয়ের ওভারে ভারতের দু'উইকেট পড়েছে। মোট তিন উইকেট নিয়েছেন ধনঞ্জয়। মাত্র ৩ রান দিয়েছেন তিনি। অসম্ভব চাপে পড়ে গিয়েছে ভারত।

23 Jul 2021, 07:21:07 PM IST

নীতিশ রানা আউট

অভিষেক ম্যাচে কিছুই করে উঠতে পারলেন না নীতিশ রানা। যেখানে পরপর উইকেট পড়ছে, সেখানে তাঁর ক্রিজে থেকে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, যেমনটা দীপক চাহার করেছিলেন। কিন্তু ১৪ বলে মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফিরে গেলেন রানা।

23 Jul 2021, 07:18:46 PM IST

কৃষ্ণাপ্পা গৌতম আউট

নেমেই সাজঘরে ফিরে গেলেন কৃষ্ণাপ্পা গৌতম। ধনঞ্জয়ের বলে এলবিডব্লু হন গৌতম।

23 Jul 2021, 07:12:43 PM IST

সূর্যকুমার যাদব আউট

ভারতের যখন একের পর এক উইকেট পড়ছিল, তখন কিছুটা হলেও হাল ধরার চেষ্টা করেছিল সূর্যকুুমার যাদব। কিন্তু শেষ রক্ষা হল না। ৩৭ বলে ৪০ রান করে ধনঞ্জয়ার বলে এলবিডব্লু আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন সূর্য। প্রথমে আম্পায়ার আউট না দিলে, রিভিউ নেয় শ্রীলঙ্কা। তাতে আউট হন সূর্য। ১৯০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। তাঁর জায়গায় নেমেছেন কৃষ্ণাপ্পা গৌতম। তাঁরও এই ম্যাচের হাত ধরে একদিনের ক্রিকেটে অভিষেক হল। 

23 Jul 2021, 07:03:33 PM IST

৩০ ওভার: ১৮৭/৫

রানরেট খুব খারাপ নয় ভারতের। তবে তারা ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব এবং নীতিশ রানা। ৩৩ বলে ৩৯ করে ফেলেছে সূর্য। নীতিশ সবে নেমেছেন। ৫ বল খেলে ৩ রান করেছেন। 

23 Jul 2021, 07:00:00 PM IST

অভিষেক ম্যাচে ব্যাট করতে নামলেন রানা

হার্দিক পাণ্ডিয়া এই সফরে একেবারেই রান পাননি। ভাল ছন্দে নেই তিনি। এ দিন তিনি মাত্র ১৯ রান করেছেন।  তাঁর জায়গায় নেমেছেন নীতিশ রানা। একদিনের ক্রিকেটে এই ম্যাচেই অভিষেক হল নীতিশের।

23 Jul 2021, 06:57:03 PM IST

আউট হলেন হার্দিক

এলবিডব্লু হলেন হার্দিক পাণ্ডিয়া। বোলার সেই জয়াবিক্রম। ভারত ১৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে।

23 Jul 2021, 06:39:51 PM IST

মণিশ পাণ্ডে আউট

সঞ্জু স্যামসনের পর এ বার মণিশ পাণ্ডেকেও ফেরালেন জয়াবিক্রম। ১১ রান করে আউট হন মণিশ। নেমেছে হার্দিক পাণ্ডিয়া।

23 Jul 2021, 06:34:54 PM IST

বৃষ্টি বন্ধ হয়েছে, খেলা ফের শুরু হল

২৪ ওভারে ১৫৫ রান ভারতের। তিন উইকেট ভারতের পড়ে গিয়েছে। এই ওভারে দু'টি চার মেরেছে সূর্যকুমার যাদব। বৃষ্টির কারণে ওভার কমে ৪৭ হয়েছে।

23 Jul 2021, 05:11:55 PM IST

বৃষ্টির জন্য খেলা বন্ধ

২৩ ওভার হয়েছে। ১৪৭ রানে ভারতের তিন উইকেট পড়ে গিয়েছে। বৃষ্টির জন্য আপাতত খেলা বন্ধ। খুব জোরেই বৃষ্টি পড়ছে। মাঠ পুরোটাই ঢেকে দেওয়া হয়েছে।

23 Jul 2021, 04:34:01 PM IST

স্যামসন আউট

জয়াবিক্রমের বলে ক্যাচ আউট হন সঞ্জু স্যামসন। মাত্র ৪ রানের জন্য অভিষেক ম্যাচে অর্ধশতরান হাতছাড়া হল সঞ্জুর। ৪৬ বলে ৪৬ করে আউট হন সঞ্জু। পাঁচে নেমেছেন সূর্যকুমার যাদব।

23 Jul 2021, 04:16:51 PM IST

আউট হলেন পৃথ্বী

মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হল পৃথ্বী শ'র। ৪৯ করে দাসুন শানাকার বলে এলবিডব্লু হন পৃথ্বী। চারে নেমেছেন মণিশ পাণ্ডে।

23 Jul 2021, 04:10:21 PM IST

১৫ ওভার: ১০১/১

এই ওভারে পৃথ্বী মোট তিনটি চার মারলেন। প্রবীণ জয়াবিক্রমের এই ওভারে মোট ১৪ রান নিলেন পৃথ্বী। ভারতের শতরান হয়ে গেল এই ওভারে। পৃথ্বীর রান ৪৫ বলে ৪৯। এবং সঞ্জুর রান ৩৪ বলে ৩২।

23 Jul 2021, 03:49:11 PM IST

১০ ওভার: ৬৬/১

নিজেকে প্রমাণ করতে মরিয়া সঞ্জু স্যামসন। ১৯ বলে ১৮ রান করে ফেলেছেন তিনি। ৩০ বলে ২৯ রান পৃথ্বী শ'র।

23 Jul 2021, 03:36:36 PM IST

৭ ওভার: ৫২/১

ভারতের অর্ধশতরান হয়ে গেল। ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন এবং পৃথ্বী শ'। পৃথ্বীর রান ২০ বলে ২৬। এবং সঞ্জূ ৭ রান করে অপরাজিত রয়েছেন।

23 Jul 2021, 03:15:08 PM IST

ধাওয়ান আউট

তৃতীয় ওভারের তৃতীয় বলে চামিরা আউট করেন শিখর ধাওয়ানকে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৩ রান করে ভানুকার দস্তানায় ধরা দেন গব্বর। ভারত ২৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ৩ ওভারে ভারত ২৯/১।

23 Jul 2021, 03:10:01 PM IST

পরপর বাউন্ডারি ধাওয়ানের

দ্বিতীয় ওভারে ধনঞ্জয়ার প্রথম তিন বলে পরপর তিনটি বাউন্ডারি মারেন শিখর ধাওয়ান। পঞ্চম বলে ধাওয়ানের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন নাকচ করেন আম্পায়ার। শ্রীলঙ্কা রিভিউ নেয় এবং তাদের রিভিউ নষ্ট হয়। ২ ওভারে ভারত ২৩/০।

23 Jul 2021, 03:02:35 PM IST

ম্যাচ শুরু

যথারীতি ভারতের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। বোলিং শুরু করেন দুষ্মন্ত চামিরা। প্রথম ওভারে ১১ রান ওঠে। পাঁচ রান আসে ওয়াইড থেকে। একটি বাউন্ডারি মারেন পৃথ্বী।

23 Jul 2021, 02:58:23 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশে রদবদল

প্রবীণ জয়াবক্রমে, আকিলা ধনঞ্জয়া ও রমেশ মেন্ডিস দলে ঢোকেন। বাদ পড়েন হাসারাঙ্গা, সান্দাকান ও রজিথা।

23 Jul 2021, 02:56:44 PM IST

শ্রীলঙ্কার প্রথম একাদশ

আবিষ্কা ফার্নান্ডো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয়া ডি'সিলভা, চরিত আসালঙ্কা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, প্রবীণ জয়াবিক্রমে, দুষ্মন্ত চামিরা ও চামিকা করুণারত্নে।

23 Jul 2021, 02:51:50 PM IST

ভারতের প্রথম একাদশে রদবদল

ভারত এসঙ্গে প্রথম একাদশের ৬ জন ক্রিকেটারকে বদল করে। পাঁচ অভিষেককারীর সঙ্গে দলে ঢোকেন নভদীপ সাইনি। জায়গা ছেড়ে দেন ইশান কিষাণ, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। উল্লেখযোগ্য বিষয় হল, পরীক্ষা-নিরীক্ষার জন্য গত ম্যাচের নায় দীপককেও মাঠের বাইরে রাখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

23 Jul 2021, 02:43:20 PM IST

ভারতের প্রথম একাদশ

শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), পৃথ্বী শ, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), মণীশ পান্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), নীতিশ রানা, রাহুল চাহার, চেতন সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম ও নভদীপ সাইনি।

23 Jul 2021, 02:36:25 PM IST

একসঙ্গে পাঁচজন ভারতীয় ক্রিকেটারের ওয়ান ডে অভিষেক

সিরিজ জয় ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে একসঙ্গে পাঁচজন ভারতীয় ক্রিকেটারের ওয়ান ডে অভিষেক হচ্ছে। ওয়ান ডে ক্যাপ হাতে পেলেন নীতিশ রানা, রাহুল চাহার, চেতন সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম ও সঞ্জু স্যামসন। ১৯৮০ সালে মোলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচের পর থেকে একসঙ্গে এতজন ভারতীয় ক্রিকেটারের ওয়ান ডে অভিষেক হয়নি।

23 Jul 2021, 02:36:14 PM IST

টস জিতল ভারত

কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে টস জিতল ভারত। টস জিতে ভারত অধিনায়ক শিখর ধাওয়ান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সুতরাং, সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে শুরুতে ব্যাটিং ভারতের। ধাওয়ান ক্যাপ্টেন্সি কেরিয়ারে প্রথমবার টস জিতে থাই-ফাইভে সেলিব্রেট করেন। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু মোদী-রাহুল দুজনের বিরুদ্ধেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ! নড়েচড়ে বসল EC নিতম্বের হাড়ে সমস্যা, বানান ৬ প্যাক অ্যাবস, ফিটনেস জার্নি কেমন ছিল ওয়ারিকুর ভোটের শেষ ঘণ্টাতেও বিস্তা-বিষ্ণু ঠোকাঠুকি, রাজুর নালিশ কমিশনে ‘মহিলাদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে’, কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ দুপুরের স্বপ্ন সত্যি হয়? সেরা সময় কোনটি? কী দেখলে আসে সৌভাগ্য? রইল শাস্ত্রমত 'মাথা ঠুকে কত কেঁদেছি, আমি তো আর বাঁচতেই চাই নি, শুধু সংসার টানতে…', আবেগঘন শেখর ‘হাল ছাড়িনি..’বলছেন জেইই মেইনস-র টপার! কৃষক পরিবারের সন্তান নীলকৃষ্ণ দিলেন টিপস এ কী হাল! TRP-তে যৌথ টপার পেল জি বাংলা! ফুলকি-জগদ্ধাত্রী-নিম ফুলের মধু, কে কোথায় IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Latest IPL News

CSK-র পরিবেশ অনেক ভালো, MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.